শ্রাবনীর কথা ও কবিতা

শ্রাবনীর কথা ও কবিতা স্কুল থেকেই কবিতা ভালোবাসা।সেই ভালোবাসা কেই সঙ্গী করে ভালো থাকা।
(1)

প্রেম , তার কবিকে-জয় গোস্বামীহাতছানি দিইনি, ইশারা করিনি, কোথাও দাঁড়াতে বলিনি,হাসিনি, হাসি লুকোইনি, চিঠি পাঠাইনি বোনের হা...
20/07/2025

প্রেম , তার কবিকে
-জয় গোস্বামী

হাতছানি দিইনি, ইশারা করিনি, কোথাও দাঁড়াতে বলিনি,
হাসিনি, হাসি লুকোইনি, চিঠি পাঠাইনি বোনের হাতে,
শুধু চেনা দিয়েছি আর চেনা দিয়েছি,
কখনো গাছের পাতা সরিয়ে, কখনো জানলার পর্দা সরিয়ে,
জল থেকে উঠে কখনো, কখনো সামনের সিট থেকে
চেনা দিয়ে গেছি...
আর তুমিও, শুধু আমাকে দেখবার জন্যেই,
এতদিন ধরে এতবার
গাছের দিকে তাকিয়েছ, জানলার দিকে তাকিয়েছ, জলের দিকে তাকিয়েছ,
তাকিয়েছ প্রত্যেক রাস্তায়-

তাও একবার নিজে থেকে বলতে পারলে না?

প্রাক্তনজয় গোস্বামী ঠিক সময়ে অফিসে যায়?ঠিক মতো খায় সকালবেলা?টিফিনবাক্স সঙ্গে নেয় কি?না ক্যান্টিনেই টিফিন করে?জামা কাপড় ...
19/07/2025

প্রাক্তন
জয় গোস্বামী

ঠিক সময়ে অফিসে যায়?
ঠিক মতো খায় সকালবেলা?
টিফিনবাক্স সঙ্গে নেয় কি?
না ক্যান্টিনেই টিফিন করে?
জামা কাপড় কে কেচে দেয়?
চা করে কে আগের মতো?
দুগগার মা ক'টায় আসে?
আমায় ভোরে উঠতে হত
সেই শার্টটা পরে এখন?
ক্যাটকেটে সেই নীল রঙ টা?
নিজের তো সব ওই পছন্দ
আমি অলিভ দিয়েছিলাম
কোন রাস্তায় বাড়ি ফেরে?
দোকানঘরের বাঁ পাশ দিয়ে
শিবমন্দির, জানলা থেকে
দেখতে পেতাম রিক্সা থামল
অফিস থেকে বাড়িই আসে?
নাকি সোজা আড্ডাতে যায়?
তাসের বন্ধু, ছাইপাঁশেরও
বন্ধুরা সব আসে এখন?
টেবিলঢাকা মেঝের ওপর
সমস্ত ঘর ছাই ছড়ানো
গেলাস গড়ায় বোতল গড়ায়
টলতে টলতে শুতে যাচ্ছে
কিন্তু বোতল ভেঙ্গে আবার
পায়ে ঢুকলে রক্তারক্তি
তখন তো আর হুঁশ থাকে না
রাতবিরেতে কে আর দেখবে।
কেন, ওই যে সেই মেয়েটা।
যার সঙ্গে ঘুরত তখন।
কোন মেয়েটা? সেই মেয়েটা?
সে তো কবেই সরে এসেছে!
বেশ হয়েছে, উচিত শাস্তি
অত কান্ড সামলাবে কে!
মেয়েটা যে গণ্ডগোলের
প্রথম থেকেই বুঝেছিলাম
কে তাহলে সঙ্গে আছে?
দাদা বৌদি? মা ভাইবোন!
তিন কূলে তো কেউ ছিল না
এক্কেবারে একলা এখন।
কে তাহলে ভাত বেড়ে দেয়?
কে ডেকে দেয় সকাল সকাল?
রাত্তিরে কে দরজা খোলে?
ঝক্কি পোহায় হাজার রকম?
কার বিছানায় ঘুমোয় তবে
কার গায়ে হাত তোলে এখন
কার গায়ে হাত তোলে এখন?
শুভ বিকেল 🌼❤️🌼❤️🌼❤️🌼❤️

