LIVE Amritanad

  • Home
  • LIVE Amritanad

LIVE Amritanad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LIVE Amritanad, News & Media Website, .

ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ড-মালাবিভূষিতাম্।। সদ্যশ্ছিন্নশিরঃ খড়গবামাধোর্ধ্...
20/10/2025

ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ড-মালাবিভূষিতাম্।। সদ্যশ্ছিন্নশিরঃ খড়গবামাধোর্ধ্বকরাম্বুজাম্। অভয়ং বরদঞ্চৈব দক্ষিণোর্ধ্বাধঃপাণিকাম্।। মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্। কণ্ঠাবসক্ত-মুণ্ডালীগলদ্রুধিরচর্চ্চিতাম্। কর্ণাবতংসতানীতশবযুগ্মভয়ানকাম্। ঘোরদংষ্ট্রাং করালাস্যাং পীনোন্নতপয়োধরাম্।। শবানাং করসংঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মুখীম্। সৃক্কদ্বয়গলদ্রক্ত-ধারাবিস্ফুরিতাননাম্।। ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীম্। বালার্কমণ্ডলাকার-লোচনত্রিতয়ান্বিতাম্।। দন্তুরাং দক্ষিণব্যাপি-মুক্তালম্বিকচোচ্চয়াম্। শবরূপমহাদেব-হৃদয়োপরি সংস্থিতাম্।। শিবাভির্ঘোররাবাভিশ্চতুৰ্দ্দিক্ষু সমন্বিতাম্। মহাকালেন চ সমং বিপরীতরতাতুরাম্।। সুখপ্রসন্নবদনাং স্মেরাননসরোরুহাম্। এবং সংচিন্তয়েৎ কালীং ধর্ম্মকামার্থসিদ্ধিদাম্।।

সংস্কার ভারতীর বিজয়া-দীপাবলি পরিবার মিলন অনুষ্ঠান সম্পন্নঅনন্ত চক্রবর্তী: আজ মছলন্দপুর পদাতিক মঞ্চে অত্যন্ত আনন্দঘন পরিব...
17/10/2025

সংস্কার ভারতীর বিজয়া-দীপাবলি পরিবার মিলন অনুষ্ঠান সম্পন্ন

অনন্ত চক্রবর্তী: আজ মছলন্দপুর পদাতিক মঞ্চে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো সংস্কার ভারতী উত্তর ২৪ পরগনা জেলার বিজয়া-দীপাবলি পরিবার মিলন অনুষ্ঠান। প্রায় ৫০ জন সদস্য ও তাঁদের শিল্পী বন্ধুরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
ভাবসংগীত ও মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুকুমার নাথ ও দিব্যেন্দু মন্ডল, সঙ্গে ছিলেন জেলা সভানেত্রী শাশ্বতী নাথ। প্রদীপ প্রজ্বলন, দীপমন্ত্র পাঠ ও ভারতমাতার প্রতিকৃতিতে মাল্যদান করে সূচনা হয় অনুষ্ঠানের।
দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন সুকুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী গোকুল দাস ঢাকি, যিনি মহিলা ঢাকি সম্প্রদায়ের পথিকৃৎ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী কৃষ্ণচন্দ্র বৈরাগ্য। তাঁদের সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
পরবর্তীতে পরিবেশিত হয় সংগীত, সমবেত সংগীত, আবৃত্তি ও নৃত্য। শান্তি মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেষে সকলেই সহভোজে অংশ নেন। আনন্দঘন দুই ঘণ্টা কাটিয়ে অনুষ্ঠানের পর্দা নামে সৌহার্দ্য ও মিলনের আবহে।

গোবরডাঙ্গা পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণা থেকে রক্ষা পেল বৃদ্ধাঅনন্ত চক্রবর্তী: দিল্লি পুলিশের পরিচয় দিয়ে ভিডিও কলে ভয় ...
16/10/2025

গোবরডাঙ্গা পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণা থেকে রক্ষা পেল বৃদ্ধা

