Malda Pratidin News

Malda Pratidin News news channel

06/11/2025

ঝাড়খণ্ডের ঘাটশিলায় সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী।

06/11/2025

মালদাঃ আন্ত:রাজ্য অপরাধ দমন করতে বাংলা এবং বিহারের পুলিশ আধিকারিকদের মধ্যে সমন্বয় বৈঠক

06/11/2025

সুশান্ত সরকার মালদাঃ ১৫ দফা দাবি নিয়ে গোটা রাজ্যজুড়ে আন্দোলনে নামছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া

06/11/2025

মালদাঃ নিবেদন করেছেন জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম এখানে কি কি পরিষেবা পাবেন তা বিস্তারিত দেখুন

06/11/2025

মালদাঃ গ্রামে বসানো হয়েছে পাইপলাইন। কিন্তু জল আসে না। অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করে বাড়ছে অসুস্থতা। গ্রামের কেউ পেটের সমস্যায়,কেউ আবার চর্মরোগে ভুগছে।
হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা অঞ্চলের বোরনাহী,ট্যাংঠা ঘাট,হাতিচাপা ও জগন্নাথপুর সহ বিভিন্ন গ্রামে এই চিত্র দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,তিন বছর আগে গ্রামে বসানো হয়েছে পাইপলাইন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে নিযুক্ত ঠিকাদারের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডের জেরক্স কপি সংগ্রহ করে নিয়ে গিয়েছেন। এখনও শুরু হয়নি জল সরবরাহ। বাড়ি বাড়ি বসানো হয়নি ট্যাপ কল। গ্রামের মানুষ বাধ্যতামূলক অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করছেন। প্রতিটি পরিবার টিনের মধ্যে বালি ও পাথর মিশিয়ে এক ধরনের ফিল্টার তৈরি করেছেন। সেই মিশ্রনে আয়রনযুক্ত জল ঢেলে ফিল্টারিং করে জল পান করেন তারা। এই অপরিশোধিত ও আয়রনযুক্ত জল পান করার কারণে পেটের নানা রকম জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা। এই জলে স্নান করার ফলে চর্মরোগে ভুগছে মানুষ। বোরনাহী গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম বলেন, স্বাধীনতার ৭৯ বছর পরেও গ্রামে পরিস্রুত পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। পঞ্চায়েত থেকে গ্রামে দুটি সাব মার্সিবল পাম্প বসানো হলেও সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। জল কিনে পান করেন কয়েকটি পরিবার মাত্র। এই আয়রনযুক্ত জলের কারণে কাপড়চোপড় লাল হয়ে যায়। এই জল পান করার পাশাপাশি রান্না ও স্নানের কাজে ব্যবহার করা হয়। গ্রামের বাসিন্দারা চর্মরোগ ও পেটের সমস্যায় ভুগছে। প্রশাসনকে একাধিকবার জানিয়েছি কোনও উদ্যোগ গ্রহণ করেননি।

06/11/2025

মালদা: নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে শুরু হয়েছে এস আই আর। আর এই আবহে এবারে দেখা যাচ্ছে ২০০২ এর ভোটার লিস্টে মালদা বিধানসভা কেন্দ্রের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনেকেরই নাম নেই। ফলে নাগরিকত্ব হারানোর ভয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। তাঁদের সবাই কখনও না কখনও বাংলাদেশ থেকে এ’দেশে এসেছেন৷ পরিস্থিতি তো আরও খারাপ, তাঁদের নাম ভোটার তালিকায় না থাকলেও ছেলেমেয়েদের নাম দিব্যি সেই তালিকায় জায়গা করে নিয়েছে৷ কমিশন জানিয়ে দিয়েছে, ২০০২ সালের তালিকায় ভোটারদের নাম থাকলে তবেই তাঁরা বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পাবেন৷ যদি তা না থাকে তবে তাঁদের কমিশন বর্ণিত ১১টি নথির যে কোনও একটি বা একাধিক নথি পেশ করতে হবে৷ এই পরিস্থিতিতে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন এই মানুষগুলো৷ নিজেদের ভারতীয় প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন তাঁরা৷

