21/11/2022
গতকাল থেকে সবাই ঐন্দ্রিলার জন্য দুঃখ প্রকাশ করছেন। তবে আমি ঐন্দ্রিলার জন্য দুঃখ প্রকাশ করব না কারন সে শান্তির দেশে চলে গেল। আমার কষ্ট হচ্ছে সব্যসাচীর জন্য। যখন ছেলেটা তার ভালোবাসার মানুষটির পায়ে চুমু খাচ্ছিল, তখন তার মনে কি চলছিল! যখন ছেলেটা তার ভালোবাসার মানুষটির মুখে শেষ বারের জন্য ক্রিম লাগিয়ে দিচ্ছিল, তখন তার মনে কি চলছিল! ছেলেটা তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে কি করে বাঁচবে তা ভাবলেই মনটা আতকে উঠে! সত্যিই কি সব্যসাচী নিজেকে ধরে রাখতে পারবে! সত্যি ই কি সব্যসাচী ঐন্দ্রিলাকে যে কথাটা দিয়েছে যে ঐন্দ্রিলা এর মা এর যত্ন নেবে সে। সেই কথা রাখতে পারবে? নাকি সে ও ঐন্দ্রিলার মত সকলকে ফাকি দিয়ে ঐন্দ্রিলার কাছে চলে যাবে। ভালোবাসার মানুষটি কে ছাড়া এত বড় পৃথিবীতে যে সে খুব একা। তার যে কাঁদার জন্য সেই কাঁধ টি নেই। চিৎকার করে কাঁদার জন্য সেই মানুষটি নেই যাকে সে বুকে চেপে ধরে কাঁদতে পারবে। ছেলেটা সত্যি ই কি পারবে নিজেকে ধরে রাখতে......!!!!
প্রশ্নটা কিন্তু থেকেই গেলে......