18/06/2025
সিঙ্গিছড়ায় প্রানি সম্পদ বিকাশ দপ্তরের নতুন পশু হাসপাতালের উদ্বোধন | এদিন দুপুর একটা নাগাদ এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন হাসপাতালের উদ্বোধন করলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সরকারপক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাৎ শর্মা, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস থেকে শুরু করে অন্যান্যরা।