নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা

  • Home
  • নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা

নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা মননের প্রতিবিম্ব n/a

বিজ্ঞপ্তি: বিহান সাহিত্য পত্রিকা – শারদ সংখ্যা (২০২৫) এর প্রচ্ছদ ও সম্পূর্ণ লেখক সূচী প্রকাশ 📚সাহিত্যপ্রেমী সকল পাঠক-পাঠ...
14/08/2025

বিজ্ঞপ্তি: বিহান সাহিত্য পত্রিকা – শারদ সংখ্যা (২০২৫) এর প্রচ্ছদ ও সম্পূর্ণ লেখক সূচী প্রকাশ 📚

সাহিত্যপ্রেমী সকল পাঠক-পাঠিকা ও শ্রদ্ধেয় লেখক-লেখিকাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজ, ১৪ই আগষ্ট ২০২৫ বিহান সাহিত্য পত্রিকা – শারদ সংখ্যার প্রচ্ছদ এবং পূর্ণাঙ্গ লেখক সূচি (গল্প ও কবিতা বিভাগ) প্রকাশ করা হলো (যদিও গল্প বিভাগের সূচী পূর্বেই প্রকাশ করা হয়েছে)।

📌 আমাদের কাছে পাঠানো হয়েছিল – ✍️ মোট ৭৭ টি গল্প এবং ✍️ ৯৬ টি কবিতা। প্রত্যেকটি লেখা ছিল মননসমৃদ্ধ। তাই নির্বাচন প্রক্রিয়ায় সিদ্ধান্তে উপনীত হওয়া ছিল সত্যিই কঠিন ও সময়সাপেক্ষ। পরিচালন পর্ষদ গভীর মনোনিবেশ ও আলোচনার মাধ্যমে নির্বাচিত লেখাসমূহ চূড়ান্ত করেছে এবং ১২ টি গল্প এবং ২৩ টি কবিতা চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করেছে।

📅 পত্রিকার মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে:
আগামী ২১শে সেপ্টেম্বর ২০২৫ (মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায়)

💠 প্রকাশিত লেখক সূচি ও প্রচ্ছদ দেখতে পাওয়া যাবে –
✅ বিহান সাহিত্য পত্রিকার ও সংগঠনের ফেসবুক পেজে
✅ ‘খোঁজ’ ফেসবুক গ্রুপে
✅ সংগঠনের WhatsApp স্ট্যাটাসে

আমরা প্রত্যেক অংশগ্রহণকারী সাহিত্যিকদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সাহিত্যসৃষ্টি আমাদের সমৃদ্ধ করেছে। প্রত্যেকটি লেখা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

বিহান সাহিত্য পত্রিকার এই বর্ণময় যাত্রায় সঙ্গী হোন — পাশে থাকুন। 🙏 ধন্যবাদান্তে – বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🇮🇳
(নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার একটি সাংস্কৃতিক উদ্যোগ)

৭ই আগস্ট ২০২৫ প্রকাশিত হলো বিহান শারদ সংখ্যার গল্প বিভাগের নির্বাচিত লেখক সূচী, আমাদের কাছে জমা পড়েছিল ৭৭ টি গল্প, তার ...
07/08/2025

৭ই আগস্ট ২০২৫ প্রকাশিত হলো বিহান শারদ সংখ্যার গল্প বিভাগের নির্বাচিত লেখক সূচী, আমাদের কাছে জমা পড়েছিল ৭৭ টি গল্প, তার মধ্যে থেকে ১২ টি সেরা গল্পকে বেছে নেওয়া হয়েছে গল্প বিভাগে।

এর পরবর্তী পর্যায়ে শারদ সংখ্যার প্রচ্ছদ ও কবিতা বিভাগের সূচী প্রকাশ পাবে আগামী ১২ই আগস্ট রাত্রি বেলা। আমাদের দপ্তরে কবিতা জমা পড়েছে ১৩৭ টি, সেই কারণেই নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকমণ্ডলীর কিছুটা সময় লাগছে, এই মর্মে সকলের সহযোগিতা কামনা করছি।

আপনারা যাঁরা এই সংখ্যায় অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে জানাই নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 🙏

17/07/2025

নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার 🇮🇳 একটি উদ্যোগ... সমাজের জন্য, সমাজের পাশে ❤️

