28/05/2023
জানি কেউ আসবে না !!
এই যে এতো অগোছালো কাজ আর
ব্যস্ততার মাঝে কিছু মুহূর্তের ফাঁক,
পুরোনো ধুলো জমে থাকা বইয়ের তাক, আর
আনমনে তুলে নেওয়া বইয়ের পাতার মাঝে
কোনো এক খুব পরিচিত ফুলের ছাপ, আচমকা ফিরে পাওয়া সেই হৃদয়ের গোপন দাগ,,
ভাসিয়ে নিয়ে যাবে অতীতের ক্ষয়ে যাওয়া স্মৃতির সমুদ্রে আবারও, তোলপাড় হবে ঢেউয়ে ক্ষতবিক্ষত হবে নোনার দাপটে, তখন প্রবল আবেগে আশ্রয় পেতে চাইবে দুটি হাত...
তাও
কেউ আসবে না , জানি জড়িয়ে ধরে কেউ বলবে না ভালোবাসি, খুব !!
(কোনো এক সন্ধ্যায়, আনমনে)
(কাল্পনিক)