19/06/2025
মার্কিন মদতপুষ্ট ইজরাইল প্যালেস্তাইনকে আক্রমণ করে প্রায় শেষেই করে দিয়েছিল। গাজায় নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে এই ইজরাইল। যুদ্ধের নিয়ম-নীতির তোয়াক্কা না করে সরাসরি ত্রাণ শিবির গুলিতেও নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরানের সঙ্গে লড়তে গিয়ে এখন ইসরাইলের লেজে গোবরে অবস্থা। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধানের ঝগড়া! তুমি ওদেরকে উসকে দিলে কেন? প্রতিরক্ষা মন্ত্রী! জবাবে সেনা প্রধান, স্যার আমি জানতাম না ওদের যে এতগুলো গোলাবারদ আছে!
একতরফাভাবে প্যালেস্টাইনকে আক্রমণ করার এখন মোক্ষম জবাব পাচ্ছে ইসরায়েল।
US-backed Israel almost destroyed Palestine by attacking it. This Israel has carried out indiscriminate killings in Gaza. Israel has also directly attacked relief camps without paying attention to the rules of war.
Israel is now in a mess after fighting Iran. The Israeli Defense Minister and the Army Chief are arguing! Why did you provoke them? Defense Minister! In response, the Army Chief, Sir, I didn't know they had so many ammunition!
Israel is now getting the perfect answer for unilaterally attacking Palestine.