West Bengal Live

  • Home
  • West Bengal Live

West Bengal Live Local News Portal , Live and Post Live Content , West Bengal Live, Live News
UDYAM-WB 06-0000454

  ⭕ব্যক্তিকে খুঁজে পাওয়া গিয়েছে ধন্যবাদ সকলের সহযোগিতার জন্যে।
28/01/2025


⭕ব্যক্তিকে খুঁজে পাওয়া গিয়েছে ধন্যবাদ সকলের সহযোগিতার জন্যে।

Missing Report Name - Dilip RoyAge - 65 years Complexion - DarkAddress - Baghajatin colony, Pradhan Nagar, Siliguri Heig...
27/01/2025

Missing Report

Name - Dilip Roy
Age - 65 years
Complexion - Dark
Address - Baghajatin colony, Pradhan Nagar, Siliguri
Height - 5'10"
Missing Date - 25/01/2025
Wearing - Black jacket, Black track pant

Requesting everyone to share the same information

Contact - 9064784183/9832012277

13/01/2025

⭕UCRC সংগঠনের ৭৫ বছর পূর্ণতার উপলক্ষ্যে ১৪ই জানুয়ারী হতে চলেছে ফুটবল টুর্নামেন্ট সেই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা।

11/09/2024

⭕জমি নিয়ে বিবাদ পাথরঘাটা অঞ্চলের রাজপৌরি এলাকার দুই পক্ষের ।

নাম মনিরাম বর্মন, বয়স ৪৫, বিধাননগর সদরগছ থেকে নিরুদ্দেশ গত ১৫ই আগস্ট থেকে , কোনো স্বরিদয় ব্যাক্তি খোঁজ পেলে 8116623196...
17/08/2024

নাম মনিরাম বর্মন, বয়স ৪৫, বিধাননগর সদরগছ থেকে নিরুদ্দেশ গত ১৫ই আগস্ট থেকে , কোনো স্বরিদয় ব্যাক্তি খোঁজ পেলে 8116623196 নম্বরে যোগাযোগ করুন।

আজ সিপিআইএম বাগডোগরা দলীয় দপ্তরে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফ্ফর আহমেদ এর 136 তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদার ...
05/08/2024

আজ সিপিআইএম বাগডোগরা দলীয় দপ্তরে পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড মুজাফ্ফর আহমেদ এর 136 তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হল।উপস্থিত ছিলেন শীতল দত্ত,জয়দেব বিশ্বাস,প্রশান্ত মুখার্জী,খোকন বিশ্বাস সহ কর্মী সমর্থক বৃন্দ

30/07/2024

অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্ট থেকে জামিন মঞ্জুর করেছে।

⭕উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক আনন্দ-বোনের লেখা চিঠি বিভিন্ন বিষয়ের উপর পশ্চিমবঙ্গের মুখ্যম...
30/07/2024

⭕উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক আনন্দ-বোনের লেখা চিঠি বিভিন্ন বিষয়ের উপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে।

*বিষয়: শিলিগুড়ি মহকুমা এবং সংলগ্ন এলাকায় অবৈধ জমি দখলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রয়োজনে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন বা CBI তদন্তের নির্দেশ দেওয়া এবং এই দুর্ণীতির সংগে যুক্ত সমস্ত দোষীদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে পত্র*

শিলিগুড়ি মহকুমা এবং সংলগ্ন এলাকায়, বিশেষ করে মাটিগাড়া এবং নকশালবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় জমি মাফিয়াদের দ্বারা জমি দখলের বেশ কয়েকটি অভিযোগের বিষয় প্রকাশ্যে এসেছে।

টিএমসি পার্টির নেতা, নির্বাচিত জনপ্রতিনিধি, জমি মাফিয়ারা জমি অধিগ্রহণ, দখল, এবং জমির রেকর্ডের নথি হেরফের এবং টেম্পারিং সম্পর্কিত অবৈধ কার্যকলাপে জড়িত।

গোটা অঞ্চলে সরকারি জমি, বনের জমি, স্কুলের জমি, ধর্মীয় প্রতিষ্ঠানের জমি, সরকারি মাঠ, ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক জবর দখল হয়েছে। অনেক ক্ষেত্রে, দখলদাররা অবৈধ নির্মাণ করেছে এবং যথাযথ অনুমোদন ছাড়াই জমি বাণিজ্যিক উদ্দেশ্যে জোর পূর্বক ব্যবহার করছে।

