TV12 Bangla

TV12 Bangla TV12 Bangla News Channel . It will serve all the news through - politics, sports, entertainment, accidents, various News.

09/08/2025

১দিন আগের রেশ কাটতে না কাটতে কেশিয়াড়ির লেঙামারা তে ৪০ ঘন্টার মধ্যে আবারও ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত মোট ৩! আশংকাজনক ২* !

09/08/2025

রাখী বন্ধন উৎসবে শুভেচ্ছা বার্তা কেশিয়াড়ী বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু-র!

09/08/2025

কেশিয়াড়ী বল্কের বিভিন্ন যায়গায় পালিত হলো রাখী বন্ধন উৎসব!

07/08/2025

দুই বন্ধু বাড়ি ফেরার পথে কেশিয়াড়ীর লেঙামারা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রান গেল এক বন্ধুর!! গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অপর বন্ধু!

পূরশাঘাটে খেয়া ভাড়া কমানোর দাবি মেনে নিল প্রশাসন, কংক্রিট ব্রিজ নির্মাণের দাবিতেও অগ্রগতি নিমতৌরি, ৩০ জুলাই ২০২৫:পূরশা...
30/07/2025

পূরশাঘাটে খেয়া ভাড়া কমানোর দাবি মেনে নিল প্রশাসন, কংক্রিট ব্রিজ নির্মাণের দাবিতেও অগ্রগতি

নিমতৌরি, ৩০ জুলাই ২০২৫:
পূরশাঘাট খেয়া পারাপার ঘাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এবং একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছিল “পূরশাঘাট ব্রিজ নির্মাণ নাগরিক কমিটি”। অবশেষে সাধারণ মানুষের প্রতিবাদ ও সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে আজ এক ঐতিহাসিক সাফল্য মিলল।

জেলা পরিষদের সেক্রেটারি মাননীয় অনির্বাণ কোল-এর সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হেয়ারিং-এ যাত্রী সাধারণের সকল অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হয়। বেসরকারি ইজারাদারের পক্ষ থেকে বেআইনিভাবে বাড়ানো ভাড়ার বিরুদ্ধে যাত্রীরা যে প্রতিবাদ জানিয়ে আসছিলেন, তা যথার্থ বলেই মেনে নেয় প্রশাসন। অবিলম্বে নির্ধারিত হার অনুযায়ী ভাড়া নেওয়া, টিকিট প্রদান বাধ্যতামূলক করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের নির্দেশ জারি করা হয়।

নতুনভাবে নির্ধারিত ভাড়ায় উল্লেখ করা হয়েছে—
শুধু যাত্রীর জন্য ₹৩, সাইকেলসহ ₹৫ এবং মোটরবাইক সহ যাত্রীদের জন্য ₹৮ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।

এই ভাড়া নির্ধারণের পাশাপাশি পূরশাঘাটে একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবিতেও আজ উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। প্রতিনিধিদল জেলা সভাধিপতির সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানিয়েছে। দীর্ঘদিনের আন্দোলন ও সচেতনতামূলক প্রচেষ্টার ফলেই প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা।

আজকের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী বাসুদেব দাস, মুরারী মোহন সামন্ত, রঞ্জন জানা, নিমাই চাঁদ মাইতি, অনুপ মাইতি, অপরেশ মন্ডল সহ আরও অনেকে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এটি শুধুমাত্র একটি ভাড়া নির্ধারণের সাফল্য নয়, বরং জনচাপ ও গণআন্দোলনের বাস্তব ফলাফলের একটি উদাহরণ, যা আগামী দিনে কংক্রিট সেতু নির্মাণের পথও প্রশস্ত করবে।

19/07/2025

কেশিয়াড়ীতে বড়বাবু খুনে ব্যাবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ! ওইদিন রাতে ঠিক কি ঘটেছিল আসুন জেনে নেই!

18/07/2025

কেশিয়াড়ী তে বক্তব্য রাখছেন জুন মালিয়া

18/07/2025

২১শে জুলাই কে সামনে রেখে কেশিয়াড়ী তে সভা উপস্থিত জুন মালিয়া

18/07/2025

কেশিয়াড়ীতে তৃণমূলের মহিলা মিছিল উপস্থিত জুন মালিয়া

17/07/2025

বিতর্কিত সাইনবোর্ড নিয়ে তৃনমুল -বিজেপি চর্চা মেদিনীপুরে!
#

16/07/2025

কেশিয়াড়ীতে মঙ্গলবার খু*ন ও বুধবার ধান জমিন থেকে মৃতদেহ উদ্ধারের পর,বিশদ জানতে থানাতে পৌঁছোলেন এলাকার বিধায়ক পরেশ মুর্মু! পাশাপাশি খু*নে*র ঘটনায় গ্ৰেফতার হওয়া ছাত্র পরিষদের নেতার তৃনমূলের সাথে তেমন যোগাযোগ ছিল না বলে দাবি বিধায়কের!

16/07/2025

বুধবার সকালে ধান জমিন থেকে উদ্ধার ১ব্যাক্তির মৃতদেহ, অস্বাভাবিক মৃত্যু মানতে নারাজ মৃত ব্যাক্তির দাদা!

Address


Alerts

Be the first to know and let us send you an email when TV12 Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TV12 Bangla:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share