অনন্ত চক্রবর্তী: দিল্লি পুলিশের পরিচয় দিয়ে ভিডিও কলে ভয় দেখিয়ে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। আরও ২৫ লক্ষ টাকা ট্রান্সফারের আগে সতর্কতায় রক্ষা পেলেন খাটুরা পালপাড়ার ৭২ বছরের ভারতী নন্দী।
ব্যাংক কর্মীদের সন্দেহে খবর পেয়ে গোবরডাঙ্গা থানার আধিকারিক পিংকি ঘোষ দ্রুত পৌঁছে মহিলাকে প্রতারণা থেকে বাঁচান।
খোয়া যাওয়া অর্থ উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সাইবার প্রতারণা নিয়ে পুলিশের পক্ষ থেকে এলাকায় সচেতনতার বার্তাও দেওয়া হয়।

সকলের সুখ-সমৃদ্ধি কামনায় —
27/09/2025

সকলের সুখ-সমৃদ্ধি কামনায় —

হাবড়া নান্দনিকের এবছরের অন্তিম পর্যায়ের উৎসবের ধ্বজা উড়লো কলতানেঅনন্ত চক্রবর্তী: আজ ১৮ সেপ্টেম্বর হাবড়া নান্দনিক নাট...
20/09/2025

হাবড়া নান্দনিকের এবছরের অন্তিম পর্যায়ের উৎসবের ধ্বজা উড়লো কলতানে

অনন্ত চক্রবর্তী: আজ ১৮ সেপ্টেম্বর হাবড়া নান্দনিক নাট্যদলের পক্ষ থেকে অন্তিম পর্যায়ের নাট্যোৎসব ২০২৪-২৫ এর আয়োজন করা হয়। হাবড়া কলতান মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪ দিনব্যাপী (১৮-২১ সেপ্টেম্বর) উৎসবের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা গোপিকান্ত চট্টোপাধ্যায়, অনুষ্ঠানের উদ্বোধক নাট্য ব্যক্তিত্ব রাজা গুহ, এলাকার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা ও উপ-পৌরপ্রধান সীতাংশু দাস প্রমুখ। গোপিকান্ত চট্টোপাধ্যায়কে এবছরের 'নান্দনিক সম্মান' প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত মেহমানদের ফুলগাছ, স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। তারপর অভ্যাগতরা জেলার নাট্যচর্চা ও প্রচার- প্রসারে নান্দনিকের ভূমিকা নিয়ে আলোচনা করে উত্তরোত্তর দলের শ্রীবৃদ্ধি কামনা করেন।
রাজা গুহ জানান, "নাট্য আকাদেমির অর্থানুকুল্যে বহু নাট্যদল আজ উজ্জীবিত। নাট্যানুষ্ঠানের প্রদীপটা জ্বলতে থাক।"
নারায়ণ চন্দ্র সাহা বলেন,"নান্দনিক এলাকার নাট্যচর্চার পথিকৃৎ। নতুন- নতুন নাটকের দল গঠন হলে পৌরসভা সর্বতো ভাবে দলগুলোর সঙ্গে থাকবে।"
৪দিনের অনুষ্ঠানে দেনাপাওনা, আমি নটি, দাঙ্গা, শাস্তি, খনন, দেবীগর্জন, তোমার চোখে, রণভূমি ও মেরি মাটি মেরা দেশ নামক মূকাভিনয় সহ মোট ৮টি নাটক মঞ্চস্থ হবে বলে নান্দনিকের নির্দেশক দেবব্রত দাস জানান।
দলের অন্যতম সংগঠক তিমির বিশ্বাসের সংযোজন- "বছরভর বিভিন্ন পর্ব অতিক্রম করে আমরা অন্তিম পর্বে এসে পৌঁছলাম। সুস্থ- সংস্কৃতি রক্ষায় একটি সফল, শ্রেষ্ঠ উৎসব আমরা এলাকাবাসীকে উপহার দেবার চেষ্টা করেছি মাত্র। এই নাট্যাভিযান আমাদের জারি থাকবে।"
প্রথম দিনের অনুষ্ঠানের নান্দনিক উপস্থাপনা উপস্থিত নাট্যমোদী দর্শকসাধারণকে প্রাণিত করে।

