22/09/2025
তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর :
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে আয়োজন করার লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী ,মহকুমা পুলিশ আধিকারিক শ্রী জি. কৃষাণ, অতিরিক্ত মহকুমা শাসক শ্রী রূপম দাস, তেলিয়ামুড়া থানার অফিসার-ইন-চার্জ শ্রী জয়ন্ত কুমার দে সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সরকারি বিভিন্ন নীতি নির্দেশিকা তুলে ধরেন। নির্দেশিকা অনুযায়ী
প্রতিমার উচ্চতা ২০ ফুটের বেশি এবং সুপার স্ট্রাকচারের উচ্চতা ৪০ ফুটের বেশি হবে না।
নন-বায়োডিগ্রেডেবল সামগ্রী ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
জনসমক্ষে মাইক্রোফোন ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহারের ৭২ ঘন্টা পূর্বে মহকুমা পুলিশ আধিকারিকের অনুমতি নিতে হবে।
রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনো মাইক বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করা যাবে না।
হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আদালতের আশেপাশে (১০০ মিটারের মধ্যে) নীরব অঞ্চলে কোনো প্রকার সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।
মাইকের উচ্চতা ভূমি থেকে সর্বাধিক ৪ মিটার হতে পারবে।
৭৫ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহার সীমিত রাখতে হবে এবং ৯০ ডেসিবেলের বেশি শব্দসৃষ্টিকারী বাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনো প্রকার আতশবাজি ফোটানো যাবে না।
যানবাহনের জন্য "নো এন্ট্রি পাস" আবেদনপত্র ২৪ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে মহকুমা পুলিশ আধিকারিক, তেলিয়ামুড়া-র কাছে জমা দিতে হবে।
এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনের শেষে মহকুমা শাসক সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সর্বস্তরের মানুষকে প্রশাসনিক নির্দেশাবলি মেনে চলার আহ্বান জানান।