
24/07/2025
#বুথ_ডিউটি_থেকে_অব্যাহতির_আবেদন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির
প্রতিবেদন:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি যখন জোরকদমে চলছে, ঠিক তখনই রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে বুথ লেভেল অফিসারের (BLO) দায়িত্ব পালনের জন্য পর্ষদের কর্মীদের ডাকার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে অনুরোধ করেছেন, পর্ষদের স্থায়ী কর্মীদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক।
তিনি চিঠিতে উল্লেখ করেছেন, SSC এবং মাধ্যমিক পরীক্ষার কাজ এমনিতেই সীমিত জনবল নিয়ে সামাল দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে BLO-র দায়িত্বে কর্মীদের নিযুক্ত করা হলে, দৈনন্দিন প্রশাসনিক কাজ ব্যাহত হবে এবং পরীক্ষা পরিচালনাতেও সমস্যা দেখা দেবে।
পর্ষদের এই আবেদনের পর রাজ্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।