উলুবেড়িয়া Delta Tv

উলুবেড়িয়া Delta Tv We will try to get the news of Uluberia and its surroundings to you first. There will be some part

কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২০৭ রান তাড়া করতে নেমে এক সময় ৭১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল রাজস্থানের। সেখান থেকে অধিন...
05/05/2025

কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২০৭ রান তাড়া করতে নেমে এক সময় ৭১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল রাজস্থানের। সেখান থেকে অধিনায়ক রিয়ান পরাগ দলকে খেলায় ফেরান। ৪৫ বলে ৯৫ রান করেন তিনি। শেষ ওভারে জিততে দরকার ছিল ২২ রান। ইমপ্যাক্ট প্লেয়ার শুভম দুবের তিনটি বড় শট খেলা জমিয়ে দেয়। শেষ বলে দরকার ছিল ৩ রান। দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন জফ্রা আর্চার। ১ রানে জেতে কলকাতা।

রাজস্থানের বিরুদ্ধে ভাল ফিল্ডিং করেছে কলকাতা। বিশেষ করে বলতে হয় রিঙ্কু সিংহের কথা। দু’টি নিশ্চিত চার বাঁচান তিনি। ভাল ক্যাচ ধরেন রাহানে নিজে। সেই ফিল্ডিংয়ের কথাই টেনে এনেছেন রাহানে। ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক বলেন, “ফিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। ১০-১২ রান বাঁচিয়েছি আমরা। ভাল ক্যাচ ধরেছি। রান আউট করেছি। এগুলোই পার্থক্য গড়ে দিয়েছে।” রাহানের কথা থেকে স্পষ্ট, এই জয়ের কৃতিত্ব ফিল্ডারদের দিয়েছেন তিনি।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, সোমবার সকালে পুঞ্চ জেলার সুরানকোটের ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে জঙ্গিদের ওই ঘাঁটির খোঁজ...
05/05/2025

নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, সোমবার সকালে পুঞ্চ জেলার সুরানকোটের ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে জঙ্গিদের ওই ঘাঁটির খোঁজ মিলেছে। সেখান থেকে পাঁচটি বিস্ফোরক ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হয়েছে। তিনটি টিফিন বাক্সে এবং দু’টি স্টিলের বালতিতে বোঝাই করে ওই বিস্ফোরকগুলি রাখা ছিল। পাশাপাশি, ওই আস্তানা থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং যোগাযোগের ডিভাইসও উদ্ধার করেছে সেনা ও পুলিশের যৌথ দল।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

পোশাকি নাম ‘পেন উৎসব’। কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এ অনুষ্ঠিত এই মেলায় দিল্লি, মুম্বই, চেন...
05/05/2025

পোশাকি নাম ‘পেন উৎসব’। কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এ অনুষ্ঠিত এই মেলায় দিল্লি, মুম্বই, চেন্নাই, ইন্দোরের সংস্থারা যেমন নানা ধরনের ঝর্না কলমের পসরা নিয়ে এসেছে, তেমনই যোগ দিয়েছে জার্মানি, জাপান, চিনের সংস্থাও। ছিল বিভিন্ন ধরনের কালির সম্ভারও।

ঝর্না কলমের সেই রমরমা এখন আর নেই। আশির দশকের শেষ দিক থেকেই বল পয়েন্ট পেনের দাপটে কোণঠাসা ঝর্না কলম। বর্তমান প্রজন্মের কাছে ঝর্না কলম বস্তুটি অজানাই বলা চলে। এই পেন উৎসবের উদ্যোক্তা সায়ক আঢ্য তাই বলছেন, ‘‘ঝর্না কলম হারিয়ে গিয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য, তার সঙ্গে মানুষের আবার পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমার এই প্রচেষ্টা।’’ তিন দিনের এই কলম মেলা শেষ হয়েছে রবিবার।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

লোকেশ রাহুল। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ থেকে ভারতীয় ক্রিকেট দলে ক্রমশ গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে তাঁর। বলা যেতে পারে ঋষভ পন...
05/05/2025