শারদীয়া সংখ্যার লেখা আহ্বান (নিয়মাবলী দেখে লেখা পাঠান)❤️ নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ❤️ নিবেদনে ও প্রকাশনায় শারদীয়া ...
15/07/2025

শারদীয়া সংখ্যার লেখা আহ্বান (নিয়মাবলী দেখে লেখা পাঠান)

❤️ নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ❤️ নিবেদনে ও প্রকাশনায় শারদীয়া ১৪৩২ উপলক্ষ্যে প্রকাশিত হতে চলেছে 💠 বিহান সাহিত্য পত্রিকার 💠 শারদ সংখ্যা (মুদ্রিত)

এটি 🇮🇳 ভারত সরকার স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক একটি উদ্যোগ, Paperback Binding সহিত মুদ্রিত সংকলনটি প্রকাশিত হবে ২০২৫ এর সেপ্টেম্বর মাসে 📕

1️⃣ পত্রিকাটি প্রকাশের ১ মাস পর থেকে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ও সাহিত্য একাডেমিতে পাঠকদের পড়বার জন্য রাখা থাকবে।
2️⃣ নির্বাচিত সাহিত্যিক বন্ধুদের জন্য থাকছে সম্মানসূচক শংসাপত্র 📜
3️⃣ লেখার বিষয় উন্মুক্ত, কোনো বিধি নিষেধ নেই।

🛑 #সেরা_গল্প_ও_কবিতার_জন্য_থাকছে_বিশেষ_পুরস্কার 🎁

নিয়মাবলী:
🖊️ 1000 শব্দের মধ্যে একটি অনুগল্প পাঠাবেন, এর উর্দ্ধে শব্দ সংখ্যা না যাওয়াই বাঞ্ছনীয়।
✒️ এবং কবিতার ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে অনধিক ২০ লাইন।
📌 আপনার লেখা গল্পের বা কবিতার বিষয়বস্তু কি ধরনের হবে তার কোনো বিধি নিষেধ নেই।
📌 আপনার লেখাটি নির্বাচিত হলে আমরাই আপনাকে জানিয়ে দেবো।
📌 সম্পূর্ণ অপ্রকাশিত, স্বরচিত লেখাই পাঠাবেন। প্রকাশের পর জানা গেল অন্যের লেখা নিজের নামে বলে দিয়েছেন তাতে সম্পাদক বা সংগঠনের কোন দায়বদ্ধতা থাকবে না।
📌 লেখার সাথে আপনার নাম বাংলায় লেখা বাধ্যতামূলক।
📍 তার নিচে আপনার নাম, সম্পূর্ণ ঠিকানা English (ইংরেজিতে) , Pin code, Active Mobile No এবং WhatsApp No লিখে দেবেন।

🌼 লেখা পাঠানোর শেষ তারিখ 31 শে জুলাই 2025 🌼
(আগস্ট মাসের মধ্যে মনোনীত সাহিত্যিকদের কাছে WhatsApp-এ মনোনয়ন পত্র পৌঁছে যাবে)

💐 আমরা চেষ্টা করবো ০২/০৮/২০২৫ তারিখের মধ্যে ফলপ্রকাশ করতে, কিন্তু এক্ষেত্রে কিছু অনিচ্ছাকৃত বিলম্ব হলে অযথা আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। 🙏

💠💠কোনো প্রিবুকিং প্রয়োজন নেই, তবে আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ, জেনেই লেখা পাঠাবেন। আপনার লেখাটি নির্বাচিত হলে অসহায় অবহেলিত প্রান্তিক মানুষের সেবার জন্য যদি একটি কপির মূল্য (169 টাকা) প্রদান করে পত্রিকাটি সংগ্রহ করতে ইচ্ছুক হন, তাহলে আমাদের উদ্যোগটি সাফল্যমণ্ডিত হবে। 💠💠

💐 বাড়িতে সংগ্রহ করতে চাইলে তার জন্য কোন ডেলিভারি চার্জ লাগবে না, ইন্ডিয়া পোস্ট মারফৎ আপনার ঠিকানায় পত্রিকা পাঠিয়ে দেওয়া হবে।