19/07/2025

কবিতা-শ্রাবন
শ্রাবন শুধু রবীন্দ্রনাথের নয়,যারা ভালোবাসে,যারা অসুখেও হাসে,শ্রাবন তাদেরও হয়

কলমে- #সুজান মিঠি
পাঠে-শ্রাবনী দাস
#শ্রাবনীরকথাওকবিত #কবিতা

18/07/2025

তখন পারলে নিজেকে ক্ষমা করে দিও
সংগৃহীত
#শ্রাবনীরকথাওকবিত #কবিতা

শ্রাবন মাসের প্রথম দিন মহাদেব তুমি ভালো থেকো আমরাও ভালো থাকবোহর হর মহাদেব🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
18/07/2025

শ্রাবন মাসের প্রথম দিন
মহাদেব তুমি ভালো থেকো আমরাও ভালো থাকবো
হর হর মহাদেব🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

18/07/2025

কবিতা -কথা কওয়া তোতা
কলমে-উওম কর্মকার
পাঠে-শ্রাবনী দাস
#শ্রাবনীরকথাওকবিত #কবিতা

17/07/2025

তারা নয় কাছের লোক

মেয়েটির নাম নদী____সাদাত হোসাইন- কী নাম তোমার মেয়ে?- নদী।- মাতাল ঢেউয়ে ডুবিয়ে দেবে, নৌকা ভাসাই যদি?- ডুবিয়ে দিলে দেব,তার...
17/07/2025

মেয়েটির নাম নদী
____সাদাত হোসাইন

- কী নাম তোমার মেয়ে?
- নদী।
- মাতাল ঢেউয়ে ডুবিয়ে দেবে, নৌকা ভাসাই যদি?
- ডুবিয়ে দিলে দেব,
তার বিনিময়ে সবটুকু যে বুকেই টেনে নেব!
- কিন্তু, জলে ভীষণ ভয়,
জল ছাড়া কি এই হৃদয়ের হয়না বিনিময়?
- হয় তবে তা শুষ্ক কঠিন, গভীরতম নয়।
জলের ভেতর চুপটি ছোঁবে প্রবল পরিণয়।
- তাই?
- হু। জল না হলে অনুভূতির সকল অযথাই।
- নৌকা ভাসাই তবে,
মাতাল ঢেউয়ে ডুবেই না হয়, আবার বাঁচা হবে।
- কান্না নামের জলে, অবাক কৌতূহলে,
একজনমের সব ছুঁয়ে মেঘ কাঁদে, বৃষ্টি নামের ঢলে।
- এই যে মেয়ে, নদী,
সত্যি অমন বুকের ভেতর আগলে রাখ যদি,
এক জনমের সকল হিসেব ভুলে,
তোমার বুকেই ডুবব নিরবধি।

17/07/2025

গল্প-অনুভব
ছোট বয়সে পছন্দের জিনিসটা না পেলে কতটা মন খারাপ হতে পারে,সেটা তাতাইকে দেখে অনুভব করলুম।
কলমে-সরজিৎঘোষ
পাঠে-শ্রাবনী দাস
#শ্রাবনীরকথাওকবিতা

কিছুটা মেঘের মতো ছায়া যদি নামে,কিছুটা বিষাদ আসে সন্ধ্যার খামে,সকালের মিহি রোদ, রাত হয়ে যায়,জেনে নিও, খুঁজে আর পাবেনা আমা...
16/07/2025

কিছুটা মেঘের মতো ছায়া যদি নামে,
কিছুটা বিষাদ আসে সন্ধ্যার খামে,
সকালের মিহি রোদ, রাত হয়ে যায়,
জেনে নিও, খুঁজে আর পাবেনা আমায়।

______ সাদাত হোসাইন
সুপ্রভাত সকলকে❤️🙏❤️

🎉 I've earned the fan favourite badge this week, recognising me for consistently having meaningful conversations with my...
16/07/2025

🎉 I've earned the fan favourite badge this week, recognising me for consistently having meaningful conversations with my fans while sharing unique, relatable content.

শুভ বৃষ্টির দুপুর
16/07/2025

শুভ বৃষ্টির দুপুর

Address

Uluberia

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রাবনীর কথা ও কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শ্রাবনীর কথা ও কবিতা:

Share