02/07/2025
তেলিয়ামুড়া, ২ জুলাই ২০২৫:
১৯৭৫ সালে ভারতে জারিকৃত জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ তেলিয়ামুড়া মহকুমার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ‘সংবিধান হত্যা দিবস’ উপলক্ষে একটি মহকুমা-ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সরকারি মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী পিনাকী দাস চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রী সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপা দেব ও ভাইস চেয়ারম্যান শ্রী নির্মল সূত্রধর তেলিয়ামুড়া পুরো পরিষদ এর ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মহকুমা শাসক পরিমল মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন শ্রী রূপক সরকার।
অনুষ্ঠানের শুরুতে নেতাজিনগরের মোটরস্ট্যান্ড থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়, যা চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। র্যালিতে ছাত্রছাত্রী, সাংস্কৃতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থ ার প্রতিনিধিগণ এবং সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের জরুরি অবস্থার প্রেক্ষাপট, গণতান্ত্রিক অধিকার হরণ ও সংবিধান বিরোধী কার্যকলাপ সম্পর্কে বক্তব্য রাখেন এবং বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও সংবিধান রক্ষার বার্তা দেন।
অনুষ্ঠানে একটি প্রদর্শনীও আয়োজিত হয়, যেখানে জরুরি অবস্থার সময়কালীন নানা তথ্য ও চিত্র উপস্থাপন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।