শ্রাবনীর কথা ও কবিতা

শ্রাবনীর কথা ও কবিতা স্কুল থেকেই কবিতা ভালোবাসা।সেই ভালোবাসা কেই সঙ্গী করে ভালো থাকা।
(1)

মেয়েদের সম্মান দেওয়া কোনো দয়া নয়, এটা হলো মানবতার প্রথম শর্ত।সমাজে প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু দুর্ভাগ...
09/09/2025

মেয়েদের সম্মান দেওয়া কোনো দয়া নয়, এটা হলো মানবতার প্রথম শর্ত।
সমাজে প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেয়েদের সেই অধিকার এখনো বারবার কেড়ে নেওয়া হয়।
কেউ ভাবে মেয়ে মানেই দুর্বল, কেউ ভাবে মেয়ে মানেই সীমাবদ্ধ।
কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন।

মেয়েরাই হলো পরিবার আর সমাজের ভিত্তি।
মা হয়ে সন্তানকে মানুষ করে তোলে, বোন হয়ে ভাইয়ের পাশে দাঁড়ায়, স্ত্রী হয়ে স্বামীর সঙ্গী হয়, আর কন্যা হয়ে পরিবারের গর্ব হয়ে ওঠে।
একজন মেয়ে শুধু পরিবার নয়, গোটা সমাজকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

তাহলে কেন তাদের অবহেলা করা হবে?
কেন তাদের কণ্ঠ চাপা দেওয়া হবে?
কেন তাদের স্বপ্ন থামিয়ে দেওয়া হবে?

যে সমাজ মেয়েদের সম্মান করতে জানে, সেই সমাজই সবচেয়ে এগিয়ে যায়।
কারণ মেয়েদের সম্মান মানে শুধু একজন মানুষকে সম্মান নয়, পুরো প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়া।

আজকের দিনে মেয়েরা স্কুল, কলেজ, অফিস, ব্যবসা এমনকি রাষ্ট্রের নেতৃত্বেও সমানভাবে কাজ করছে।
তাদের অবদান ছাড়া সমাজের অগ্রগতি কল্পনা করাই অসম্ভব।
তাদের যোগ্যতা, পরিশ্রম আর ত্যাগ সবকিছুই প্রাপ্য মর্যাদার দাবিদার।

তাই আমাদের সবার দায়িত্ব হলো,
মেয়েদের নিরাপত্তা দেওয়া, তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়া, এবং সবচেয়ে বড় কথা, প্রতিটি মুহূর্তে তাদের সম্মান করা।

মনে রাখবেন,
একজন মেয়েকে অবহেলা করলে সমাজ পিছিয়ে যায়,
কিন্তু একজন মেয়েকে সম্মান করলে সমাজ এগিয়ে যায় বহু ধাপ।
কলমে-ইন্দ্রাণী

চাদঁ ছুঁতে পারবো না কিন্ত নিজের  #স্বপ্ন কে ছোঁয়ার চেষ্টা করে যাবো যতোদিন সুস্থ থাকবো।এই সুন্দর মুহুর্ত তুলে দিয়েছে বো...
09/09/2025

চাদঁ ছুঁতে পারবো না কিন্ত নিজের #স্বপ্ন কে ছোঁয়ার চেষ্টা করে যাবো যতোদিন সুস্থ থাকবো।
এই সুন্দর মুহুর্ত তুলে দিয়েছে বোন কৃতিকা
সুপ্রভাত সকলকে❤️🙏🏻❤️

জীবন আসলে সময়ের এক দীর্ঘ যাত্রা,যেখানে প্রতিটি হাসি আসলে একদিনের কান্না লুকিয়ে রাখে,আর প্রতিটি কান্নার ভেতরেই একদিনের ...
08/09/2025

জীবন আসলে সময়ের এক দীর্ঘ যাত্রা,
যেখানে প্রতিটি হাসি আসলে একদিনের কান্না লুকিয়ে রাখে,
আর প্রতিটি কান্নার ভেতরেই একদিনের মুক্তির বীজ লুকিয়ে থাকে।

আমরা ভাবি মানুষ ভাঙে মৃত্যুর দিনে—
কিন্তু সত্যি হলো, মানুষ প্রতিদিনই একটু একটু করে ভাঙে।
স্বপ্ন ভেঙে, সম্পর্ক ছিঁড়ে, বিশ্বাস হারিয়ে—
তবু বেঁচে থাকে, যেন ভাঙার মধ্যেই বাঁচার গোপন রহস্য আছে।

সমাজ আমাদের শেখায় শক্ত হও, অশ্রু লুকাও,
কিন্তু হৃদয় বলে—যে কাঁদতে পারে, সে-ই আসলে সবচেয়ে সাহসী।

ভালোবাসার সবচেয়ে বড় প্রতারণা হলো—
সে কখনো প্রতিশ্রুতির মতো থাকে না।
আজ যে চোখে আলো দেখছো,
কাল হয়তো সেই চোখেই তোমার অস্তিত্বের অন্ধকার লুকিয়ে যাবে।

