ICA Teliamura

ICA Teliamura This is the Official ICA Teliamura Sub-division page

মৎস্য দপ্তরের উদ্যোগে আজ কল্যাণপুরস্থিত লোটাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক জাতীয় মৎস্য চাষি দিবস. উক্ত অনুষ্ঠ...
10/07/2025

মৎস্য দপ্তরের উদ্যোগে আজ কল্যাণপুরস্থিত লোটাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক জাতীয় মৎস্য চাষি দিবস. উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য, প্রাণিসম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস . উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক নির্মল কুমার বিশ্বাস, মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস. অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ. অনুষ্ঠানে সারা রাজ্য থেকে মৎস্য চাষীগন অংশগ্রহণ করেন. অনুষ্ঠানে 16 জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়

08/07/2025

সর্বসাধারণের অবগতির জন্য একটি বিশেষ ঘোষণা

আগামী ৯ জুলাই, সকাল ৭:৩০ মিনিট থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমার ছয়টি স্থানে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একটি মেগা মহড়া অনুষ্ঠিত হতে চলেছে।

এই মহড়া অনুষ্ঠিত হবে:

মুঙ্গিয়াকামি ব্লকের ৩৬ মাইল ও ৪৩ মাইল এলাকায় – ভূমিধস সংক্রান্ত মহড়া

তেলিয়ামুড়া ব্লকের চালিতাবাড়ি ও তেলিয়ামুরা পুর পরিষদ এলাকার দশমিঘাট প্রাঙ্গণে – বন্যা মোকাবিলা মহড়া

কল্যাণপুর ব্লকের কুচপাড়া ও মরর্গাং এলাকায় – বন্যা মোকাবিলা মহড়া

বিশেষ দ্রষ্টব্য:
মুঙ্গিয়াকামি ব্লকের ৩৬ মাইল ও ৪৩ মাইল এলাকায় মহড়া চলাকালীন, সকাল ৮:৩৫ মিনিট থেকে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এজন্য সকলের সহযোগিতা ও সহনশীলতা কাম্য।

এই মহড়ায় অংশ নিচ্ছেন বিভিন্ন সরকারি দপ্তর, ভলান্টিয়ার টিম, আপদা মিত্র ও স্থানীয় জনগণ।

সকলকে জানানো যাচ্ছে – এটি কেবলমাত্র একটি মহড়া। এটি বাস্তব কোন বিপর্যয় নয়। অযথা আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

ধন্যবাদান্তে।
তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন

আজ মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়, তেলিয়ামুড়া এবং কল্যাণপুর আর ডি ব্লকের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক ডঃ ...
06/07/2025

আজ মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়, তেলিয়ামুড়া এবং কল্যাণপুর আর ডি ব্লকের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা ভিত্তিক ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপিত হয় কল্যাণপুর ব্লক পঞ্চায়েত রিসার্চ হল, তেলিয়ামুড়া

"চিরন্তন সম্প্রীতির মিলন উৎসব"জাতি-জনজাতির পবিত্র ঐতিহ্যবাহী খার্চি পূজা উপলক্ষে সকল কে জানাই অসংখ্য শুভকামনা।মহকুমা তথ্...
03/07/2025

"চিরন্তন সম্প্রীতির মিলন উৎসব"

জাতি-জনজাতির পবিত্র ঐতিহ্যবাহী খার্চি পূজা উপলক্ষে সকল কে জানাই অসংখ্য শুভকামনা।

মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়, তেলিয়ামুড়া

তেলিয়ামুড়া, ২ জুলাই ২০২৫:১৯৭৫ সালে ভারতে জারিকৃত জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ তেলিয়ামুড়া মহকুমার চিত্রাঙ্গ...
02/07/2025

তেলিয়ামুড়া, ২ জুলাই ২০২৫:
১৯৭৫ সালে ভারতে জারিকৃত জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ তেলিয়ামুড়া মহকুমার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ‘সংবিধান হত্যা দিবস’ উপলক্ষে একটি মহকুমা-ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী পিনাকী দাস চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রী সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব ও ভাইস চেয়ারম্যান শ্রী নির্মল সূত্রধর তেলিয়ামুড়া পুরো পরিষদ এর ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মহকুমা শাসক পরিমল মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন শ্রী রূপক সরকার।

অনুষ্ঠানের শুরুতে নেতাজিনগরের মোটরস্ট্যান্ড থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়, যা চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে ছাত্রছাত্রী, সাংস্কৃতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থ ার প্রতিনিধিগণ এবং সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের জরুরি অবস্থার প্রেক্ষাপট, গণতান্ত্রিক অধিকার হরণ ও সংবিধান বিরোধী কার্যকলাপ সম্পর্কে বক্তব্য রাখেন এবং বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষার বার্তা দেন।

অনুষ্ঠানে একটি প্রদর্শনীও আয়োজিত হয়, যেখানে জরুরি অবস্থার সময়কালীন নানা তথ্য ও চিত্র উপস্থাপন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Training on Multi Langual Education organized by Inspectorate(Education)of Mungiakami at Mungiakami BRC hall.
30/06/2025

Training on Multi Langual Education organized by Inspectorate(Education)of Mungiakami at Mungiakami BRC hall.

