
09/05/2025
এনাকে মনে আছে? প্রয়াত মনোহর পারিক্কর। দেশের প্রথম আই আই টিয়ান মুখ্যমন্ত্রী (গোয়ার), নরেন্দ্র মোদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী
ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কামাল করেছে। উত্তর ও পশ্চিম ভারতের শহরগুলিকে তাক করে পাকিস্তান মিসাইল ছুঁড়েও একটি আঁচড় কাটতে পারেনি।
তার পিছনে ছিল প্রয়াত মনোহর পারিক্করের বিচক্ষণতা। তাঁর নির্দেশেই ১৫ বছর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়, এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভারতবাসীর দেওয়া করের ৪৯৩০০ কোটি টাকা সাশ্রয় হয়।
আজ তিনি নেই, কিন্তু তাঁর পরিকল্পনার সুফল দেশ ভোগ করছে।
নরেন্দ্র মোদীর লোক চিনতে ভুল হয়নি। সব আইআইটিয়ান কেজরিওয়াল হয়না, কেউ কেউ মনোহর পারিক্কর হয়।