একদিন সব নাম, সব পরিচয় মুছে যাবে।
কেউ মনে রাখবে না কে ছিলে তুমি।
কিন্তু তুমি যে অনুভূতি কাউকে দিয়ে গেলে—
সেই অমলিন দাগই প্রমাণ করবে, তুমি সত্যিই একদিন
বেঁচেছিলে।

-- অনুভূতির ডায়েরি ✍️
#শুভ বিকেল

উদং ফতেপুর আশ্রমে মহাদেবের পাশে ছবি টা তুলেছিলেন মেসো মোশাই। হর হর মহাদেব🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #সুপ্রভাত
08/09/2025

উদং ফতেপুর আশ্রমে মহাদেবের পাশে ছবি টা তুলেছিলেন মেসো মোশাই।
হর হর মহাদেব🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
#সুপ্রভাত

07/09/2025

আজ পূর্নগ্রাস চন্দ্র গ্রহন এর মুহুর্ত তুলে ধরলাম

যে হাত সবসময়ই মাথার উপর ছিলো এবং সারাজীবন থাকবে🙏🏻🙏🏻🙏🏻🙏🏻এটা আমার মামা ,মা মারা যাওয়ার পর আমাকে মেয়ের মতোই বড় করেছে।সেই...
07/09/2025

যে হাত সবসময়ই মাথার উপর ছিলো এবং সারাজীবন থাকবে🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
এটা আমার মামা ,মা মারা যাওয়ার পর আমাকে মেয়ের মতোই বড় করেছে।সেই ভালোবাসা সম্মান যেন আমি রাখতে পারি🙏🏻🙏🏻

ফেসবুকের প্রথম পেমেন্ট হাতে পেয়ে ছেলেকে নিয়ে ঘুরে এলাম   #উদং ফতেপুর আশ্রম সকলের মঙ্গল করো মা🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ছবি তুলেছে আমার স...
06/09/2025

ফেসবুকের প্রথম পেমেন্ট হাতে পেয়ে ছেলেকে নিয়ে ঘুরে এলাম #উদং ফতেপুর আশ্রম
সকলের মঙ্গল করো মা🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ছবি তুলেছে আমার স্বামী ❤️

শুভ রাত্রি সিদ্ধি দাতা গনেশজীর আশীর্বাদ থাকুক সকলের সঙ্গে।
03/09/2025

শুভ রাত্রি
সিদ্ধি দাতা গনেশজীর আশীর্বাদ থাকুক সকলের সঙ্গে।

শুভ রাত্রি লেখাটা আমার ভীষণ পছন্দের আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভালো থাকবেন সকলে🙏🏻❤️🙏🏻
02/09/2025

শুভ রাত্রি
লেখাটা আমার ভীষণ পছন্দের আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।
ধন্যবাদ ভালো থাকবেন সকলে🙏🏻❤️🙏🏻

সম্মান এমন এক সম্পদ,যা বিলিয়ে দিলে ফুরায় না,বরং আরও বেড়ে ফিরে আসে দ্বিগুণ হয়ে।যে মানুষ অন্যকে সম্মান দিতে জানে,সে সবসময় ...
01/09/2025

সম্মান এমন এক সম্পদ,
যা বিলিয়ে দিলে ফুরায় না,
বরং আরও বেড়ে ফিরে আসে দ্বিগুণ হয়ে।

যে মানুষ অন্যকে সম্মান দিতে জানে,
সে সবসময় নিজের জন্য সম্মান অর্জন করে।
আর যে অন্যকে ছোট করে,
তার জন্য পৃথিবীর চোখে কখনোই সম্মান থাকে না।

মনে রেখো-
সম্মান চাইলে আগে সম্মান দাও,
এটাই মানুষের আসল মর্যাদা।

• ❐ সম্মানের মূল্য
• লেখক: মাহবুব সরদার সবুজ
শুভ দুপুরের শুভেচ্ছা সকলকে❤️🙏🏻❤️

শক্তি দিন ঈশ্বর আমার সন্তান হাত ধরে যেন হাঁটতে পারে।ওকে ঘুরতে নিয়ে যেতে পারি🙏🙏🙏🙏
31/08/2025

শক্তি দিন ঈশ্বর আমার সন্তান হাত ধরে যেন হাঁটতে পারে।ওকে ঘুরতে নিয়ে যেতে পারি🙏🙏🙏🙏

31/08/2025

প্রাপ্যের স্মৃতি
❤️🙏❤️🙏❤️🙏
আমার প্রার্থনা
যারা আপনজনের জন্য জীবনকে উৎসর্গ করে, তাদের আত্মত্যাগ একদিন মনে রাখা হোক।
তাদের প্রাপ্য সম্মান টুকু দেওয়া হোক,
যেভাবে তারা আপনজনকে
ভালোবেসেছিল।
কলমে- #মাহবুব সরদার সবুজ
#শ্রাবনীর কথা ও কবিতা

Address

Uluberia

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রাবনীর কথা ও কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শ্রাবনীর কথা ও কবিতা:

Share