09/09/2025

'যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ ॥'— গীতার এই অমৃত বাণী আজ সহস্র কন্ঠে ধ্বনিত হল হাবড়া মনসাবাড়ীতে।আজ 'অনন্ত হিন্দু ভূমি' সংগঠনের পক্ষ থেকে সহস্র কণ্ঠে গীতা-পাঠ ও হোমযজ্ঞাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অশোকনগর- কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির সহযোগিতায় ও অনন্ত হিন্দু ভূমির সার্বিক তত্ত্বাবধানে বহু সাধু-সন্ত- পুরোহিত ও সাধকেরা মাঙ্গলিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শঙ্খনাদ ও নরনারীদের উচ্চকিত মাঙ্গলিক ধ্বনিতে অনুষ্ঠান ক্ষেত্র এক স্বর্গীয় মাত্রাদান করে। উপস্থিত সকলেই এক বাক্যে স্বীকার করলেন এ ধরনের অনুষ্ঠান সমাজে যত বৃদ্ধি পাবে ততই সমাজের মঙ্গল। তাঁরা আরো বলেন, গীতার সার্বজনীনতা আজ পৃথিবী স্বীকৃত। অমূল্য মানব জীবন গঠনে গীতার ভূমিকা অনস্বীকার্য বলা বোধ হয় অত্যুক্তি হবে না।

অশোকনগরে গ্রন্থ প্রকাশ সংবাদদাতা: এক শ্বাসরোধকারী সময়ের মধ্য দিয়ে আমাদের দিন-যাপন। সর্বত্রই প্রতিযোগিতার এক অন্ধ দৌড়ে...
08/09/2025

অশোকনগরে গ্রন্থ প্রকাশ

সংবাদদাতা: এক শ্বাসরোধকারী সময়ের মধ্য দিয়ে আমাদের দিন-যাপন। সর্বত্রই প্রতিযোগিতার এক অন্ধ দৌড়ে সামিল আমরা। ভোগবিলাসের চরম উশৃঙ্খলতার হাতছানি থেকে বাদ পড়েনি আগামী দিনের সম্ভাবনাময় কচিকাঁচারাও। এমনই আবহে একটু বাড়তি অক্সিজেন জোগাতে ৭সেপ্টেম্বর প্রকাশিত হল ছোটদের জন্য শিক্ষক সমর চক্রবর্তীর লেখা বই "সোনামণির গল্প"। কল্যাণগড় স্থিত শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের হলরুমে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব‌ইটির মোড়ক উম্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক ‌ঋতুপর্ণ বিশ্বাস।প্রধান অতিথি ছিলেন নোটনি হাইস্কুলের প্রধান শিক্ষক স্বরূপরাজ রায় চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে ছোটদের জন্য ব‌ই লেখার উদ্যোগকে স্বাগত জানান। বিশেষ অতিথি অশোকনগর শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের সম্পাদক শিবনাথ কংসবণিক মানব কল্যাণে তাঁদের প্রতিষ্ঠানের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন এবং প্রকাশিত ব‌ই যাতে লেখকের লক্ষ্য পূরণে সফল হয় সে কামনা করেন। সৌম্যদ্বীপ নন্দীর উদ্বোধনী সঙ্গীত-এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।আব‌ৃত্তি পরিবেশন করে লেখকের কন্যা সম্প্রীতি চক্রবর্তী। এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন শান্তি ঘোষ, মন্দিরা চক্রবর্তী। অনুগল্প পাঠ করেন সাহিত্যিক তন্ময় সরকার। উপস্থিত ছিলেন বাসুদেব চন্দ, শংকর দাস, রাম চক্রবর্তী, বলাই দাস, অশোক ঘোষ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনার গুরুদায়িত্বে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা। লেখক সমর চক্রবর্তী শিশুদের মোবাইল আসক্তি কাটানোর জন্য তাদের হাতে ভালো গল্পের বই তুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ওঁশ্রীশ্রীরাধা- কৃষ্ণয়োঃ শৈশবলীলাপূর্বাপণ্ডিত নির্মলকৃষ্ণ রায়চৌধুরী          (কল্যাণী, নদীয়া, মোঃ-৯০০৭৬৩৮৭৫৪)সৌভাগ্যশ...
31/08/2025

ওঁ
শ্রীশ্রীরাধা- কৃষ্ণয়োঃ শৈশবলীলাপূর্বা

পণ্ডিত নির্মলকৃষ্ণ রায়চৌধুরী
(কল্যাণী, নদীয়া, মোঃ-৯০০৭৬৩৮৭৫৪)

