AMAR BARTA আমার বার্তা

AMAR BARTA আমার বার্তা This is a various informational page

 #বুথ_ডিউটি_থেকে_অব্যাহতির_আবেদন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিরপ্রতিবেদন:মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি যখন জোরক...
24/07/2025

#বুথ_ডিউটি_থেকে_অব্যাহতির_আবেদন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির

প্রতিবেদন:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি যখন জোরকদমে চলছে, ঠিক তখনই রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে বুথ লেভেল অফিসারের (BLO) দায়িত্ব পালনের জন্য পর্ষদের কর্মীদের ডাকার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে অনুরোধ করেছেন, পর্ষদের স্থায়ী কর্মীদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক।

তিনি চিঠিতে উল্লেখ করেছেন, SSC এবং মাধ্যমিক পরীক্ষার কাজ এমনিতেই সীমিত জনবল নিয়ে সামাল দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে BLO-র দায়িত্বে কর্মীদের নিযুক্ত করা হলে, দৈনন্দিন প্রশাসনিক কাজ ব্যাহত হবে এবং পরীক্ষা পরিচালনাতেও সমস্যা দেখা দেবে।

পর্ষদের এই আবেদনের পর রাজ্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।

বিধানসভা ভোটের আগে মমতার বুথকেন্দ্রিক রণনীতি, সরকারি কর্মসূচি 'আমার পাড়া, আমার সমাধান'-এ সরাসরি মানুষের দোরগোড়ায় পরিষেব...
24/07/2025

বিধানসভা ভোটের আগে মমতার বুথকেন্দ্রিক রণনীতি, সরকারি কর্মসূচি 'আমার পাড়া, আমার সমাধান'-এ সরাসরি মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছাবে।...

24/07/2025

---

প্রতিবেদন: যাত্রীর ভিড়ে নাকানিচোবানি, ব্যারাকপুর স্টেশনের একমাত্র ওভার ব্রিজে চরম ভোগান্তি

স্থান: ব্যারাকপুর রেলস্টেশন, উত্তর ২৪ পরগনা
তারিখ: ২৪ জুলাই, ২০২৫
প্রতিবেদক: [ আমার বার্তা]

---

একটি স্টেশন, হাজার হাজার যাত্রী, কিন্তু মাত্র একটি ওভার ব্রিজ—এটাই ব্যারাকপুর স্টেশনের প্রতিদিনের চিত্র।

ব্যারাকপুর স্টেশন প্রতিদিন লক্ষাধিক যাত্রীর চাপ সামলায়। কিন্তু এত বিশাল যাত্রীসংখ্যার জন্য স্টেশনে রয়েছে মাত্র একটি ফুট ওভার ব্রিজ। যার ফলে সকাল-বিকেলের পিক আওয়ারে যখন একাধিক ট্রেন স্টেশনে ঢোকে, তখন সৃষ্টি হয় মারাত্মক জ্যাম ও বিশৃঙ্খলা।

দেখা যায়, একসঙ্গে আপ ও ডাউন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলেই যাত্রীরা ব্রিজে উঠে পড়েন এবং উভয় দিক থেকে চাপ আসার ফলে মাঝখানে দাঁড়িয়ে পড়ে যান অসংখ্য মানুষ। অনেক সময় শ্বাসরোধ হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়। মহিলা, বৃদ্ধ ও শিশুরা পড়েন সবচেয়ে বড় বিপদে।

যাত্রীরা বলছেন:
"এই একটা ব্রিজ দিয়ে যে কিভাবে চলি, তা আমরাই জানি। মাঝে মাঝে মনে হয়, হুড়োহুড়িতে বড় দুর্ঘটনা হয়ে যাবে।"
আর এক যাত্রী বলেন, "স্টেশনে যদি তিনটে প্ল্যাটফর্ম থাকে, তাহলে অন্তত দুটো ব্রিজ থাকা উচিত।"

যাত্রীদের দাবি, অবিলম্বে আরও একটি ওভার ব্রিজ নির্মাণ করা হোক এবং প্রবেশ ও বাহিরের পথ আলাদা করে দেওয়া হোক। নাহলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

---

উপসংহার:
একটি আধুনিক ও ব্যস্ত স্টেশনে যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে একটি ব্রিজ যথেষ্ট নয়। রেল কর্তৃপক্ষ যদি এখনই ব্যবস্থা না নেয়, তবে অদূর ভবিষ্যতে এই ওভার ব্রিজই হয়ে উঠতে পারে একটি দুর্ঘটনার মঞ্চ।

---

মালদা থেকে কলকাতার পথে আরও একটি নতুন ট্রেন পরিষেবা শুরু💐মালদা থেকে কলকাতা (চিৎপুর) রুটে শুরু হল আরও একটি নতুন ট্রেন পরিষ...
03/07/2025

মালদা থেকে কলকাতার পথে আরও একটি নতুন ট্রেন পরিষেবা শুরু💐

মালদা থেকে কলকাতা (চিৎপুর) রুটে শুরু হল আরও একটি নতুন ট্রেন পরিষেবা। ট্রেন নম্বর ১৩১৪০ প্রতিদিন দুপুর ৩টা নাগাদ মালদা থেকে রওনা হয়ে রাত ৯টা নাগাদ কলকাতায় পৌঁছাবে। ফেরার পথে ট্রেন নম্বর ১৩১৩৯ কলকাতা থেকে ছাড়বে সকাল ৮টা নাগাদ এবং দুপুর ২টা নাগাদ মালদায় পৌঁছাবে।

নতুন এই ট্রেনটি ফারাক্কা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট ও নৈহাটি স্টপেজে দাঁড়াবে। দৈনন্দিন যাত্রীদের জন্য এটি একটি স্বস্তির খবর বলেই মনে করছেন রেলযাত্রীদের একাংশ।

রথে বিনামূল্যেই পেট ভরাচ্ছে আদানি!  #আদানি  #রথযাত্রা২০২৫  #পুরী  #ইসকন  #বিনামূল্যেভোগ
27/06/2025

রথে বিনামূল্যেই পেট ভরাচ্ছে আদানি!
#আদানি #রথযাত্রা২০২৫ #পুরী #ইসকন #বিনামূল্যেভোগ

17/06/2025
গরমে কাহিল স্কুলপড়ুয়ারা
12/06/2025

গরমে কাহিল স্কুলপড়ুয়ারা

দ্রুত ও সহজে প্রিন্ট আউট করুন!  ডিজিটাল জোন সার্ভিসে শুধুমাত্র 2 টাকা প্রতি কপি। 🖨️  #ডিজিটালজোন
09/06/2025

দ্রুত ও সহজে প্রিন্ট আউট করুন! ডিজিটাল জোন সার্ভিসে শুধুমাত্র 2 টাকা প্রতি কপি। 🖨️ #ডিজিটালজোন

Primary Teachers Case: ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ, কলকাতা হাইকোর্টে কী ঘটল আজ?আজকের শুনানি: আজ রাজ্যের অ্যা...
20/05/2025

Primary Teachers Case: ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ, কলকাতা হাইকোর্টে কী ঘটল আজ?
আজকের শুনানি: আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সরকারের পক্ষে সওয়াল শুরু করেন। মূলত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধেই যুক্তি উপস্থাপন করা হচ্ছে। শুনানিতে উঠে আসছে বিভিন্ন আইনি দিক এবং শিক্ষকদের ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্ন।

Address

Ranaghat

Alerts

Be the first to know and let us send you an email when AMAR BARTA আমার বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AMAR BARTA আমার বার্তা:

Share