14/01/2024
আমি কইতাছি না তোমারে খুব পরিপাটি হইতে হবে। তুমি তোমার মাঝেই থাকো, অ'গোছালোই থাকো। গুছিয়ে আর সব হইলেও প্রেম গুছিয়ে হয় না। আমরা দুইজনে অ'গোছালো একখানা প্রেম করবো।
কথিত ম্যাচিউড লোকেরা প্রেমের যে পাগলামিকে ক্রিঞ্জ বলে, আমরা সে-সব ক্রিঞ্জ পাগলামিগুলো করবো হরদম। আমরা লাজ-লজ্জা ভুলে হাত ধরে হাঁটবো জনসমাগমে, আমরা গাঁ ঘেষে বসে গালে চুমু খেয়ে ছবি তুলবো, আমারা রাতভর কথাবার্তা বলবো, ঝগড়া করবো তুমুল। ঝগড়া করতে যেয়ে কেঁদেকেটে অভিমানে চোখ ফুলাবো। ফুলা চোখ নিয়ে শেষ মেসেজ, তোমার সাথে আর জীবনেও কথা বলবো না' মেসেজ পাঠিয়ে ঘুমাতে যাবো। ভোর হলে ফের রাগটাগ ভুলে তোমাকে ছাড়া থাকতে পারছি না বলে 'শুভ সকাল মেসেজ দিয়ে শুরু করবো আরেকটা নতুন দিন। ক্ষমা চাইবো একে-অপরের কাছে বাচ্চাদের মতোই।
আমরা আবেগে গদগদ গয়ে জড়িয়ে প্যাঁছিয়ে যাবো হাজার মাইল দূর হতেও একে-অপরের হৃদয়ে সু্ঁতোর রোলের মতো। রাগ অভিমান হলে হাতের শিরা কাটার ভয় দেখাবো দু'জন দু'জনকে। কথা কাটাকাটি হলে ভেঙে মুছড়ে আঁচড়ে ফালা-ফালা করে ফেলবো তুমি হাতের চুড়ি, কল কেটে দিবে। আমি একশো একটা কল করবো চরম বেহায়া হয়ে। ফোন না তুললে মেসেঞ্জারে লম্বা লম্বা মেসেজ লেখে তোমাকে কৈফিয়ত দিব, বুঝাবো কেনো তুমি রাগ করে থাকলে আমার ভাল্লাগে না। আমরা হাতি মহিষ বলে একে-অপরকে খিস্তি দিব, তবুও সম্পর্কের সুঁতা কাটবো না, ভাঙবো না কেউ কারোর মন।
প্রেম ভীষণ মিষ্টি জিনিস। সে প্রেমকে অতিরিক্ত ম্যাচুরিটি দেখাটে গিয়ে তিক্ত করে তোলার কোন মানে নাই। প্রেম মানেই পাগলামী। টিনেজ বয়সে যে প্রেমের স্বাদ, যে আবেগ, যে আদুরে অনুভূতি থাকে সে অনুভূতি অন্য কোন বয়সের প্রেমে থাকে না।
টিনেজ বয়সে ক্রিঞ্জ সম্পর্কে যে প্রেম থাকে, সে সম্পর্ক যদি ভেঙেও যায়। ম্যাচিউড বয়সে ফের প্রেমে পড়লে আমরা ভীষণ ভীষণভাবে মিস করি সে ক্রিঞ্জ প্রেমটাকে, যা পরে আর কপালে না'ও জুটতে পারে।
প্রেম একটু অ'গোছালোই ভালো। গুছিয়ে ব্যাবসা বানিজ্য হয়, অফিস আলদাত হয়, প্রেম হয় না। প্রেম মানেই পাগলামি। যে প্রেমে যত বেশি পাগলামি সে প্রেম তত বেশি মধুর, সে প্রেম তত বেশি মজবুত।
লেখা: সুধাম চট্টোপাধ্যায়।