সৌভাগ্যশালী বৃষভানু পিতা। তস্য পত্নী কীর্ত্তিদা অপি সৌভাগ্যশালিনী। তয়োঃ পুত্রী রাধিকা জায়তে ভাদ্রে শুক্লাস্টম্যান্তিথৌ। যদা সা ভূমিষ্ঠাসীৎ তদা বিশ্ব- প্রসবিনী পরমপরমেশ্বরী কৃষ্ণপ্রাণা রাসেশ্বরী লীলা সৌকর্য্য- প্রধানা মুদিতাক্ষি। উৎসব- মুখরিনী নগরী, পক্ষিকুলাঃ কূজনাপ্লুতাঃ, বৃক্ষ- সমূহাঃ সবুজপত্রাদি- সুশোভিতাঃ পরন্তু মনোহর পুষ্পাদি সমন্বিতাঃ, গাবশ্চরন্তি প্রফুল্লহৃদয়াঃ বৎসসন্নিহিতাঃ, নদ্যঃ ঘূর্ণিত-তরঙ্গাভিঘাত-স্ফীতোদরাঃ স্বেচ্ছাভূতাং- শিশুরূপাং শ্রীমতী রাধাং দর্শনাকাঙ্ক্ষিতাঃ। প্রসারিত- ময়ূর পুচ্ছাশ্লেষিত- নানাবর্ণ- বিচ্ছুরিত- সৌন্দর্য্যরাশি শোভিতাঃ স্বল্প চ গভীরবন প্রদেশাঃ। মনুষ্যাঃ বৃষভানু-সুতা জন্ম- সন্দেশোৎফুল্লাঃ বর্ষানামাগতাঃ। কিন্তু সদ্যজাতাং কন্যামবলোক্য সন্দেহ- পরায়নাশ্চ চিন্তয়ন্- অহো, কন্যেয়ং অন্ধত্বং প্রাপ্তা ন বা ভবিষ্যতি? হে গোবিন্দ, রক্ষেমাং কন্যাং কুরুচেমাং চক্ষুষ্মতীম্। সর্বেঽপি হৃষ্টাঃ কিন্তু সদ্য- জাতায়াঃ মুদিতাক্ষিত্বং সর্বেষাং হৃদয়ে কন্টকবৎ বিদ্ধম্। ইত্থং রূপেন যথেষ্ট- কালে অতিবাহিতে সতি শিশুকৃষ্ণ- ক্রোড়া যশোদা মাতা তত্রাগতা। শিশুকৃষ্ণঃ স্বভাবতঃ চঞ্চলত্বাৎ পদচারণারেভে। তদাপি শ্রীরাধা নিমীলিতাক্ষি। অন্তর্যামী কৃষ্ণঃ শ্রীরাধিকায়াঃ 'শ্রীকৃষ্ণস্য বদনম্ প্রথমদর্শনমস্তু', ইতি চিন্তনম্ জ্ঞাত্বা রাধিকায়াঃ লোচনদ্বয়ং স্বীয় করেন স্পর্শমকরোৎ। তস্য প্রথম দর্শন কাঙ্ক্ষিতা রাধা স্পর্শমাত্রেন সা দদর্শ প্রাণেশ্বরস্য শ্রীমুখম্। উভয়ো- হৃদয়োৎসারিতাবারিতানন্দধারা-সংকেতং ভক্তানাং হৃদয়ে প্রপূরিতম্। জগৎ সংসারং আনন্দোন্মাদনাপ্লুতম্। শ্রীভগবান্ শ্রীশ্রীগীতায়াং প্রতিশ্রুতিং দদাতি—
"যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্।
মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ ॥"

জয়তঃ শ্রীশ্রী রাধাকৃষ্ণৌ।

22/08/2025
21/08/2025

জেলার অন্যতম পুরোহিত সংগঠন অশোকনগর- কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতি বছর ভর রকমারি জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। সেই মতো অন্যান্য বছরের ন্যায় এ বছরও সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে শ্রীশ্রীদুর্গা মহাপূজার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত প্রশিক্ষণার্থীরা নিষ্ঠা সহকারে মহাপূজার খুঁটিনাটি ও নিয়ম-কানুন বিষয়ে অবগত হন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রদ্যোৎ ভট্টাচার্য ও শিবেশ্বর চক্রবর্তী । শিবিরে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when LIVE Amritanad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LIVE Amritanad:

  • Want your business to be the top-listed Media Company?

Share