News আওয়াজ ত্রিপুরা 24 / news awaz tripura 24

  • Home
  • India
  • Udaipur
  • News আওয়াজ ত্রিপুরা 24 / news awaz tripura 24

News আওয়াজ ত্রিপুরা 24 / news awaz tripura 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News আওয়াজ ত্রিপুরা 24 / news awaz tripura 24, Media/News Company, Udaipur.

বাংলাদেশী অনু*প্রবেশ থেমে নেই। এবার রংপুর থেকে সিপাহীজলার সীমান্ত হয়ে আসা এক বাংলাদেশী মেয়েকে আ*টক করল আগরতলার জিআরপি ...
10/10/2025

বাংলাদেশী অনু*প্রবেশ থেমে নেই। এবার রংপুর থেকে সিপাহীজলার সীমান্ত হয়ে আসা এক বাংলাদেশী মেয়েকে আ*টক করল আগরতলার জিআরপি থানা।

10/10/2025

লোকালয়ে বিষধর সাপ উদ্ধার। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের নিয়ন্ত্রণাধীন করইলং শান্তিপাড়া এলাকাতে। স্থানীয় ক্যানেল সন্নিহিত এলাকাতে বিশাল আকারের কালো এক সাপ দেখা যায়। তারপর এলাকাবাসীদের তরফ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় সাপটাকে উদ্ধার করতে সক্ষম হয়। এটা কোন প্রজাতির সাপ তা বনকর্মীরা জানাতে পারেননি। পরে তারা এই সাপটাকে উদ্ধার করে নিয়ে যায়।

আজ পাবিয়াছড়া বিধানসভায়, মাছমারা বাজারে ত্রিপুরা কংগ্রেস পার্টি  একটি বাজার সভা অনুষ্ঠিত করেন উপস্থিত ছিলেন ,,,,  বিধায়ক...
10/10/2025

আজ পাবিয়াছড়া বিধানসভায়, মাছমারা বাজারে ত্রিপুরা কংগ্রেস পার্টি একটি বাজার সভা অনুষ্ঠিত করেন উপস্থিত ছিলেন ,,,, বিধায়ক সুদীপ রায় বর্মন ও অন্যান্যরা।

10/10/2025

এ মুহূর্তে সবচেয়ে বড় খবর। ১০ বছরের স্কুল পড়ুয়া এক নাবালিকা মেয়েকে অপহরণ করল সুজিত দেব নামে এক যুবক। ঘটনা নলছড়।

ধর্মনগর সাব জেল থেকে পলাতক আরও এক   দুষ্কৃতী আটক!! পলাতক ৬ দুস্কৃতীর মধ্যে আগেই দুজনকে আটক করা হয়েছিল। শুক্রবার ভোররাতে...
10/10/2025

ধর্মনগর সাব জেল থেকে পলাতক আরও এক দুষ্কৃতী আটক!! পলাতক ৬ দুস্কৃতীর মধ্যে আগেই দুজনকে আটক করা হয়েছিল। শুক্রবার ভোররাতে উত্তর জেলা পুলিশের একটি বিশেষ দল রহিম আলিকে আটক করেছে। শুক্রবার ভোরে ধৃত রহিম আলিকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়েছে।

10/10/2025

গরু জমিতে ধান খেয়ে নষ্ট করার প্রতি*বাদ করলে দায়ের কো*পে গৌতম নায়েক নামে এক যুবকের হাতের ৩ টি আঙ্গুল কে*টে পড়ে যায়। এই ঘটনাটি ঘটে শুক্রবার কমলপুর থানার মহাবীর পঞ্চায়েতের নতুন বাগান গ্রামে।

10/10/2025

উইমেন্স কলেজ এনএসএস ইউনিট এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদের যৌথ উদ্যোগে শব্দদূষণের কু-ফলের বিষয় নিয়ে NSS স্বেচ্ছাসেবীরা একটি সচেতনতা মূলক কর্মসূচি সংঘটিত করে। এদিন শহরের বিভিন্ন রাস্তায় পথচলতি জনগনের মধ্যে শব্দ দূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। বর্তমান সময়ে যেকোন শুভ অনুষ্ঠান, পূজো বা যে কোন কিছু প্রচার সব কিছুতেই শব্দবহুল বাজি, পটকা এবং ডিজে বাজানোর আওয়াজ জন জীবনকে বিপর্যস্ত করে তুলছে। বিঘ্ন ঘটাচ্ছে পরিক্ষার্থীদের। শুধু তাই নয়, মানব জাতীর মস্তিস্কের ধারণ ক্ষমতাও বহুলাংশে হ্রাস পাচ্ছে এই শব্দ দূষণের কারনে। তাছাড়া দুর্বল হার্টের রোগীদের রাস্তায় চলাফেরা করাও এখন ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান কলেজ ছাত্রীরা।

10/10/2025

হায়রে!পরকীয়া প্রেম!! জনরোষ থেকে প্রাণ বাঁচাতে প্রেমিক বাবুল আশ্রয় থানার ।।বক্সনগর।।
আজ থেকে দুই বছর আগে বক্সনগর বাজারে প্রকাশ্যে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় ব্যবসায়ী রামুর। সেই মৃত্যু নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। দুর্ঘটনার সময় সেদিন রামুর বন্ধু স্থানীয় অপর এক ব্যবসায়ী বাবুল বণিকের সঙ্গেই মদমত্ত অবস্থায় ছিলেন রামু। রামুর ঘরে সুন্দর স্ত্রী ছিল। তার মৃত্যুর পর তার প্রিয় বন্ধু বাবুল বনিকের সঙ্গে অবাধে রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় প্রেম লীলায় মত্ত হয়ে পড়েন তার সুন্দর স্ত্রী। প্রয়াগ রাজে নাকি দুজনের বিয়েও হয়। বাবুল বণিকের ঘরে স্ত্রী ও এক কলেজ পড়ুয়া কন্যা ও রয়েছে। আজ বাবুলের প্রেমিকা এবং রাম স্ত্রীকে গণধোলাই দেয় সাধারণ মানুষ। প্রাণ বাঁচাতে বাবুল আশ্রয় নেয় থানার।।

সোনামুড়া মহকুমায় আবারও সামাজিক অবক্ষ*য়ের ভয়া*বহ চিত্র!পশ্চিম দুর্লভ নারায়ন অমলকীমুড়ায় শশুরের হাতে স্ত্রী ও পুত্রবধ...
09/10/2025

সোনামুড়া মহকুমায় আবারও সামাজিক অবক্ষ*য়ের ভয়া*বহ চিত্র!

পশ্চিম দুর্লভ নারায়ন অমলকীমুড়ায় শশুরের হাতে স্ত্রী ও পুত্রবধূ গুরু*তরভাবে আ*ক্রান্ত

পারিবারিক ঝা*মেলাকে কেন্দ্র করে নুরুল ইসলাম ধা*রালো অ*স্ত্র দিয়ে দু’জনকে এলো*পাথারি কো*পায়

আ*হ*ত খুসনেহারা বেগম ও সালমা আক্তারকে ফা*য়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশ*ঙ্কাজনক হওয়ায় দু’জনকেই পরে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে

এদিকে ঘা*তক নুরুল ইসলাম পলাতক, ঘটনাস্থলে পৌঁছেছে সোনামুড়া থানার পুলিশ

১০ অক্টোবর থেকে নয়া ফি কাঠামো লাগু হতে চলেছে টিবিএসই
09/10/2025

১০ অক্টোবর থেকে নয়া ফি কাঠামো লাগু হতে চলেছে টিবিএসই

09/10/2025

নেশার স্বর্গরাজ্য ত্রিপুরায় ঢোকার পথে আবারো ৩০ লক্ষাধিক টাকার এসকফ সিরাপ সহ ২ পান্ডাকে আটক করতে সক্ষম হয় অসম পুলিশ !

09/10/2025

বড়জলা স্কুলে ভয়ানক চুরি কান্ড সংগঠিত !!
চোরের দল নিয়ে যায় কম্পিউটারের সিপিইউ, পাখা এবং ইলেকট্রিক তার সহ সাইন্স লেভের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস। পূজার ছুটির কাটিয়ে যখন আজ স্কুল খুলে তখন এই দৃশ্য দেখেন স্কুলের শিক্ষকরা। ঘটনাস্থলে যায় রামনগর আউট পোস্টের পুলিশ। তবে কিভাবে এই ভয়ানক চুরি হয়েছে তা তদন্ত করছে পুলিশ। আনুমানিক ৫ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে জানালেন স্কুল কর্তৃপক্ষ।

Address

Udaipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when News আওয়াজ ত্রিপুরা 24 / news awaz tripura 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News আওয়াজ ত্রিপুরা 24 / news awaz tripura 24:

Share