
28/05/2022
বই বন্ধু 🔶 রবীন্দ্রনাথের মানসলোকের হদিস পেতে তাঁর হৃদয়ের কাছে থাকা মানুষদের সম্পর্কের খতিয়ান লিপিবদ্ধ এই বইটিতে। আন্না তড়খড়, লুসি স্কট, ইন্দিরা দেবী, ভিক্টোরিয়া ওকাম্পো সহ দশজন নারীর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন অসাধারণ ভাবে উপস্থাপন করছেন লেখক। অবশ্যই সংগ্রহ করুন এই বই।
🔰বই - দশ নারীর হৃদয়ে রবীন্দ্রনাথ 🔹লেখক - পৃথীরাজ সেন 🔸 প্রকাশক - প্রিয়া
🔹 মূল্য - ₹300
🔸 ছাড় - 20%
bandhu
**g