13/08/2023
পৃথক রাজ্যের দাবিতে ঐক্যবদ্ধ হলো উত্তরবঙ্গের একাধিক গোৰ্খা, কামতাপুরি ও আদিবাসী সংগঠন, এই কথা জানান কামতাপুর প্ৰগ্ৰেসিভ পাৰ্টি (কে পি পি) র কেন্দ্রীয় প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন। কে পি পির প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন জানান যে আজ বেলা ১২ টার সময় থেকে দাৰ্জিলিঙস্থ গোৰ্খা জনমুক্তি মৰ্চার শিঙিমারির কেন্দ্রীয় কার্যালয়ে কামতাপুর প্রগ্রেসিভ পাৰ্টি (কে পি পি) , জয় বীরসা মুণ্ডা উলগুলন ও গোৰ্খা জনমুক্তি মৰ্চার শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। টানা চার-পাঁচ ঘন্টা জোরা চলা রুদ্ধদ্বার বৈঠকের শেষে উত্তরবঙ্গের কামতাপুরি , গোৰ্খা ও আদিবাসী সংগঠনের শীর্ষ নেতৃত্ব আলাদা রাজ্যের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের মত পোষণ করেন । এ দিনের বৈঠকে কে পি পির তরফে উপস্থিত ছিলেন সভাপতি অধীর চন্দ্র রায়, সহ-সভাপতি বুধারু রায়, প্ৰচার সম্পাদক সন্তোষ কুমার বৰ্মন, সহ-সম্পাদক মনোবেন্দ্ৰ রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য পুলিন রায়, রাজোন রায়, পুষ্পজিৎ রায় আদি প্ৰমুখ নেতৃত্ব; গোৰ্খা জনমুক্তি মৰ্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, কেন্দ্রীয় কমিটির কনভেনার দ্বীপেন্দ্ৰ নীরালা, গোৰ্খা যুব কমিটির সভাপতি রমন রাইর মতোন শীর্ষ নেতারা আর জয় বীরসা মুণ্ডা উলগুলনের পক্ষে হাজির ছিলেন সভাপতি
কমল কুজুরসহ অন্যান্য শীর্ষ নেতারা । এ দিনের বৈঠকে গোৰ্খা, আদিবাসী, কামতাপুরি সংগঠনের সকল নেতৃত্ব একমুখে স্বীকার করেন যে উত্তরবঙ্গে আলাদা রাজ্য করতে হলে ভাগ ভাগ হয়ে থাকিলে চলবে না। তাই তারা কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের বঞ্চনা ও প্ৰতারণা বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজ্যের নামকরণ নিয়ে গোৰ্খা, কামতাপুরি ও আদিবাসী সংগঠনের মধ্যে কোনো ধরনের জটিলতা নেই। তাদের একটাই উদেশ্য আলাদা রাজ্য গঠন করা। তাই লোকসভা নির্বাচনের পূর্বে সারা উত্তরবঙ্গ জুরে আলাদা রাজ্যের দাবিতে তীব্রতর আন্দোলন গড়ে তুলতে মারিয়া কামতাপুরি,গোৰ্খা ও আদিবাসী সংগঠনের শীর্ষ নেতৃত্ব।