🛑লেখার গুণগত মানটাই সবার আগে, এর সাথে পত্রিকার জন্য প্রিবুকিং করা বা পত্রিকা কেনার কোনো সম্পর্ক নেই, লেখা কঠোরভাবে মনোনয়ন সাপেক্ষ 🛑

🔖🔖 পত্রিকার বিষয়ে যেকোন জিজ্ঞাসা থাকলে 7074190016 সংগঠনের এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন, উত্তর দেওয়া হবে। কোনো ফোন কল গ্রহণ করা হবে না।

🔖🖊️ লেখা পাঠানোর ঠিকানা 🎫
কেবলমাত্র WhatsApp মারফত 7074190016 এই নম্বরে বা [email protected] এই মেইল আইডিতে কেবলমাত্র টাইপ করেই লেখা পাঠাবেন, অন্য কোনো ভাবে লেখা নেওয়া যাবে না।

ধন্যবাদান্তে,
বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🙏

বিহান সাহিত্য পত্রিকা – দ্বিতীয় সংখ্যা (২০২৫) এর অন্তিম পর্বের কবিতা বিভাগের লেখক সূচী প্রকাশিত হলো 📚 তার সাথে থাকলো পূর...
06/07/2025

বিহান সাহিত্য পত্রিকা – দ্বিতীয় সংখ্যা (২০২৫) এর অন্তিম পর্বের কবিতা বিভাগের লেখক সূচী প্রকাশিত হলো 📚 তার সাথে থাকলো পূর্ণ লেখক সূচী এবং বিহানের এবারের প্রচ্ছদ 💐🇮🇳

দ্বিতীয় সংখ্যার প্রচ্ছদ শিল্পী: সুপ্রভা দাস, কলিকাতা

সাহিত্যপ্রেমী সকল পাঠক-পাঠিকা ও শ্রদ্ধেয় লেখক-লেখিকাদের আরও একবার একরাশ আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা পূর্বঘোষিত ৮ই জুলাইয়ের পরিবর্তে ২ দিন আগেই আজ ৬ই জুলাই ২০২৫ রবিবার অন্তিম পর্বের অর্থাৎ কবিতা বিভাগের লেখক সূচি প্রকাশ করছি।

📌 আমাদের কাছে এই বিভাগে পাঠানো হয়েছে ৫১২টি কবিতা—এবং তা থেকে নির্বাচন একটি বিরাট চ্যালেঞ্জ। প্রত্যেকটি লেখাই ছিল নিজ গুণে স্বতন্ত্র ও মননসমৃদ্ধ। তাই কবিতা নির্বাচন প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া ছিল ভীষণ কঠিন ও সময়সাপেক্ষ। পত্রিকা পরিচালন পর্ষদের সদস্যরা অত্যন্ত পরিশ্রম ও আলোচনার মাধ্যমে এই পর্বের নির্বাচিত কবিতা সমূহ চূড়ান্ত করেছে। আমরা গুণমানের সঙ্গে কোনো আপস না করে একটি সুন্দর বাংলা সাহিত্য পত্রিকা আপনাদের উপহার দিতে চাই।

💠 প্রকাশিত লেখক সূচি ও প্রচ্ছদ দেখতে চোখ রাখুন –
✅ বিহান সাহিত্য পত্রিকার ও সংগঠনের ফেসবুক পেজে
✅ ‘খোঁজ’ ফেসবুক গ্রুপে
✅ সংগঠনের WhatsApp স্ট্যাটাসে

আমরা প্রত্যেক অংশগ্রহণকারী কবি ও সাহিত্যিকদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সাহিত্যসৃষ্টি প্রতি মুহূর্তে আমাদের সমৃদ্ধ করেছে। প্রত্যেকটি লেখা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

বিহান সাহিত্য পত্রিকার এই বর্ণময় যাত্রায় সঙ্গী হোন — পাশে থাকুন। 🙏 ধন্যবাদান্তে – বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🇮🇳
(নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার একটি সাংস্কৃতিক উদ্যোগ)

বিজ্ঞপ্তি: বিহান সাহিত্য পত্রিকা – দ্বিতীয় সংখ্যা (২০২৫) এর প্রচ্ছদ প্রকাশ 📚সাহিত্যপ্রেমী সকল পাঠক-পাঠিকা ও শ্রদ্ধেয় লেখ...
02/07/2025

