19/08/2024
দুঃখের বিষয়, এখন আর কেউ দোষীর শাস্তি চাইছে না, সুবিচার চাইছে না, বরং রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর চাইছে। মনে রাখতে হবে, সরকার বা মুখ্যমন্ত্রী ইচ্ছা করে কিন্তু ধর্ষণ করায়নি। প্রশাসন তার ক্ষমতা প্রয়োগ করে ধর্ষককে ঢাকা দিতে চেয়েছে, আর এখন আমরাও তাই চাইছি। ধর্ষক কিন্তু ওই ডিপার্টমেন্টের লোক!! R G Kar এর ভিতরের লোক। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কই?
প্রশ্ন তুলতে হবে, সিনিয়র ডাক্তাররা আন্দোলন করছে না কেন? কেন শুধু স্টুডেন্ট আর জুনিয়র ডাক্তারদের এগিয়ে দেওয়া হচ্ছে?
ওইদিন ডিপার্টমেন্টে উপস্থিত প্রত্যেক ডাক্তার, স্টাফ, ইন্টার্নকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। মূল দোষী কিন্তু এরাই। এদেরকে আড়াল হতে দেওয়া যাবে না।
দোষীদের চরমতম শাস্তি চাই