DI Originals

DI Originals DemocraticIndians DI believes serving news is like entertainment and which are to be shown in transit media but keeping originality and not to deliver fake

ফের কাগুজে বাঘ সংবাদ শিরোনামে। আসলে শাসক দল জানে স্থূল বুদ্ধি কিভাবে সূক্ষ্ম বুদ্ধিতে convert করাতে হয়,  কখন করাতে হয় কে...
31/05/2025

ফের কাগুজে বাঘ সংবাদ শিরোনামে। আসলে শাসক দল জানে স্থূল বুদ্ধি কিভাবে সূক্ষ্ম বুদ্ধিতে convert করাতে হয়, কখন করাতে হয় কেনোই বা করাতে হয়... বাকি রইল কোল্যাটারাল ড্যামেজ... বিশ্লেষণ দেখতে ইনবক্সে লিঙ্ক.....

দেখুন সরাসরি ...
29/05/2025

দেখুন সরাসরি ...

LIVE: আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর “পরিবর্তন সংকল্প সভা.....

13/05/2025

দিলীপ ঘোষের সঙ্গে বিবাহের এক মাসের মধ্যেই শোকের ছায়া রিঙ্কু মজুমদার এর বাড়িতে। মঙ্গলবার অস্বাভাবিক মৃত্যুর খবর আসে রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জন দাশগুপ্তের। সূত্রের খবর মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ সোমবার রাতে বন্ধু এবং বান্ধবীর সঙ্গে নিউ টাউন এর বাড়িতে পার্টি করছিলেন সৃঞ্জন। এরপর মঙ্গলবার সকালে সৃঞ্জনের বাড়িতে গিয়ে তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বান্ধবী। এরপরই তাকে বিধান নগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই শোরগোল পড়ে যায়। মায়ের বিবাহের এক মাসের মধ্যেই এমন ঘটনাকে অনেকেই শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যু বলে মানতে পারছেন না। ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে সম্পন্ন হয়েছে ময়না তদন্ত তবে এখনো পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। সৃঞ্জনের পরিবার সূত্রে খবর, মায়ের বিবাহের কারণে শোকাহত নয় ছেলে । বরং নিজের জীবনকে গুছিয়ে নিতে মায়ের এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন তিনি। তবে সৃঞ্জন দাশগুপ্তের এই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি সেই নিয়ে উঠছে নানান প্রশ্ন। সঠিক কারণ জানতে অবশ্যই চোখ রাখতে হবে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের পর্দায়।

সত্যিই অধর্ম হল! কি ইঙ্গিত দিচ্ছেন প্রভু!
05/05/2025

সত্যিই অধর্ম হল! কি ইঙ্গিত দিচ্ছেন প্রভু!

দিঘার 'জগন্নাথ ধাম' নিয়ে ওড়িশায় বিতর্ক, মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দিঘার...

তথ্যের লড়াইয়ে এবার সত্যের জয়!শীঘ্রই আসছে DemocraticIndians.in – এক নতুন গন্তব্য, যেখানে খবর মানে শুধু হেডলাইন নয়, খব...
02/05/2025

তথ্যের লড়াইয়ে এবার সত্যের জয়!
শীঘ্রই আসছে DemocraticIndians.in – এক নতুন গন্তব্য, যেখানে খবর মানে শুধু হেডলাইন নয়, খবর মানে দায়িত্ব।

এখানে পাবেন:
✔️ সত্যভিত্তিক রিপোর্ট, তৎক্ষণাৎ আপডেট
✔️ স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা
✔️ মাঠের মানুষের কণ্ঠস্বর
✔️ দুর্নীতি, পরিবেশ ও জনস্বার্থে সাহসী প্রতিবেদন

তথ্যের জগতে এক নতুন ধারা আনতে আমরা আসছি।
আপনিও সঙ্গে থাকুন।

ভিজিট করুন: www.DemocraticIndians.in
লাইক দিন | শেয়ার করুন | সাপোর্ট করুন
কারণ, এবার সত্য নিজের জায়গা খুঁজে নেবে।

https://www.youtube.com/live/0rZ4Z5z9vUY?si=1z31YBz1J_Bfm_M7দীঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা
30/04/2025

https://www.youtube.com/live/0rZ4Z5z9vUY?si=1z31YBz1J_Bfm_M7

দীঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা

দীঘায় নবনির্মিত জগন্নাথধামে ২০২৫ সালের ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ভগবান জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার মহাযজ্ঞ। এ....

কালারুস অঞ্চলে এক বাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই বাড়িটির সঙ্গে সন্ত্রাসবাদীদে...
27/04/2025

কালারুস অঞ্চলে এক বাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এই বাড়িটির সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগসূত্র ছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরে এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সম্পর্কিত আধিকারিকরা জানিয়েছেন, তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
পুরো এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহীদ হলেন ৬ প্যারা স্পেশাল ফোর্সের হাভলদার ঝন্টু আলি শেখ।ভারতীয় সেনার গর্বিত সদস্য ছিলেন...
26/04/2025

উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহীদ হলেন ৬ প্যারা স্পেশাল ফোর্সের হাভলদার ঝন্টু আলি শেখ।
ভারতীয় সেনার গর্বিত সদস্য ছিলেন তিনি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের জন্য লড়েছেন।

আজ তাঁর মরদেহ পৌঁছাল নিজের মাটিতে—নদিয়ার পাথরঘাটা গ্রামে। কান্নায় ভেঙে পড়েছে গোটা এলাকা। গর্ব আর বেদনার একসঙ্গে মিশ্র অনুভূতি গ্রামবাসীদের চোখে-মুখে।

দেশ তোমার ঋণী থাকবে চিরকাল, শহীদ ঝন্টু আলি শেখ।

কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর ভারত সরকারের তরফে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়...
26/04/2025

কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর ভারত সরকারের তরফে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার একযোগে পাঁচটি বড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র।

জলশক্তি মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর সিআর পাটিল জানান, পাকিস্তান যাতে ভারতের এক ফোঁটা জলও না পায়, সেই লক্ষ্যে রোডম্যাপ তৈরি হয়েছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দ্রুত নদীর পলি তোলার কাজ শুরু করে নদীর গতিপথ পরিবর্তনের কাজ হবে।

এদিন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “১৯৬০ সালের ভারত-পাকিস্তান সিন্ধু জল চুক্তি কাশ্মীরের প্রতি চরম বৈষম্যমূলক ছিল। আমরা কখনও এই চুক্তির সঙ্গে সহমত ছিলাম না। অবশেষে ভারত সরকার দায়িত্বশীল পদক্ষেপ নিল।”

মোদি সরকারের পাঁচটি প্রধান পদক্ষেপ:

1. সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে।

2. আটারি-ওয়াঘা সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ।

3. পাকিস্তানি নাগরিকদের ভারতের ভিসা প্রদান সম্পূর্ণরূপে বন্ধ।

4. দুই দেশের হাই কমিশনের কূটনীতিক সংখ্যা কমানো।

5. SPES ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ।

ভারতে অবস্থানরত পাকিস্তানি কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা, সেনা ও বায়ুসেনা উপদেষ্টাদেরও ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া বার্তা দিয়ে বলেছেন,
“এই কাপুরুষোচিত হামলার পিছনে যারা আছে, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও তীব্র হবে। কাউকেই ছাড়া হবে না।”

ভারত এবার সন্ত্রাসবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া অবস্থান গ্রহণ করেছে বলে পরিস্কার বার্তা দিয়েছে দিল্লি।

Address


Alerts

Be the first to know and let us send you an email when DI Originals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DI Originals:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share