তপশিলি উপজাতি হোস্টেল সুপারিনটেনডেন্টের জন্য নবনির্মিত টাইপ-III কোয়ার্টার, একটি বিবেকানন্দ দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে  এবং...
26/06/2025

তপশিলি উপজাতি হোস্টেল সুপারিনটেনডেন্টের জন্য নবনির্মিত টাইপ-III কোয়ার্টার, একটি বিবেকানন্দ দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে এবং আরেকটি তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয় গার্লস হোস্টেলে।উদ্ভোধক হিসেবে ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্যসচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের মাননীয়া বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয়া,পৌর পিতা শ্রী রূপক সরকার মহাশয়, বিশিষ্ট সমাজ সেবী শ্রী অচিন্ত ভট্টাচার্য মহাশয়, সেই ওয়ার্ড এর কাউন্সিলর শ্রী অপর্ণা শীল মহাশয়া সহ অন্যান্যরা

তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সচেতনতা মূলক রেলি অনুষ্ঠিত হয়. এতে উপ...
26/06/2025

তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সচেতনতা মূলক রেলি অনুষ্ঠিত হয়. এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার, ভাইস চেয়ারপারসন মধুসূদন রায়, মহকুমা শাসক পরিমল মজুমদার, অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং তেলিয়ামুড়া শহর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ.

'বন্দেমাতরম' -এর স্রষ্টা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি. তথ্য ও সংস্কৃতি কার্...
26/06/2025

'বন্দেমাতরম' -এর স্রষ্টা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি.

তথ্য ও সংস্কৃতি কার্যালয়, তেলিয়ামুড়া মহকুমা

 ের_মা_কে_নাম অভিযান অঙ্গ হিসাবে আজ তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে   -এ অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি । অনুষ্ঠানে ত্র...
25/06/2025

ের_মা_কে_নাম অভিযান অঙ্গ হিসাবে আজ তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে -এ অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি । অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার মাননীয় সরকারি মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদ এর চেয়ারপারসন রূপক সরকার, ভাইস চেয়ারপারসন মধুসূদন রায়, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিত রায় চৌধুরী, জেলা বন আধিকারিক সহ তেলিয়ামুড়া পুর পরিষদের কাউন্সিলরগন উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন

১১ তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামি এবং কল্যাণপুর
21/06/2025

১১ তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া, মুঙ্গিয়াকামি এবং কল্যাণপুর

21/06/2025

তেলিয়ামুড়া, ২১শে জুন ২০২৫: সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলিয়ামুড়া যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এর যৌথ উদ্যোগে আজ ১১তম আন্তর্জাতিক যোগ দিবস সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে পালন করা হয়। এই দিবস উপলক্ষে তেলিয়ামুড়া থানার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা রামঠাকুর আশ্রমে গিয়ে সমাপ্ত হয়।

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী সাহা রায়. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে স্বল্প সঞ্চয় দপ্তরের অধিকর্তা রাখি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদ এর চেয়ারপার্সন শ্রী রূপক।

স্বাগত ভাষণ প্রদান করেন তেলিয়ামুড়ার মহকুমার মহকুমা শাসক পরিমল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক এ.কে. চক্রবর্তী, তেলিয়ামুড়া ব্লকের ভারপ্রাপ্ত বিডিও চক্রবর্তী,ক্রীড়া আধিকারিক শ্রী ধরনী দাসসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

রামঠাকুর আশ্রমের নাট মন্দিরে যোগচর্চা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মুখ্য অতিথি শ্রীমতি কল্যাণী সাহা রায় তাঁর বক্তব্যে বলেন, “যোগ ভারতীয় প্রাচীন ঐতিহ্যের অমূল্য সম্পদ। শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সকল স্তরের মানুষকে যোগচর্চায় উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।”

অনুষ্ঠানে বক্তাগণ আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা এবং যোগচর্চার উপকারিতা নিয়ে আলোচনা করেন। এই উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক পরিবেশ সৃষ্টি হয়।

Address

Teliamura
799205

Alerts

Be the first to know and let us send you an email when ICA Teliamura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share