ICA Teliamura

ICA Teliamura This is the Official ICA Teliamura Sub-division page

বর্ণপরিচয়ের স্রষ্টা ,শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, নবজাগরণের পুরোধা এবং বাংলা ভাষা সংস্কারের পথিকৃৎ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্...
26/09/2025

বর্ণপরিচয়ের স্রষ্টা ,শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, নবজাগরণের পুরোধা এবং বাংলা ভাষা সংস্কারের পথিকৃৎ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়, তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরা

আজ তেলিয়ামুড়ার অন্তর্গত কবি নজরুল বিদ্যাভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায়, পণ...
25/09/2025

আজ তেলিয়ামুড়ার অন্তর্গত কবি নজরুল বিদ্যাভবনে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়. উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সরকারী মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় মহোদয়া. অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের মাননীয় সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পুর পরিষদ এর ভাইস চেয়ারপারসন মধুসূদন রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, তেলিয়ামুড়ার বিদ্যালয়ে পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা প্রমূখ. অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদ এর চেয়ারপারসন রূপক সরকার মহোদয়.

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর :আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে আয়োজন করার লক্ষ্যে তেলিয়ামুড়া ম...
22/09/2025

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর :
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে আয়োজন করার লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী ,মহকুমা পুলিশ আধিকারিক শ্রী জি. কৃষাণ, অতিরিক্ত মহকুমা শাসক শ্রী রূপম দাস, তেলিয়ামুড়া থানার অফিসার-ইন-চার্জ শ্রী জয়ন্ত কুমার দে সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকারি বিভিন্ন নীতি নির্দেশিকা তুলে ধরেন। নির্দেশিকা অনুযায়ী

প্রতিমার উচ্চতা ২০ ফুটের বেশি এবং সুপার স্ট্রাকচারের উচ্চতা ৪০ ফুটের বেশি হবে না।

নন-বায়োডিগ্রেডেবল সামগ্রী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

জনসমক্ষে মাইক্রোফোন ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহারের ৭২ ঘন্টা পূর্বে মহকুমা পুলিশ আধিকারিকের অনুমতি নিতে হবে।

রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনো মাইক বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করা যাবে না।

হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালতের আশেপাশে (১০০ মিটারের মধ্যে) নীরব অঞ্চলে কোনো প্রকার সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।

মাইকের উচ্চতা ভূমি থেকে সর্বাধিক ৪ মিটার হতে পারবে।

৭৫ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহার সীমিত রাখতে হবে এবং ৯০ ডেসিবেলের বেশি শব্দসৃষ্টিকারী বাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনো প্রকার আতশবাজি ফোটানো যাবে না।

যানবাহনের জন্য "নো এন্ট্রি পাস" আবেদনপত্র ২৪ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে মহকুমা পুলিশ আধিকারিক, তেলিয়ামুড়া-র কাছে জমা দিতে হবে।

এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনের শেষে মহকুমা শাসক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সর্বস্তরের মানুষকে প্রশাসনিক নির্দেশাবলি মেনে চলার আহ্বান জানান।

22/09/2025

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে আয়োজন করার লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা শাসক কর্তৃক সাংবাদিক সম্মেলন

https://www.youtube.com/watch?v=bK7xVOwLR8U
22/09/2025

https://www.youtube.com/watch?v=bK7xVOwLR8U

LIVE: PM Modi Performs Pooja & Inaugurates Mata Tripura Sundari Temple DevelopmentFair DisclaimerAll Right To Music Label Co. & No Copyright infringement int...

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রস্তুত...
06/09/2025

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিসে

Next Gen-GST approved by GST Coulcil. Source:GoI website
03/09/2025

Next Gen-GST approved by GST Coulcil. Source:GoI website

প্রানী সম্পদ বিকাশ দপ্তরের অধীন National Livestock Misson প্রকল্পের মাধ্যমে ঋণ সহায়তা মূল্যে তেলিয়ামুড়া ব্লকের অধীনে  চ...
02/09/2025

প্রানী সম্পদ বিকাশ দপ্তরের অধীন National Livestock Misson প্রকল্পের মাধ্যমে ঋণ সহায়তা মূল্যে তেলিয়ামুড়া ব্লকের অধীনে চরণমনী পাড়া এলাকায় বিশালাকার শুকর খামার তৈরী করে নজির সৃষ্টি করেছেন শ্রী_বাদল_কলই নামে এক প্রগতিশীল খামারী।উনি প্রায় ৫০ লক্ষ(৫০% সাবসিডি) টাকা ব্যয়ে এই শুকর খামার তৈরী করে আজ সাবলম্বী।

আজ ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী_সুধাংশু_দাস, তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক উনার শুকর খামারটি পরিদর্শন করেন।

আজ তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি এলাকায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তার অফিস ও শুকর প্রজনন খামারের নবনির্মিত...
02/09/2025

আজ তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি এলাকায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তার অফিস ও শুকর প্রজনন খামারের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া পুর পরিষদ এর ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ডঃ বিমল কুমার দাস, তেলিয়ামুড়া গ্রামোন্নয়ন বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক প্রমূখ

রাজস্ব দপ্তর কর্তৃক জারিকৃত আবহাওয়া বিষয়ক এক সতর্কতামূলক নির্দেশকে কেন্দ্র করে আজ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগ...
22/08/2025

রাজস্ব দপ্তর কর্তৃক জারিকৃত আবহাওয়া বিষয়ক এক সতর্কতামূলক নির্দেশকে কেন্দ্র করে আজ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের সভাপতিত্বে মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়.

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এর জন্ম জয়ন্তীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি.মহকুমা তথ্য ও সংস...
19/08/2025

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এর জন্ম জয়ন্তীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি.

মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়, তেলিয়ামুড়া

তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন
15/08/2025

তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন

Address

Teliamura
799205

Alerts

Be the first to know and let us send you an email when ICA Teliamura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share