লোকেশ রাহুল। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ থেকে ভারতীয় ক্রিকেট দলে ক্রমশ গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে তাঁর। বলা যেতে পারে ঋষভ পন্থের দুর্ঘটনা বদলে দিয়েছে রাহুলের ক্রিকেটজীবন। বদলেছেন রাহুল নিজেও। গত দু’বছরে নিজের ব্যাটিং বদলে ফেলেছেন কর্নাটকের উইকেটরক্ষক-ব্যাটার।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

হাওড়া পুরসভা বুধবারই ঘোষণা করেছিল, দু’দিনের মধ্যেই বেলগাছিয়া ভাগাড়ের ধসে ভেঙে পড়া নিকাশির মাইক্রো টানেলিং করে পাইপ বসানো...
05/05/2025

হাওড়া পুরসভা বুধবারই ঘোষণা করেছিল, দু’দিনের মধ্যেই বেলগাছিয়া ভাগাড়ের ধসে ভেঙে পড়া নিকাশির মাইক্রো টানেলিং করে পাইপ বসানোর কাজ শুরু করবে কেএমডিএ। কিন্তু পুরসভার সেই ঘোষণা সত্ত্বেও ফের বৃহস্পতিবার দুপুরে বেনারস রোডের বামনগাছি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দু’ঘণ্টা ধরে চলা সেই অবরোধ তুলতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের। পরে পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

বড়বাজারের অগ্নিকাণ্ডে ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম‍্যানেজার গৌরব কপূরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃ...
04/05/2025

বড়বাজারের অগ্নিকাণ্ডে ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম‍্যানেজার গৌরব কপূরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে এই ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, পুলিশও সুয়ো মোটো (স্বতঃপ্রবৃত্ত) অভিযোগ দায়ের করে।

সেই দুই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। ম্যানেজার গৌরবকে বুধবারই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং নগরপাল মনোজ পন্থ। বড়বাজারের ওই হোটেলে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

দু’দিনের কয়েক পশলা বৃষ্টিতে ফের জলমগ্ন হল বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন লিলুয়ার বি রোড ও সি রোড। ঘরের মধ্যে বইছে হাঁটু সমান ন...
04/05/2025

দু’দিনের কয়েক পশলা বৃষ্টিতে ফের জলমগ্ন হল বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন লিলুয়ার বি রোড ও সি রোড। ঘরের মধ্যে বইছে হাঁটু সমান নোংরা জল। বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে নিকাশি নর্দমা ভেঙে পড়ার পরে গত ৪০ দিনেও জমা জলের সমস্যা না মেটায় শুক্রবার ফের পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।

পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান উত্তর হাওড়ার বিধায়ক তথা হাওড়া পুরসভার সাফাই দফতরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত, প্রশাসকমণ্ডলীর সদস্য গৌতম চৌধুরী। আগামী পাঁচ দিনের মধ্যে নিকাশি সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছেন তিনি। গৌতম জানান, সমস্যা না মিটলে তিনি এলাকার লোকজনকে নিয়ে কেএমডিএ-র অফিসে যাবেন।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

প্রায় সব খেলাধুলোতেই ঘরের মাঠে খেলার একটা বাড়তি সুবিধা থাকে। বেশ কিছু যুক্তিও রয়েছে এর পিছনে: যে দলের ঘরের মাঠ তারা পরি...
04/05/2025

প্রায় সব খেলাধুলোতেই ঘরের মাঠে খেলার একটা বাড়তি সুবিধা থাকে। বেশ কিছু যুক্তিও রয়েছে এর পিছনে: যে দলের ঘরের মাঠ তারা পরিবেশ, পরিস্থিতি বেশি ভাল বোঝে, পিচ বিপক্ষের থেকে ভাল চেনে, দর্শকদের পূর্ণ সমর্থন পায়। জয়ী এবং পরাজিত দলের মধ্যে এগুলোই পার্থক্য গড়ে দেয়।

