Being Aanas

Being Aanas Read, Read and Read !

30/05/2025

"ক্ষমতা" সে তো ক্ষণস্থায়ী! পৃথিবীর ইতিহাসের সবথেকে ক্ষমতাশালী, স্বৈরাচারী শাসক ফেরাউন আজ সময়ের স্রোতে বিলীন হয়ে গিয়েছেন। ঠিক এভাবেই আধুনিক স্বৈরাচারীদেরও স্রষ্টা সময়ের স্রোতে ভাসিয়ে নরকের আগুনে পুড়িয়ে ভষ্ম করে দেবেন।

তাই ক্ষমতার অসৎ ব্যবহারের পরিবর্তে সদ্ব্যবহার করাটাই শ্রেয়। যাতে পৃথিবীর ইতিহাস আপনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে। তাই পৃথিবীকে যুদ্ধের কারখানা না বানিয়ে স্রষ্টার দেওয়া এক জান্নাত বানানোর পরিকল্পনাই রাষ্ট্রপ্রধানদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত!

30/05/2025

সাদা-কালো, ধনী-দরিদ্র, উচুজাত-নিচুজাত; ইসলামে এইসব বিষয় নিষিদ্ধ!
ইসলামের দৃষ্টিতে সবাই সমান!
একই কাতারে দাঁড়িয়ে প্রেসিডেন্ট এবং ফকির নামাজ আদায় করেন। ফকিরের পা গিয়ে প্রেসিডেন্টের ঘাড়ে লাগলেও প্রেসিডেন্ট কিছু বলতে পারবেন না। পৃথিবীতে সাম্যের দৃষ্টান্ত স্থাপন করেছিল ইসলাম! আর তা আজও উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে!

স্রষ্টার দৃষ্টিতে সকল সৃষ্টি সমান!

বর্তমানে নেই আমি, বিচরণ করছি অটোমানদের দুনিয়ায়!ঘুরছি, পৃথিবীর ইতিহাসের এক বর্বর, অসভ্য জানোয়ার চেঙ্গিস খানের সাম্রাজ্...
06/05/2025

বর্তমানে নেই আমি, বিচরণ করছি অটোমানদের দুনিয়ায়!
ঘুরছি, পৃথিবীর ইতিহাসের এক বর্বর, অসভ্য জানোয়ার চেঙ্গিস খানের সাম্রাজ্যে। উপলব্ধি করছি মুসলিমদের ব্যর্থতা আর সফলতার মূলমন্ত্র। মানুষ কতটা হিংস্র হলে মানুষের মাথা কেটে পিরামিড তৈরি করতে পারে। কতটা হিংস্র হলে একটা মেয়েকে তার বাবা ভাই ও ছেলের সামনে গণ*ধর্ষণ করে মাথা কেটে ঝুলিয়ে দিতে পারে। আরো কতটা হিংস্র হলে শিশু ও বৃদ্ধদের কেটে দু-টুকরা করতে পারে।

মানুষ যখন স্রষ্টার চাইতে স্রষ্টার সৃষ্টিকে বেশি ভয় করে, তখন মানুষের জন্য স্রষ্টার সৃষ্টির ভয়টাই পতনের কারণ হয়ে দাঁড়ায়। স্রষ্টাকে ভুলে গেলে স্রষ্টা মানুষকে তার সৃষ্টির মাঝে এমন এক ভয়ংকর, হিংস্র মহাবিপদ তাদের সম্মুখীন করেন যা ইতিহাসে রক্তে লেখা হয়। তেমনই এক স্রষ্টার সৃষ্টি, মহাবিপদের নাম চেঙ্গিস খান।

মানুষ যদি ভুল বুঝে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেন, তাহলে সেই স্রষ্টাই আবার তার অসহায় সৃষ্টিকে এমন ক্ষমতা (ওসমান) প্রদান করেন, যা শেষ পর্যন্ত অন্যায়-অত্যাচারের বিনাশ করে মজলুম মানবতার পাশে দাঁড়িয়ে অসভ্য, বর্বর জানোয়ারদের মেরে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

মজলুম মানবতার পক্ষে গর্জে ওঠার জন্য স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত হয় বীর বাহাদুর ওসমান। আমি সেই ওসমানের সাম্রাজ্যে দাঁড়িয়ে সফলতার মূলমন্ত্র অনুধাবন করছি! আলহামদুলিল্লাহ

21/04/2025

অন্যান্য দেশ প্রযুক্তিবিদ, দক্ষ ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানী তৈরি করে, আর আমরা তৈরি করছি কনটেন্ট ক্রিয়েটর, ক্রিকেটার, সাধু বাবা আর দুর্নীতিবাজ নেতা!

