Saklain Is On

  • Home
  • Saklain Is On

Saklain Is On • A revolutionary of 36 July 🇧🇩
• Footballer•Athlete •Content creator 📍
• Youtube : Syduse Saklain

I miss my old self & old fitness........ 1 Accident changed everything 💔
15/08/2025

I miss my old self & old fitness........
1 Accident changed everything 💔

05/08/2025

৩৬ জুলাই - ৫ই আগস্ট লংমার্চে
যাত্রাবাড়ী থেকে শাহবাগ আজ থেকে এক বছর আগে

#৩৬জুলাই #গণঅভ্যুত্থান #বর্ষপূর্তি

সময়টা ৪:০০টা থেকে ৫:০০টা হবে। সবসময়ের মত আমি দৌড়ের অনুশীলন করতে বারহই । আমার গন্তব্য ছিল পোস্তগোলা থেকে রাজেন্দ্রপুর ...
04/06/2025

সময়টা ৪:০০টা থেকে ৫:০০টা হবে। সবসময়ের মত আমি দৌড়ের অনুশীলন করতে বারহই । আমার গন্তব্য ছিল পোস্তগোলা থেকে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড আবার রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে পোস্তগোলা। আমি রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েও ছিলাম ভালোভাবে। আসার সময় আমি দেখতে পাচ্ছি হাসনাবাদের বিল্ডিং গুলো ইকুরিয়া থাকা অবস্থায়,হঠাৎ করে কি হলো আমি জানিনা আমি নাকি অজ্ঞান ছিলাম ছোট ভাইরা বলল । আমাকে নাকি ট্রাক মেরে দিয়ে গেছে।

ইকুরিয়া হাইওয়ে থেকে এক অপরিচিত আন্টি আমাকে নিয়ে জুরাইনের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে আসে কিন্তু হাসপাতাল আমাকে এডমিট করেনি। আমাকে গেটের সামনে রেখে দেওয়া হয়েছিল মৃত লাশের মতো। সেই আন্টি আমার ফোন দিয়ে ছোট ভাই ও বন্ধুদের সাথে যোগাযোগ করে।

ছোট ভাইদের কথা অনুযায়ী বুঝেছি প্রায় ৩ ঘন্টার মতো অজ্ঞান ছিলাম। আমার যখন হুশ আসে তখন আমি রিক্সাতে আমার পাশের ছোট ভাইয়ের বন্ধু ছোট ভাই রিস্তি ও আরিফ এবং সামনে তরিকুল ভাই। আমি তাদেরকে বলি পিজি হাসপাতালে নিতে। এরপর আবার অজ্ঞান হয়ে যাই। তারা আমাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়।

ন্যাশনাল হাসপাতালের গেটে গিয়ে আমার আবার জ্ঞান ফিরে আসে দেখি গেটের সামনে আমার বন্ধু রিফাত,সাদ,প্রান্ত,পলক,ছোট ভাই ইয়াসিন,আলামিন-ভাই ও আরমান ভাই। ৭-৮ জন মানুষের মত ছিল সবাইকে হাসপাতালের নিচে থাকতে বলা হয়। এই সারা সময় ছোট ভাই রিস্তি এবং আরিফ আমার সাথে ছিল ও আরমান ভাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে ও দৌড়াদৌড়ির কাজ উনি করছেন । যখন আমার চেহারা ও মাথার সেলাই হয় আরিফ আমার সাথে ছিল, রিস্তি রুমের বাহিরে অপেক্ষা করছিল ও আরমান ভাই গিয়েছিল সেলের কাজে যা যা লাগে তা আনতে । এরই মধ্যে আমার আম্মু চলে আসে এসে কান্নায় ভেঙে পড়ে । চেহারায় ৬টা সেলাই এবং মাথায় ১৩-১৪ টা সেলাইয়ের মত লাগছে ।

সেলাইয়ের কাজ শেষে ডাক্তারের কাছে যাই। বন্ধুরা ও আলামিন ভাই হাসপাতালের নিচে ছিল সবাই ডাক্তার রুমের বাইরে এসে অপেক্ষা করছিল। ডাক্তার ঔষধ লিখে দিল ও বিভিন্ন চেকআপ করতে বলল। এরপর চেকআপ করে বাসায় ফিরে আসলাম। আসার সময় সারা রাস্তায় আম্মু কানতেছিল এবং বলতেছিল হাইওয়ে ট্রাক এক্সিডেন্টে মানুষ বাঁচে না আল্লাহ তোকে বাঁচাইছে বাবা।

বাসায় সবাই দেখা করতে আসে যারা হাসপাতালে গিয়েছিল খবর পাওয়ার সাথে সাথে। আমরা সবাই কথা বলি সবাই আমাকে বলছে আমি অনেক শক্তিশালী ছিলাম
এই অবস্থাতেও । ধন্যবাদ সবাইকে আমারে এই খবর পেয়ে হাসপাতালে ছুটে আসার জন্য। ❤️‍🩹 ছোট ভাই রিস্তি এবং আরিফ জীবনে অনেক বড় হও দোয়া রইল

যেই আন্টিটা আমাকে হাইওয়ে থেকে হাসপাতালে এনে সবার সাথে যোগাযোগ করেছে আল্লাহ তাকে ও তার পরিবারকে হেফাজতে রাখুক। তার সাথে কোন যোগাযোগের ব্যবস্থা নেই কিন্তু তাকে আমি মনে
রাখবো সারা জীবন ...........