তবে আইপিএলের মতো টি-টোয়েন্টি লিগে ঘরের মাঠের সুবিধা পাওয়ার প্রবণতা ক্রমশ কমছে। যে হেতু স্থানীয়, ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটার মিলিয়ে একটা মিশ্র দল গড়া হয়, তাই একটি নির্দিষ্ট স্টেডিয়াম ঠিক কাদের কাছে ঘরের মাঠ, তা বলা শক্ত।

অতীত ঘাঁটলে দেখা যাবে, চেন্নাই এবং মুম্বই— এই দু’টি দল ঘরের মাঠে সবচেয়ে ভাল খেলেছে। এই মরসুমের আগে পর্যন্ত চিদম্বরম স্টেডিয়ামে ১১৩টির মধ্যে ৭২টি জিতেছে চেন্নাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ১১৫টির মধ্যে ৬৮টি ম্যাচে জিতেছে।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

প্রথা মেনে অক্ষয় তৃতীয়ায় চন্দনযাত্রা উৎসব হল মাহেশের বিখ্যাত জগন্নাথ মন্দিরে। কার্যত রথযাত্রার প্রস্তুতি শুরু হল এ দিন থ...
04/05/2025

প্রথা মেনে অক্ষয় তৃতীয়ায় চন্দনযাত্রা উৎসব হল মাহেশের বিখ্যাত জগন্নাথ মন্দিরে। কার্যত রথযাত্রার প্রস্তুতি শুরু হল এ দিন থেকে। জগন্নাথ-বলরাম-সুভদ্রার মাথা যন্ত্রণার উপশমের জন্য চন্দনের প্রলেপ দেওয়া হয় তিন বিগ্রহের কপালে। ভক্তদের সমাগম হয়। পুজোর পাশাপাশি যজ্ঞও হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেকে লক্ষ্মী-গণেশের পুজো দিতে এই মন্দিরে আসেন।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

♦️♦️বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে সে পিতৃহারা হয়েছিল। অ্যাডমিট কার্ড, আধার কার্ড-সহ সব নথি পুড়ে গিয়েছিল। সব প্রতিবন্ধকতা সাম...
04/05/2025

♦️♦️বাড়িতে অগ্নিকাণ্ডের জেরে সে পিতৃহারা হয়েছিল। অ্যাডমিট কার্ড, আধার কার্ড-সহ সব নথি পুড়ে গিয়েছিল। সব প্রতিবন্ধকতা সামলে মাধ্যমিকে উত্তীর্ণ হল হাল্যান গ্রামের রেনুইয়া খাতুন। ফলাফল খুব ভাল না হলেও মেয়েটির প্রত্যয়, পড়াশোনা করে বড় হওয়ার। বাবার স্বপ্ন সফল করার।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

♦️♦️ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত, প্রথম রায়গঞ্জের অদ্রিত সরকার
02/05/2025

♦️♦️ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত, প্রথম রায়গঞ্জের অদ্রিত সরকার

কলকাতার ধাপার ডাম্পিং গ্রাউন্ডেও বিপুল পরিমাণে আবর্জনা জমে রয়েছে, যার নীচে ভূগর্ভে বিপজ্জনক মাত্রায় মিথেন গ্যাস উৎপন্ন...
27/04/2025

কলকাতার ধাপার ডাম্পিং গ্রাউন্ডেও বিপুল পরিমাণে আবর্জনা জমে রয়েছে, যার নীচে ভূগর্ভে বিপজ্জনক মাত্রায় মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা পুরসভার। কী ভাবে সেই বিপর্যয় মোকাবিলা করা যায়, তার পথ খুঁজছিল কলকাতা পুরসভা।

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানান, অগ্নিকাণ্ড এড়াতে পুরসভা ‘স্প্রিংলারের’ মাধ্যমে নিয়মিত ধাপার ডাম্পিং গ্রাউন্ডে জল ছিটোচ্ছে! সাহায্য নেওয়া হচ্ছে দমকলেরও।

#উলুবেড়িয়াডেল্টাটিভি

Address

Uluberia

Website

Alerts

Be the first to know and let us send you an email when উলুবেড়িয়া Delta Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উলুবেড়িয়া Delta Tv:

Share