06/11/2025
মালদাঃ গ্রামে বসানো হয়েছে পাইপলাইন। কিন্তু জল আসে না। অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করে বাড়ছে অসুস্থতা। গ্রামের কেউ পেটের সমস্যায়,কেউ আবার চর্মরোগে ভুগছে।
হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা অঞ্চলের বোরনাহী,ট্যাংঠা ঘাট,হাতিচাপা ও জগন্নাথপুর সহ বিভিন্ন গ্রামে এই চিত্র দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,তিন বছর আগে গ্রামে বসানো হয়েছে পাইপলাইন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে নিযুক্ত ঠিকাদারের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডের জেরক্স কপি সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। এখনও শুরু হয়নি জল সরবরাহ। বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপ কল। গ্রামের মানুষ বাধ্যতামূলক অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করছেন। প্রতিটি পরিবার টিনের মধ্যে বালি ও পাথর মিশিয়ে এক ধরনের ফিল্টার তৈরি করেছেন। সেই মিশ্রনে আয়রনযুক্ত জল ঢেলে ফিল্টারিং করে জল পান করেন তারা। এই অপরিশোধিত ও আয়রনযুক্ত জল পান করার কারণে পেটের নানা রকম জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা। এই জলে স্নান করার ফলে চর্মরোগে ভুগছে মানুষ। বোরনাহী গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম বলেন, স্বাধীনতার ৭৯ বছর পরেও গ্রামে পরিস্রুত পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। পঞ্চায়েত থেকে গ্রামে দুটি সাব মার্সিবল পাম্প বসানো হলেও সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। জল কিনে পান করেন কয়েকটি পরিবার মাত্র। এই আয়রনযুক্ত জলের কারণে কাপড়চোপড় লাল হয়ে যায়। এই জল পান করার পাশাপাশি রান্না ও স্নানের কাজে ব্যবহার করা হয়। গ্রামের বাসিন্দারা চর্মরোগ ও পেটের সমস্যায় ভুগছে। প্রশাসনকে একাধিকবার জানিয়েছি কোনও উদ্যোগ গ্রহণ করেননি।