উদয়নারায়নপুর লাইভ . Udaynarayanpur Live

উদয়নারায়নপুর লাইভ . Udaynarayanpur Live উদয়নারায়ণপুরের একমাত্র অফিসিয়াল পেজ,
নদী, মেলা, বাজার ও গ্রামের সব খবর এক জায়গায়,
📷 লাইভ,ছবি ভিডিও,

Whatsapp** 9051505648

উদয়নারায়নপুর বাজারের ঝলমলে মাছ ও তাজা সবজির ঝুড়ি 🌽🥕         #উদয়নারায়নপুর    #সকালেরবাজার
14/08/2025

উদয়নারায়নপুর বাজারের ঝলমলে মাছ ও তাজা সবজির ঝুড়ি 🌽🥕

#উদয়নারায়নপুর #সকালেরবাজার

13/08/2025

📢 "আপনার মতে উদয়নারায়নপুর উন্নতিতে কোনটি সবচেয়ে জরুরি?"

🏫 1/শিক্ষা |
🏥 2/স্বাস্থ্য |
🛣️ 3/রাস্তা
💧4/পানীয় জল |
💡5/বিদ্যুৎ l
6/ বন্যা প্রতিরোধ l
7/যোগাযোগ ব্যবস্থা

💬 আপনার মতামত কমেন্টে লিখুন ⬇️

#উদয়নারায়ণপুর #উন্নয়ন #আপনারমত #আমাদেরগ্রাম

13/08/2025

13/08/2025 বেলা 12:34
DVC থেকে জল ছাড়ার পরিমাণ কমে এখন দাঁড়িয়েছে ২৩,৫০০ কিউসেক।

🎂✨ আপনার অনুষ্ঠানে হাসি, ভালোবাসা আর এক টুকরো Cakes King! 🍰একবার খেলে, মনে থাকবে সারাজীবন ❤️শ্রীকৃষ্ণের আশীর্বাদে মিষ্টি...
13/08/2025

🎂✨ আপনার অনুষ্ঠানে হাসি, ভালোবাসা আর এক টুকরো Cakes King! 🍰
একবার খেলে, মনে থাকবে সারাজীবন ❤️
শ্রীকৃষ্ণের আশীর্বাদে মিষ্টি হবে আপনার বিশেষ দিন 🪔✨

উৎসবের আসল স্বাদ – Cakes King-এর কেক 🎉
প্রতিটি কেক একেকটা শিল্পকর্ম, স্বাদে ভরা ভালোবাসা 💖

📍 ঠিকানা: উদয়নারায়নপুর হসপিটাল রোড, ভারত পেট্রোলিয়ামের উল্টোদিকে
📞 অর্ডারের জন্য: 7506101152

🌟🌺 তারামা মা এবং মা কালী—অমোঘ শক্তির প্রতীক।যেখানে ভয়, সেখানে তার পা রাখেন না, যেখানে অন্ধকার, সেখানে আলো জ্বলে তাদের উ...
12/08/2025

🌟🌺 তারামা মা এবং মা কালী—অমোঘ শক্তির প্রতীক।

যেখানে ভয়, সেখানে তার পা রাখেন না, যেখানে অন্ধকার, সেখানে আলো জ্বলে তাদের উপস্থিতিতে।
আসুন, তাদের অপরাজেয় শক্তির কাছে আত্মসমর্পণ করি, বিশ্বাস ও ভক্তিতে পূর্ণ হোক আমাদের জীবন।
মা কালী ও তারামা মা’র আশীর্বাদ আমাদের সব পথ আলোকিত করুক।
🙏জয় মা কালী! জয় তারামা মা! 🌺

#মা_কালী #তারামা_মা #শক্তি_দেবী #বাংলার_শক্তি #ভক্তি #দেবী_মন্দির #ভারতীয়_সংস্কৃতি #মা_কালী_ভক্ত #শক্তির_আশীর্বাদ #বাংলা_ধর্ম #পুজো_আচার #আধ্যাত্মিকতা #মহাশক্তি #কালি_মাতা #উদয়নারায়নপুর_লাইভ

12/08/2025

সুপ্রভাত সকলকে

🌸দিঘী বায়রা গ্রামের পৌরাণিক দুর্গা পূজা ও দিঘির মেলার ইতিহাস🌸হুগলি জেলার আরামবাগ থানার ঐতিহ্যবাহী গ্রাম দিঘী বায়রা। এই...
11/08/2025

🌸দিঘী বায়রা গ্রামের পৌরাণিক দুর্গা পূজা ও দিঘির মেলার ইতিহাস🌸

হুগলি জেলার আরামবাগ থানার ঐতিহ্যবাহী গ্রাম দিঘী বায়রা। এই গ্রাম শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং শতাব্দী প্রাচীন এক বিশেষ মেলার জন্যও বিখ্যাত—‘রাজা রঞ্জিত রায়ের দিঘির মেলা’।

কথা আছে, এক কালীন এই গ্রামের রাজা রঞ্জিত রায় ছিলেন এক মহান সাধক ও দুর্গা দেবীর গভীর ভক্ত। তিনি ছিলেন নিঃসন্তান। দীর্ঘ সাধনার পর দেবী দুর্গা স্বপ্নে তাকে আশীর্বাদ দিয়ে বলেন, “তোমার ঘরে মেয়ে রূপে আমি আসছি, তাকে কখনো ছেড়ে যেতে হবে না।”

তারপর জন্ম নেয় মা দুর্গার রূপে সে মেয়ে। কিন্তু যতবারই সে বাবাকে যেতে চায়, রাজা তাকে আটকায়। একবার রাজপথের ব্যস্ততার কারণে রাজা অসাবধানতাবশত তাকে যেতে দেয়। পরে বুঝতে পারে ভুল হয়েছিল। দুঃখ ও পলায়নসঙ্গী মেয়ের সন্ধানে রাজা দিঘির পারে বসে কাঁদতে থাকে, “কোথায় গেলি মা? ফিরে এসো।”

একজন সরকারি কর্মচারী মেয়েটিকে শাঁখা পড়ে থাকতে দেখে রাজাকে খবর দেয়। মেয়েটি ফিরে আসে, হাতে দশটি শাঁখা পরিয়ে রাজাকে দেখায়।

এই ঐতিহাসিক স্থানে আজ মা দুর্গার মন্দির গড়ে উঠেছে। প্রতি বছর চৈত্র মাসে এখানে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী দিঘির মেলা, যা ভক্তি ও উৎসবের মিলনমেলা হিসেবে বিখ্যাত।

#দিঘীবায়রা #রাজারঞ্জিতরায় #দিঘিরমেলা #হুগলি #আরামবাগ #মহামায়াদেবী #দুর্গাপূজা #পৌরাণিকগল্প #ভারতীয়ঐতিহ্য

11/08/2025

🔱 শুভ সোমবার 🔱🌼
আজ মহাদেবের পবিত্র দিন — সোমবার।
শ্রাবণের পুণ্যস্নিগ্ধ বাতাসে ভেসে আসুক ভোলেনাথের আশীর্বাদ,
মুছে যাক সব দুঃখ-কষ্ট,
মন ভরে উঠুক শান্তি, প্রেম আর শক্তিতে।

হর হর মহাদেব! ওম নমঃ শিবায়! 🕉️✨

Address

Uday Narayanpur

Telephone

+919051505648

Website

Alerts

Be the first to know and let us send you an email when উদয়নারায়নপুর লাইভ . Udaynarayanpur Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উদয়নারায়নপুর লাইভ . Udaynarayanpur Live:

Share

Category