21/04/2025

ঘুষখোর আর দুর্নীতিবাজ নেতাদের কারণেই আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি!

21/04/2025

চায়না উন্নয়নের চরম সীমায় পৌঁছে যাচ্ছে, আর ভারতীয়রা এখনো ধর্ম আর রাজনীতি নিয়ে লড়াই করছে!

21/04/2025

যে দেশের মানুষের স্মৃতিতে রাজনীতি আর ধর্মীয় বিদ্বেষ ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া যায় না, সেই দেশের উন্নয়ন শুধু কল্পনায়!

চুরি করে হলেও গিফ্ট দিতে হবে, না হলে ভালোবাসা টিকবে না 🙄
12/02/2025

চুরি করে হলেও গিফ্ট দিতে হবে, না হলে ভালোবাসা টিকবে না 🙄

08/02/2025

আমরা কেমন একটা অস্থির, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছি। চারিদিকে অ*স্ত্রের ঝনঝনানি, বারুদের গন্ধ! দূষণ, কোলাহল মুখর পরিবেশ। প্রান খুলে শ্বাস নেয়ার মত বিশুদ্ধ বাতাস নেই, নেই ফুলের সুগন্ধ!
নেই প্রকৃত ভালোবাসার স্বাদ! অস্থির, বিরক্তিকর নোংরা ভালবাসায় জর্জরিত মানব সভ্যতা! রঙিন আলোয় সাজানো শহর আর ওই শহরের গলির বুক ফাটা কান্না, যা সভ্য মানুষের শ্রবণ শক্তির বাইরে। ইতিহাস সাক্ষী, আমরাই বসবাসের অযোগ্য করেছি আমাদের গ্রহ। আমরা কি কল্পনা করি না, আমরা কি স্বপ্ন দেখতে পারি না ? একটা সুন্দর, সুস্থ, রঙিন আলোয় রাঙানো পৃথিবীর !

😅
04/02/2025

😅

04/02/2025
সাইকেল চালানো দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক—এটা শোনার পর হাসি আসা স্বাভাবিক। তবে একটু ভেবে দেখুন, এর মধ্যে লুকিয়ে আছে এ...
03/02/2025

সাইকেল চালানো দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক—এটা শোনার পর হাসি আসা স্বাভাবিক। তবে একটু ভেবে দেখুন, এর মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা।
একজন সাইকেল চালক বা হেঁটে চলা ব্যক্তি আসলে কী কী করেন না?
তিনি গাড়ি কেনেন না।
লোন নেন না।
গাড়ির বীমা করান না।
তেল কেনেন না।
গাড়ির সার্ভিসিং বা পার্কিংয়ের খরচ করেন না।
শারীরিকভাবে সুস্থ থাকেন, ফলে মোটা হন না।
এখন এই সুস্থতা আবার দেশের অর্থনীতির জন্য "ক্ষতিকর"!
কারণ:
তিনি বেশি ওষুধ কেনেন না।
হাসপাতালে যান না বা ডাক্তার দেখান না।
তিনি GDP-তে উল্লেখযোগ্য খরচের জায়গা তৈরি করেন না।
তার বিপরীতে, একজন ফাস্ট ফুড ব্যবসায়ী কী করেন?
১০ জন হার্টের চিকিৎসক,
১০ জন দাঁতের ডাক্তার এবং ১০ জন ওজন কমানোর পরামর্শদাতা বা ট্রেনারের জন্য কাজের সুযোগ তৈরি করেন।
আর যারা পায়ে হেঁটে চলেন, তারা তো আরও "ক্ষতিকর"! কারণ, তারা সাইকেলটাও কেনেন না।
শিক্ষণীয় বার্তা:
এটি নিছকই একটি রসিকতার আড়ালে বড় একটি সত্যকে তুলে ধরে—আমাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যকর অভ্যাসগুলো অর্থনীতির কোনো বিশেষ অংশে সরাসরি প্রভাব ফেলে না। তবে এটি সামগ্রিকভাবে সমাজের জন্য উপকারী। আপনার সুস্থতা শুধু আপনার নয়, পরোক্ষভাবে একটি সুস্থ জাতি তৈরিতে সাহায্য করে।
তাই, অর্থনীতির চিন্তা বাদ দিয়ে নিজের স্বাস্থ্যকেই অগ্রাধিকার দিন। নিজে সুস্থ থাকুন, অন্যদেরও সুস্থ থাকার অনুপ্রেরণা দিন!

লেখাঃ সংগৃহীত

Address

Tufanganj
736156

Alerts

Be the first to know and let us send you an email when Being Aanas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Being Aanas:

Share