এমনও জানা গেছে যে জমির রেকর্ডে কারচুপি করা হয়, বা মূল্যবান জমির মালিকানা দাবি করার জন্য মিথ্যা নথি তৈরি করা হয় এবং প্রায়শই দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা এবং জমি মাফিয়াদের মধ্যে যোগসাজশ থাকে।

অনেক ক্ষেত্রে সহজ সরল আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের দরিদ্র জনগণকে জালিয়াতির মাধ্যমে কাগজপত্রে সই করিয়ে প্রতারিত করা হয়েছে। এর বিরোধিতা করলে, জমি মাফিয়ারা প্রায়ই সহিংসতা অবলম্বন এবং ভয়ভীতি প্রদর্শন করে, জমির মালিকদের শারীরিক ও মানসিক ভাবে হুমকি দেয় এবং যারা তাদের বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করে তাদের সর্বত ভাবে দমন করার চেষ্টা করে।

পার্শ্ববর্তী পানিটঙ্কিতে চা বাগানের জমিতে একটি অবৈধ শপিং কমপ্লেক্স তৈরি করা হয়েছে। বালাসন, পঞ্চনই, মাঞ্জা সহ একাধিক নদীর তীরে স্থানীয় জমি মাফিয়াদের দ্বারা সরকারি জমিতে বড় বাণিজ্যিক, বিদ্যালয় ও আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। তারা লক্ষ লক্ষ টাকায় সরকারী জমি অবৈধ ভাবে বিক্রী করছে। প্রভাবশালী রাজনীতিবিদ এবং টিএমসি নেতারাও গুলমা রেল স্টেশন এর পাশে সরকারী জমি, বনভূমি, চা বাগানের জমি এবং রেলের জমি দখল করে অনেক নতুন অবৈধ রিসর্ট তৈরি করেছেন।

সরকার সামান্য কিছু ক্ষেত্রে তদন্ত করার সদরথক চেষ্টা করলেও তা যথেষ্ট নয় তাই SIT গঠন বা CBI তদন্তের মাধ্যমে সমস্ত দোষী ব্যক্তি দের উপযুক্ত শাস্তি প্রদান এবং সমস্ত সরকারী জমি পুনরূদ্ধার করা ও সাধারন প্রতারিত মানুষের প্রতি সুবিচার করবেন এই আশা রাখছি।

⭕শিলিগুড়ি পুর নিগম ও বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন চ্যাপ্টার:২ -এর যৌথ উদ্যোগে জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়...
28/07/2024

⭕শিলিগুড়ি পুর নিগম ও বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন চ্যাপ্টার:২ -এর যৌথ উদ্যোগে জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল স্টেট র‌্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপস্-২০২৪ স্টেজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মেয়র গৌতম দেব,46 নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা এম এম আই সি দিলীপ বর্মন সহ অন্যান্যরা।

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধী স্থল।
26/07/2024

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধী স্থল।

গত পরশু ৭ নং ওয়ার্ডের বাসিন্দা জায়না খাতুন নামে এক বালিকা শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ডেঙ্গির সংক্রমণ নিয়ে ভর্...
23/07/2024

গত পরশু ৭ নং ওয়ার্ডের বাসিন্দা জায়না খাতুন নামে এক বালিকা শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ডেঙ্গির সংক্রমণ নিয়ে ভর্তি থাকার পর তাঁর মৃত্যু হয়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান আমি অত্যন্ত মর্মাহত এই শিশুটির অকাল প্রয়াণে,স্বাস্থ্য দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে । এলাকায় সাফাইয়ে আরো জোর দেওয়া হয়েছে এবং আজ উক্ত বিষয় নিয়ে একটি জরুরী বৈঠক ডাকা হয়েছে পুর নিগমে ।

হুগলির জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড বিভাগের কর্মী গতকাল ডিউটি থেকে ফেরার পথে মোটরসাইকেল দূর্ঘটনা হয়।ত...
23/07/2024

হুগলির জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ড বিভাগের কর্মী গতকাল ডিউটি থেকে ফেরার পথে মোটরসাইকেল দূর্ঘটনা হয়।তাকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন।এই ঘটনার পর হুগলির জেলার চন্দননগর কমিশনারেটের ও গ্রামীন পুলিশে শোকের ছায়া নেমে আসে।আজ তার ময়নার তদন্ত হবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to West Bengal Live:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share