KCN TV

KCN TV Local Tv News Channel
KCN TV One of the most popular News Channel in Tripura

18/06/2025

সিঙ্গিছড়ায় প্রানি সম্পদ বিকাশ দপ্তরের নতুন পশু হাসপাতালের উদ্বোধন | এদিন দুপুর একটা নাগাদ এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন হাসপাতালের উদ্বোধন করলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সরকারপক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাৎ শর্মা, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস থেকে শুরু করে অন্যান্যরা।

18/06/2025

ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিশন টিলা বাজারে মঙ্গলবার রাতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাজার শেষে ৯ মাসের কন্যা সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরছিলেন সুমিতা নাথ। তাঁর হাতে ছিল বাজারের ব্যাগ, অপর হাতে ছয় বছরের ছেলে সন্তান। এসময় একটি টুকটুক তাঁদের ধাক্কা দিলে সুমিতা অজ্ঞান হয়ে যান এবং কোল থেকে শিশুটি ছিটকে পড়ে যায় ঘটনাটি ঘটে মিশন টিলা বাজার সংলগ্ন ইলেকট্রিক অফিসের সামনে। সুমিতা নাথ জানান ঘাতক টুকটুকের চালক ছিলেন কামেশ্বর এলাকার বাসিন্দা আবু ঘুষ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মা ও শিশুকে উদ্ধার করে ধর্মনগর দমকল অফিসে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটির ডান চোখে গুরুতর আঘাত ধরা পড়ে। উন্নত চিকিৎসার প্রয়োজনে শিশুটিকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক ।সুমিতার স্বামী, নিবাস নাথ, কর্মসূত্রে ধর্মনগরের বাইরে থাকায় এবং তাঁদের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ায় স্থানীয় যুবকরা আর্থিক সাহায্য প্রদান করেন। এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

18/06/2025

নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল শ্রীনগর থানার পুলিশ।জানা ষগেছে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মার নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামতলী মুসলিম পাড়া এলাকার লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে একটি ঘর থেকে মাটি খুঁড়ে দুইটি সিনটেক্স ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে তার পাশাপাশি বাড়ির মালিক লিটন মিয়াকে পুলিশ আটক।এই ব্যাপারে শ্রীনগর থানার পুলিশ লিটন মেয়র বিরুদ্ধে এনডিপিএস মামলা নথিভুক্ত করে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে শ্রীনগর থানায় ছুটে আসেন আমতলীর এসডিপিও।পুলিশের পক্ষ থেকে জানাগেছে বুধবার দুপুরে ধৃত লিটন মিয়াকে আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও জানিয়েছেন লিটন মিয়ার বাড়ি থেকে দুটি সিনটেক্সে মোট ১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।আমতলীর এসডিপিও আরো জানিয়েছেন রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে বাস্তবায়ন করতে পুলিশ এই ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনেও জারি রাখবে।

18/06/2025

আগামী ২৭ জুন রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে শ্রীশ্রী জগন্নাথ জিও মন্দিরে প্রস্তুতি তুঙ্গে। জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা উপলক্ষে ২৯ তারিখ থেকে শুরু হবে ধর্মসভা। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধুরা উপস্থিত থাকবেন। থাকবেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

18/06/2025

ত্রিপুরা তথা ভারতবর্ষে মধ্যে প্রথম‚ বিশ্বের মধ্যে তৃতীয় স্থানাধিকারী‚ এবং প্রথম বাঙালি হিসেবে ১৮ ’ই এপ্রিল‚ ২০২৫ ইং. তারিখে মাউন্ট অন্নপূর্ণা বেস্ ক্যাম্পে বাই-সাইকেলে চড়ে পৌঁছেছিলেন সাইকেলিস্ট বাপী দেবনাথ মহাশয় ওরফে নীল। তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী‚ সারাদেশে জুড়ে “No Drugs‚ No Suicide” এই উদ্দেশ্যকে সামনে রেখে বাই-সাইকেলে চড়ে সচেতনতামূলক অভিযান করে চলেছেন‚ এরই অঙ্গ হিসেবে তিনি আজ খোয়াই জেলায় পদার্পণ করেছেন। উনার এখন মূল লক্ষ্য হলো‚ দেশভ্রমণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের মধ্যে‚ যুবসমাজের মধ্যে “No Drugs‚ No Suicide” এই থীমের উপর ভিত্তি করে সমাজে জনসচেতনতা গড়ে তোলা‚ এবং ১০ লক্ষ ছাত্রছাত্রীদের‚ শিক্ষক-শিক্ষিকাদের সাক্ষর সংগ্রহ করা।

18/06/2025

খোয়াইতে পারিবারিক বিবাদ কেন্দ্র থেকে বড় ভাইয়ের হাতে আক্রান্ত ছোট ভাই!

18/06/2025

খোয়াই সিঙ্গিছড়ায় প্রানি সম্পদ বিকাশ দপ্তরের নতুন পশু হাসপাতালের উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস।

18/06/2025

Breaking::;-
শিলচর কালাইন যোগাযোগ বিচ্ছিন্ন, মেরামত করার এক মাসের মধ্যে ভাঙ্গারপাড় সেতু ভেঙে পড়লো. দুটি ট্রাক এক সঙ্গে পার হতে ঘটে ঘটনা

17/06/2025

ইসরায়েলের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে খোয়াইয়ের জেলা শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্কে সি পি আই ( এম)-- র প্যালেস্টাইন সংহতি দিবস

17/06/2025

খোয়াই নতুন টাউন হলে এইডস এবং এইচ আই ভি নিয়ে এক সচেতনতামূলক সভা আয়োজিত

17/06/2025

খোয়াই জেলা শাসক কার্যালয়ে মৎস্য, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা সভা আয়োজিত হয়।

17/06/2025

BIG BREAKING
মাঝ আকাশে বিপদসঙ্কেত! কলকাতায় থেকে মুম্বাইগামী বিমানেরএমার্জেন্সি ল্যান্ডিং কলকাতায়

Address

Bankar, Khowai
Tripura
799201

Website

Alerts

Be the first to know and let us send you an email when KCN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share