30/05/2025
"ক্ষমতা" সে তো ক্ষণস্থায়ী! পৃথিবীর ইতিহাসের সবথেকে ক্ষমতাশালী, স্বৈরাচারী শাসক ফেরাউন আজ সময়ের স্রোতে বিলীন হয়ে গিয়েছেন। ঠিক এভাবেই আধুনিক স্বৈরাচারীদেরও স্রষ্টা সময়ের স্রোতে ভাসিয়ে নরকের আগুনে পুড়িয়ে ভষ্ম করে দেবেন।
তাই ক্ষমতার অসৎ ব্যবহারের পরিবর্তে সদ্ব্যবহার করাটাই শ্রেয়। যাতে পৃথিবীর ইতিহাস আপনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে। তাই পৃথিবীকে যুদ্ধের কারখানা না বানিয়ে স্রষ্টার দেওয়া এক জান্নাত বানানোর পরিকল্পনাই রাষ্ট্রপ্রধানদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত!