News awaz tripura 24

News awaz tripura 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News awaz tripura 24, Media/News Company, Udaipur.
(1)

পেঁচারথল–লক্ষণছড়া ব্রিজে ১২ চাকার লরি দুর্ঘটনার কবলে, আহত পুলিশ আধিকারিক।
23/12/2025

পেঁচারথল–লক্ষণছড়া ব্রিজে ১২ চাকার লরি দুর্ঘটনার কবলে, আহত পুলিশ আধিকারিক।

23/12/2025

উদয়পুর রেল স্টেশনে আটক বাংলাদেশি।

বিলোনিয়া সীমান্তে বিএসএফ–পুলিশের যৌথ টহল, নিরাপত্তা জোরদারবিলোনিয়া:সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও মজবুত করতে বিলোনিয়া ...
23/12/2025

বিলোনিয়া সীমান্তে বিএসএফ–পুলিশের যৌথ টহল, নিরাপত্তা জোরদার
বিলোনিয়া:
সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও মজবুত করতে বিলোনিয়া থানা পুলিশের সঙ্গে সমন্বয়ে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর যৌথ উদ্যোগে থানা এলাকার অন্তর্গত সীমান্তবর্তী অঞ্চলে যৌথ ফুট প্যাট্রোলিং পরিচালনা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই টহলের মূল উদ্দেশ্য হলো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ও বেআইনি কার্যকলাপ রোধ করা এবং সাধারণ মানুষের জানমাল সুরক্ষা নিশ্চিত করা। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে এবং হাই অ্যালার্ট বজায় রাখা হয়েছে।
আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও বিএসএফ যৌথভাবে ২৪ ঘণ্টা রাউন্ড দ্য ক্লক ডিউটি পালন করছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে অবিলম্বে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।

আইজিএমসি হাসপাতালে ডাক্তার ও রোগীর মধ্যে তুমুল লড়াই। সিমলার আইজিএমসি হাসপাতালে, এন্ডোস্কোপি নিয়ে রোগী এবং ডাক্তারের মধ...
23/12/2025

আইজিএমসি হাসপাতালে ডাক্তার ও রোগীর মধ্যে তুমুল লড়াই। সিমলার আইজিএমসি হাসপাতালে, এন্ডোস্কোপি নিয়ে রোগী এবং ডাক্তারের মধ্যে তর্ক এতটাই বেড়ে যায় যে বিষয়টি হাতাহাতির পর্যায়ে পড়ে। চিকিৎসক ও রোগীর মধ্যে লাথি ও ঘুষির ঘটনা ঘটে, যার জেরে হাসপাতালের পরিবেশ বিগড়ে যায়। রোগীর পরিবার হাসপাতালে তোলপাড় সৃষ্টি করে এবং চিকিৎসককে সাময়িক বরখাস্তের দাবি জানায়। এই ঘটনায় হাসপাতাল প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার ভোর ৩টে ২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে মুম্বইগামী AI887 উড়ানটি। আকাশে ওড়ার কিছু...
22/12/2025

সোমবার ভোর ৩টে ২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে মুম্বইগামী AI887 উড়ানটি। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বোয়িং ৭৭৭-৩৩৭ বিমানটিতে সমস্যা দেখা যায়। ডানদিকের ইঞ্জিনে ত্রু/টি ধরা পড়ে। টেকঅফের পরেই পাইলটরা লক্ষ্য করেন, ডানদিকের ইঞ্জিনে থাকা তেলের পরিমাণ কমছে। খানিক পরে তেলের চাপ শূন্যে নেমে যায়। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে দিল্লিতেই নামিয়ে দেওয়া হয় বিমান। অন্য বিমানে করে মুম্বই পাঠানো হয় যাত্রীদের।

22/12/2025

বাংলাদেশ এর একজন হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে! তাই উত্তর ত্রিপুরা,ধর্মনগর, কালাছড়া বাজারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করে । #সংবাদশিরোনাম

22/12/2025

লংতরাইভ্যালীর এডিসি দুই আসনে বি জে পি তিপ্রা মথা হাড্ডাহাড্ডি লড়াই

আমি বউ চাই না, আমি টাকা চাই, ছোট ভাই স্ত্রীকে বড় ভাই পালিয়ে নেওয়ার পর, এমনটাই বক্তব্য দিলেন ছোট ভাই।  আর এই চাঞ্চল্যক...
22/12/2025

আমি বউ চাই না, আমি টাকা চাই, ছোট ভাই স্ত্রীকে বড় ভাই পালিয়ে নেওয়ার পর, এমনটাই বক্তব্য দিলেন ছোট ভাই। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি উঠে আসলো, মেলাঘর তেল কাজলা শ্রীমতি পাড়া। সমাজ কতটা অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে, তার একটি জ্বলন্ত উদাহরণ আমরা তুলে ধরছি। একই মায়ের গর্বের দুই সন্তান, যেখানে বড় ভাই রতন দেবনাথ, তার ছোট ভাই উত্তম দেবনাথ। বড় ভাই রতন দেবনাথ ছোট ভাই এর এর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করলেন। আর এই ঘটনাকে ঘিরে, পুরো মহকুমা জুড়ে সাধারণ মানুষের মধ্যে শুধু প্রতিক্রিয়া একটাই, ছি ছি। স্কিনে যে ছবিটি আপনারা দেখতে পারছেন তার নাম উত্তম দেবনাথ, এবার যাকে দেখতে পারছেন, উনি রতন দেবনাথ, আপন ভাই উত্তম দেবনাথ, এবং রতন দেবনাথ যাদের বাবা গৌরাঙ্গ দেবনাথ। ছোট ভাই উত্তম দেবনাথ বিয়ে করেন মেলাঘর দশরথ বাড়ি বঙ্গমুরার পূর্ণিমা দেববরমা কে, বিয়ের দুমাস পর ছোট ভাই , উত্তম দেবনাথ, চলে যান কর্মসংস্থানের জন্য দক্ষিণ ভারতের চেন্নাইতে। আর এই ফাঁকে বড় ভাই রতন দেবনাথ, তার স্ত্রীকে গত দুই মাস আগে বিয়ে করে নেন, কিন্তু চেন্নাইতে থাকা অবস্থা, ছোট ভাই উত্তম দেবনাথ তাদের একাউন্টে দফা দফা টাকা পাঠালেও বাড়িতে এসে তিনি টাকার কোন হদিস পাননি। একদিকে তার বউ গেল, অন্যদিকে ছোট ভাই উত্তম দেবনাথ এর টাকা পয়সা ও বড় ভাই আত্মসাৎ করল। এখন ছোট ভাইয়ের বক্তব্য, তার বউ চলে গেছে, এতে তার মাথা ঘামানোর কোন সমস্যা নেই, তবে সে তার পরিশ্রমের টাকা তার বড় ভাইয়ের কাছ থেকে ফেরত চায়। তবে বলা বাহুল্য এই ধরনের কাহিনী, ছোট ভাইয়ের স্ত্রীকে বড় ভাই বিয়ে করে, এটা মনে হয় সিনেমার কাহিনী তো নেই, তবে এই ঘটনা এবার বাস্তবে দেখা মিলল মেলাঘর তেল কাজলা থেকে।

শহর থেকে  তিন বাইক চোর গ্রেপ্তার! এন সি সি থানায়।
22/12/2025

শহর থেকে তিন বাইক চোর গ্রেপ্তার! এন সি সি থানায়।

21/12/2025


আমি বউ চাই না, আমি টাকা চাই, ছোট ভাই স্ত্রীকে বড় ভাই পালিয়ে নেওয়ার পর, এমনটাই বক্তব্য দিলেন ছোট ভাই। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি উঠে আসলো, মেলাঘর তেল কাজলা শ্রীমতি পাড়া। সমাজ কতটা অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে, তার একটি জ্বলন্ত উদাহরণ আমরা তুলে ধরছি। একই মায়ের গর্বের দুই সন্তান, যেখানে বড় ভাই রতন দেবনাথ, তার ছোট ভাই উত্তম দেবনাথ। বড় ভাই রতন দেবনাথ ছোট ভাই এর এর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করলেন। আর এই ঘটনাকে ঘিরে, পুরো মহকুমা জুড়ে সাধারণ মানুষের মধ্যে শুধু প্রতিক্রিয়া একটাই, ছি ছি।

নারায়ণপুর বাজারে ডেলিভারি কর্মী হেনস্থার অভিযোগ, সিআইএসএফ জওয়ান পুলিশের হেফাজতে।
21/12/2025

নারায়ণপুর বাজারে ডেলিভারি কর্মী হেনস্থার অভিযোগ, সিআইএসএফ জওয়ান পুলিশের হেফাজতে।

21/12/2025

জিবি হাসপাতালে গাড়িতে উচ্চস্বরে গান চালিয়ে সুরা পানকারী ২ যুবক এবং ৩ যুবতি আটক !

Address

Udaipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when News awaz tripura 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News awaz tripura 24:

Share