
05/05/2025
কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২০৭ রান তাড়া করতে নেমে এক সময় ৭১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল রাজস্থানের। সেখান থেকে অধিনায়ক রিয়ান পরাগ দলকে খেলায় ফেরান। ৪৫ বলে ৯৫ রান করেন তিনি। শেষ ওভারে জিততে দরকার ছিল ২২ রান। ইমপ্যাক্ট প্লেয়ার শুভম দুবের তিনটি বড় শট খেলা জমিয়ে দেয়। শেষ বলে দরকার ছিল ৩ রান। দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন জফ্রা আর্চার। ১ রানে জেতে কলকাতা।
রাজস্থানের বিরুদ্ধে ভাল ফিল্ডিং করেছে কলকাতা। বিশেষ করে বলতে হয় রিঙ্কু সিংহের কথা। দু’টি নিশ্চিত চার বাঁচান তিনি। ভাল ক্যাচ ধরেন রাহানে নিজে। সেই ফিল্ডিংয়ের কথাই টেনে এনেছেন রাহানে। ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক বলেন, “ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। ১০-১২ রান বাঁচিয়েছি আমরা। ভাল ক্যাচ ধরেছি। রান আউট করেছি। এগুলোই পার্থক্য গড়ে দিয়েছে।” রাহানের কথা থেকে স্পষ্ট, এই জয়ের কৃতিত্ব ফিল্ডারদের দিয়েছেন তিনি।
#উলুবেড়িয়াডেল্টাটিভি