বিজ্ঞপ্তি: বিহান সাহিত্য পত্রিকা – দ্বিতীয় সংখ্যা (২০২৫) এর প্রচ্ছদ প্রকাশ 📚

সাহিত্যপ্রেমী সকল পাঠক-পাঠিকা ও শ্রদ্ধেয় লেখক-লেখিকাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজ, ২ জুলাই ২০২৫ বিহান সাহিত্য পত্রিকা – দ্বিতীয় সংখ্যার প্রচ্ছদ এবং প্রথম পর্বের লেখক সূচি (গল্প, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী বিভাগ) প্রকাশ করতে চলেছি।

📌 আমাদের কাছে পাঠানো হয়েছিল – ✍️ ৫৬টি গল্প ✍️ ১০টি প্রবন্ধ এবং ✍️ ২২টি ভ্রমণ কাহিনী। প্রত্যেকটি লেখাই ছিল নিজ গুণে স্বতন্ত্র ও মননসমৃদ্ধ। তাই নির্বাচন প্রক্রিয়ায় সিদ্ধান্তে উপনীত হওয়া ছিল সত্যিই কঠিন ও সময়সাপেক্ষ। পরিচালন পর্ষদ গভীর মনোনিবেশ ও আলোচনার মাধ্যমে এই পর্বের নির্বাচিত লেখাসমূহ চূড়ান্ত করেছে।

📅 পত্রিকার মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে:
আগামী ১৫ আগস্ট ২০২৫ (স্বাধীনতা দিবস উপলক্ষে)

📌 দ্বিতীয় ও অন্তিম পর্বের (কবিতা বিভাগ) লেখক সূচি প্রকাশিত হবে ৮ জুলাই ২০২৫। 🔸 কারণ: আমাদের কাছে এই বিভাগে পাঠানো হয়েছে ৫১২টি কবিতা—এবং তা থেকে নির্বাচন একটি বিরাট চ্যালেঞ্জ। আমরা গুণমানের সঙ্গে কোনো আপস না করে একটি পরিশ্রুত সংকলন আপনাদের উপহার দিতে চাই।

💠 প্রকাশিত লেখক সূচি ও প্রচ্ছদ দেখতে চোখ রাখুন –
✅ বিহান সাহিত্য পত্রিকার ও সংগঠনের ফেসবুক পেজে
✅ ‘খোঁজ’ ফেসবুক গ্রুপে
✅ সংগঠনের WhatsApp স্ট্যাটাসে

আমরা প্রত্যেক অংশগ্রহণকারী সাহিত্যিকদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের সাহিত্যসৃষ্টি আমাদের সমৃদ্ধ করেছে। প্রত্যেকটি লেখা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।

বিহান সাহিত্য পত্রিকার এই বর্ণময় যাত্রায় সঙ্গী হোন — পাশে থাকুন। 🙏 ধন্যবাদান্তে – বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🇮🇳
(নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার একটি সাংস্কৃতিক উদ্যোগ)

লেখা আহ্বান(নিয়মাবলী দেখে লেখা পাঠান)❤️ নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ❤️ নিবেদনে ও প্রকাশনায় স্বাধীনতা দিবসে প্রকাশিত হত...
27/05/2025

লেখা আহ্বান
(নিয়মাবলী দেখে লেখা পাঠান)

❤️ নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ❤️ নিবেদনে ও প্রকাশনায় স্বাধীনতা দিবসে প্রকাশিত হতে চলেছে

💠 *বিহান সাহিত্য পত্রিকা* 💠
দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সংখ্যা (মুদ্রিত)

🇮🇳 ভারত সরকার স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক একটি উদ্যোগ

Paperback Binding সহিত মুদ্রিত সংকলনটি প্রকাশিত হবে📕

1️⃣ সংকলনটি প্রকাশের ১ মাস পর থেকে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ও সাহিত্য একাডেমিতে পাঠকদের পড়বার জন্য রাখা থাকবে।
2️⃣ নির্বাচিত সাহিত্যিক বন্ধুদের জন্য থাকছে সম্মানসূচক শংসাপত্র 📜
3️⃣ লেখার বিষয় উন্মুক্ত, কোনো বিধি নিষেধ নেই।

