
26/12/2023
আজ আমি বরং একা 🥀🥀💔💔💔
হুট করেই একটা মানুষ আসবে তোমার জীবনে। তুমি তাকে যতোই এড়িয়ে চলতে চাইবে, সে তোমার সাথে আরো গভীরভাবে জড়িয়ে যাবে। তোমাদের কথা হবে, গল্প হবে, একসাথে দু'জন মিলে সাজাবে অনেক স্বপ্ন।
জীবনকে তখন মনে হতে থাকবে রঙিন প্রজাতিদের মতো। এরপর যখন তুমি ডুবে যাবে মানুষটার মাঝে পুরোপুরি। তখন দেখবে মানুষটা একটু একটু করে বদলে যাচ্ছে, বিরক্ত হচ্ছে ধীরে ধীরে তোমার প্রতি।
একটা সময় আসবে যখন তুমি দেখবে, এই সম্পর্ক শুধু তুমিই দাঁড়িয়ে আছো। দূর থেকে দূর অবধি তার কোনো নাম-নিশানাও নেই। তখন তুমি ভেঙে পরবে বাজেভাবে, কাউকে বলতেও পারবে না তোমার দুঃ'খটা কোথায়।
অতিথি পাখিদের কথা জানো তো? যারা শীতে আসে, আবার শীত ফুরোলে পারি জমায় নিজেদের গন্তব্যে। কিছু মানুষও আমাদের জীবনে সেইসব পাখিগুলোর মতো। নিজের মতো আসবে, আবার চলে যাবে হঠাৎই।
তাদের জন্য ক'ষ্ট পেয়ো না। খুব ক'ষ্ট হলে কেঁদে হালকা করে নিও নিজেকে। কিন্তু এই ভুলের মধ্যে থাকতে যেও না যে, সে তোমার ছিল কিন্তু হারিয়ে গেছে। কারণ সে তোমার হলে কখনো হারাতো না, সে তোমার ছিলই না।
অ শান্ত মন : M.I. Hoque