আলহামদুলিল্লাহ বেঁচে আছি আল্লাহর রহমতে,
সবাই দোয়া করবেন আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি এবং আয়রন হওয়ার প্রস্তুতি নিতে পারি।

তারিখ : ৩ জুন ২০২৫

02/06/2025

আমি আমার স্বপ্ন পূরণের জন্য নিজেকে গড়ে তোলার প্রশিক্ষণ শুরু করেছি। ইনশা'আল্লাহ চেষ্টা করব ✨

19/05/2025
17/05/2025

আমার জীবনের প্রথম ট্রায়াথলন চ্যালেঞ্জ 🏊‍♂️🚴‍♂️🏃‍♂️

13/05/2025

কক্সবাজার মেরিন ড্রাইভে একটি বড় ট্রায়াথলন আয়োজনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ! আশা করি এটি দেশের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় দৌড় হবে!!! পরবর্তী সংস্করণের জন্য অপেক্ষা করছি!
#সময় #সমকাল

১৫তম স্থান অর্জন, বাংলাদেশ আর্মি কর্তৃক আয়োজিত Boishakhi Triathlon প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন প্রায় ২০০ প্রতিযোগী। দেশে...
12/05/2025

১৫তম স্থান অর্জন, বাংলাদেশ আর্মি কর্তৃক আয়োজিত Boishakhi Triathlon প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন প্রায় ২০০ প্রতিযোগী। দেশে প্রথম ট্রায়াথলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কক্সবাজারের মেরিন ড্রাইভে। এই প্রতিকূল আবহাওয়া, রোদের তাপমাত্রা ও প্রচন্ড বাতাসের মোকাবেলা করি। ৭৫০ মিটার সুইমিং ২০ কিলো সাইক্লিং এবং ৫ কিলো দৌড় 🏊‍♂️ 🚴‍♂️🏃‍♂️ সম্পূর্ণ করতে আমি সময় নিয়েছি ১ ঘন্টা ১৫ মিনিট । আলহামদুলিল্লাহ ✨

এটি আমার প্রথম ট্রায়থলন ইভেন্ট এবং বাংলাদেশের
সুনামধন্য ট্রায়াথলিটরা আমার প্রশংসা করেছে। সবাই বলেছে প্রথমবার হিসেবে অনেক ভালো করেছি।

আমার এই যাত্রাকে স্পন্সর করার জন্য ধন্যবাদ ☺️
Canadian University of Bangladesh & Amriss

তারিখ : ১০ মে ২০২৫

08/05/2025

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কক্সবাজারের মেরিন ড্রাইভ এ আয়োজিত Boishakhi Triathlon প্রতিযোগিতায় অংগ্রহনের করতে যাচ্ছি আগামী ১০ মে ২০২৫ইং, সবাই দোয়া করবেন সুস্থ যেনো শেষ করতে পারি 🏊‍♂️🚴‍♂️🏃‍♂️

I finished 11th out of 1824 runners in DHAKA International 10K Marathon with my left leg knee injury. Alhamdulillah Insh...
25/04/2025

I finished 11th out of 1824 runners in
DHAKA International 10K Marathon with
my left leg knee injury. Alhamdulillah
Insha'Allah i will supass my limit soon........

Date : 11-04-2025

𝗠𝗮𝗿𝗰𝗵 𝗳𝗼𝗿 𝗚𝗔𝗭𝗔 - 𝗔 𝗛𝗶𝘀𝘁𝗼𝗿𝘆 📜𝖥𝗋𝗈𝗆 𝗍𝗁𝖾 𝗋𝗂𝗏𝖾𝗋 𝗍𝗈 𝗍𝗁𝖾 𝗌𝖾𝖺,𝖯𝖺𝗅𝖾𝗌𝗍𝗂𝗇𝖾 𝗐𝗂𝗅𝗅 𝖻𝖾 𝖿𝗋𝖾𝖾  𝖯𝖺𝗅𝖾𝗌𝗍𝗂𝗇𝖾 𝖲𝗈𝗅𝗂𝖽𝖺𝗋𝗂𝗍𝗒 𝖬𝗈𝗏𝖾𝗆𝖾𝗇𝗍 𝖡𝖺𝗇𝗀𝗅𝖺𝖽𝖾𝗌𝗁. ...
13/04/2025

𝗠𝗮𝗿𝗰𝗵 𝗳𝗼𝗿 𝗚𝗔𝗭𝗔 - 𝗔 𝗛𝗶𝘀𝘁𝗼𝗿𝘆 📜
𝖥𝗋𝗈𝗆 𝗍𝗁𝖾 𝗋𝗂𝗏𝖾𝗋 𝗍𝗈 𝗍𝗁𝖾 𝗌𝖾𝖺,𝖯𝖺𝗅𝖾𝗌𝗍𝗂𝗇𝖾 𝗐𝗂𝗅𝗅 𝖻𝖾 𝖿𝗋𝖾𝖾 𝖯𝖺𝗅𝖾𝗌𝗍𝗂𝗇𝖾 𝖲𝗈𝗅𝗂𝖽𝖺𝗋𝗂𝗍𝗒 𝖬𝗈𝗏𝖾𝗆𝖾𝗇𝗍 𝖡𝖺𝗇𝗀𝗅𝖺𝖽𝖾𝗌𝗁. 🇧🇩
𝖲𝗍𝖺𝗇𝖽 𝗐𝗂𝗍𝗁 𝖯𝖺𝗅𝖾𝗌𝗍𝗂𝗇𝖾 🇵🇸 𝖥𝗋𝖾𝖾 𝖥𝗋𝖾𝖾 𝖯𝖺𝗅𝖾𝗌𝗍𝗂𝗇𝖾 ✊

Address


Alerts

Be the first to know and let us send you an email when Saklain Is On posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share