🛑 #প্রত্যেক_বিভাগে_সেরা_লেখাটির_জন্য_থাকবে_বিশেষ_পুরস্কার 🎁

🖊️ 40 লাইনের মধ্যে একটি কবিতা পাঠাতে পারেন, অথবা

🖊️ 1000 শব্দের মধ্যে একটি রম্য রচনা বা অনুগল্প পাঠাতে পারেন, অথবা
🖊️ 1500 শব্দের মধ্যে একটি গবেষণামূলক প্রবন্ধ বা ভ্রমণ কাহিনীও পাঠাতে পারেন।

নিয়মাবলী:::
📌 যে কোন একটি বিভাগেই লেখা পাঠানো যাবে, তবে কি ধরনের লেখা হবে তার কোনো বিধি নিষেধ নেই।
📌 লেখা পাঠানোর 5 দিনের মধ্যে আপনার লেখাটি নির্বাচিত হলে যোগাযোগ করা হবে।
📌 সম্পূর্ণ অপ্রকাশিত, স্বরচিত লেখাই পাঠাবেন। প্রকাশের পর জানা গেল অন্যের লেখা নিজের নামে বলে দিয়েছেন তাতে সম্পাদক বা সংগঠনের কোন দায়বদ্ধতা থাকবে না।
📌 লেখার সাথে আপনার নাম বাংলায় লেখা বাধ্যতামূলক।
📍 তার নিচে আপনার নাম, সম্পূর্ণ ঠিকানা English (ইংরেজিতে) , Pin code, Active Mobile No এবং WhatsApp No লিখে দেবেন।

🌼 লেখা পাঠানোর শেষ তারিখ 30 শে জুন 2025 🌼
(জুলাই মাসের মধ্যে মনোনীত সাহিত্যিকদের কাছে WhatsApp-এ মনোনয়ন পত্র পৌঁছে যাবে)

💠💠কোনো প্রিবুকিং প্রয়োজন নেই, তবে আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ, জেনেই লেখা পাঠাবেন। তবে লেখাটি নির্বাচিত হলে অসহায় প্রান্তিক মানুষের অগ্রগতি ও উন্নয়নের জন্য একটি কপির মূল্য (১৭৫ টাকা) প্রদান করে পত্রিকাটি সংগ্রহ করতে ইচ্ছুক হন, তাহলে আমাদের উদ্যোগটি সাফল্যমণ্ডিত হবে। 💠💠

💐 বাড়িতে সংগ্রহ করতে চাইলে তার জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না

🛑লেখার গুণগত মানটাই আগে, এর সাথে প্রিবুকিং করা বা বই কেনার কোনো সম্পর্ক নেই, লেখা কঠোরভাবে মনোনয়ন সাপেক্ষ 🛑

🔖🔖সংকলনের জন্য যে কোন জিজ্ঞাসা থাকলে 7074190016 সংগঠনের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, উত্তর দেওয়া হবে।

🔖🖊️ লেখা পাঠানোর ঠিকানা 🖊️🔖কেবলমাত্র WhatsApp মারফত 7074190016 এই নম্বরে, কেবলমাত্র টাইপ করেই লেখা পাঠাবেন, অন্য কোনো ভাবে লেখা নেওয়া যাবে না।

ধন্যবাদান্তে,
বিহান সাহিত্য পত্রিকা পরিচালন পর্ষদ 🙏

02/10/2024

আগামী শনিবার নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা পৌঁছতে চলেছি, হুগলী জেলার মুণ্ডেশ্বরী নদী সংলগ্ন বন্যা কবলিত গ্...
26/09/2024

আগামী শনিবার নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা পৌঁছতে চলেছি, হুগলী জেলার মুণ্ডেশ্বরী নদী সংলগ্ন বন্যা কবলিত গ্রামগুলিতে, কেউ সাহায্য করতে চাইলে জানাতে পারেন বা সংগঠনের ব্যাঙ্কে QR স্ক্যান করে অর্থ সাহায্য পাঠাতে পারেন।

06/06/2024



  🇮🇳World Thalassemia Day
08/05/2024

🇮🇳
World Thalassemia Day

07/05/2024

🇮🇳

Send a message to learn more

Address


Telephone

+919038111024

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার বিহান সাহিত্য পত্রিকা:

  • Want your business to be the top-listed Media Company?

Share