এদের মধ্যে একজন মালদা সাহাপুর পঞ্চায়েতের এলাকার বাসিন্দা সমরেশ মজুমদার যার এখনো পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠেনি। পঞ্চায়েত থেকে বিধানসভা কিংবা লোকসভা কোন ভোটই তিনি ভোট দিতে পারেননি অথচ তার ছেলেদের ভোটার লিস্টে নাম উঠেছে। তিনি অভিযোগ করে বলেন বহুবার ভোটের নাম তোলার ক্ষেত্রে সরকারি দপ্তরে আবেদন জানিয়েছেন সেই আবেদনের রিসিভ কপি ও রয়েছে কিন্তু নাম উঠেনি। প্রশাসনের গাফিলতির জন্য আজকে তার এই অবস্থা তাই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছে ২০২৬ এর বিধানসভার আগে যাতে ভোটার লিস্টে নাম উঠে ।
এস আই এর আবহে আতঙ্কের মধ্যে রয়েছেন সাহাপুরের বাসিন্দা, দিলীপ সিংহ। ২০২৫ এর ভোটার লিস্টে নাম রয়েছে তিনি ভোট দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে 2002 এ ভোটার লিস্টে তার নাম নেই। সে ক্ষেত্রে চিন্তার মুখে পড়েছেন যদিও নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে যে নথি চাওয়া হচ্ছে সেই নথি তার কাছে রয়েছে তাই নতুন করে ভোটার লিস্টে নাম যাতে না বাদ যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে তিনি আবেদন জানাবেন।
সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাস জানান আমাদের গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী অনেক পাসিন্দাদের দেখা যাচ্ছে ২০০২ ভোটার লিস্টে তাদের নাম নেই। পরবর্তীতে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে তারা ভোটও দিয়েছে। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমরা বিশেষ ক্যাম্পের মাধ্যমে তাদের নাম তোলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো যাতে কারো নাম কাটা না যায়
আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতি।

মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান আমরা এস আই আর এর বিরুদ্ধে নয়, তবে বৈধ ভোটারদের নাম কাটা গেলে আমরা তীব্রতর আন্দোলনের নামবো। ২০০২ সালে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের যাতে সময় দেওয়া হয়। তারা যাতে কাগজপত্র জোগাড় করতে পারে

উত্তর মালদা বিজেপির সহ-সভাপতি তাপস গুপ্ত জানান আমাদের মালদা জেলার বর্তমান যা পরিস্থিতি সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের শরণার্থী যাদের ২০০২ এ ভোটার লিস্টে নাম নাই যাতে তাদের নাম উঠে সে ক্ষেত্রে বিশেষ ক্যাম্প সি এ এ মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সকলের নাম ভোটার লিস্টে উঠাবো নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে তৃণমূল সরকার নাটক সব ক্ষেত্রেই করছে তৃণমূল সরকার অনৈতিকভাবে মানুষকে ভয় দেখাচ্ছে । মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে রাজ্যের মানুষকে ।

06/11/2025

সুশান্ত সরকার মালদাঃ বাগবাড়ি বাহান্নবিঘা লাইফ স্টার ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রতিযোগিতামূলক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

05/11/2025

মালদাঃ ভূতনির দক্ষিণ চন্ডিপুরের কাটা বাঁধ পরিদর্শন করলেন মালদার জেলাশাসক প্রীতি গোয়েল

05/11/2025

সুশান্ত সরকার মালদাঃ গুরু নানকের জন্মজয়ন্তীকে ঘিরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পুরাতন মালদার শর্বরী এলাকার গুরুদোয়ারায়

05/11/2025

সুশান্ত সরকার মালদাঃ রাস পূর্ণিমা উপলক্ষে মালদা শহর জুড়ে কৃষ্ণ ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

05/11/2025

গদাই কর্মকার মালদাঃ জননেতা প্রয়াত বিমল দাসের ৯৫ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পুরসভা ও জেলা বামফ্রন্ট

Address

English Bazar
732101

Alerts

Be the first to know and let us send you an email when Malda Pratidin News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malda Pratidin News:

Share