Apurba Ghosh

Apurba Ghosh Bringing you all the news from bengal and beyond. Do follow us Facebook to eatch latest update

ডিম- ভাত দিবস , আর মাত্র কয়েক একদিন অপেক্ষা,
10/07/2025

ডিম- ভাত দিবস , আর মাত্র কয়েক একদিন অপেক্ষা,

জল জমেছে তো কি হয়েছে? নৌকাতো চলেনি 😋
09/07/2025

জল জমেছে তো কি হয়েছে? নৌকাতো চলেনি 😋

আজকের গল্প:কর্ম সুত্রে গ্রামের ১৫০ কিলোমিটার দূরের শহরে থাকা । সারাটা দিন চার দেওয়ালে আবদ্ধ , ঠিক যেমন খাঁচার তোতাপাখির...
09/07/2025

আজকের গল্প:

কর্ম সুত্রে গ্রামের ১৫০ কিলোমিটার দূরের শহরে থাকা । সারাটা দিন চার দেওয়ালে আবদ্ধ , ঠিক যেমন খাঁচার তোতাপাখির মত। মালিক খাবার দেয়, জল দেয় কিন্তু উড়তে দেয়না । স্বভাবতই সুযোগ পেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
তো একদিনকার যাত্রা পথের কাহিনী পাঠকদের শেয়ার করচ্ছি। বার টা ছিল শনিবার, মেঘলা আকাশ, গুরি গুরি বৃষ্টি। অফিসে কাজ করতে করতে মনে জেদ উঠলো আমি বাড়ি যাব । কিন্তু ভাগ্যর এমন পরিহাস একটার পড় একটা কাজ আসতেই থাকলো । অন্য দিকে মনের উদ্দিপনা বাড়তে থাকলো।সব শেষকরে কাজ শেষ হলো অন্যদিনের মতো রাত দশটায়।
কিন্তু এতে জেদ আমার কমেনি, বাড়ি যাবো মানে যাবোই। তাই অফিস থেকে বেড়িয়ে শিয়ালদহর উদ্দেশ্য রওনা দিলাম । গিয়ে দেখি দশটা কুঁড়ির ট্রেন বেরিয়ে গেছে পরবর্তী ট্রেন এগারোটা পনেরো। টিকিট কেটে ভেন্ডর বগিতে উঠে পড়লাম।
এবার আসি আসল কাহিনীতে। আগেই বলেছি বৃস্টির দিন, তাই ভেন্ডরে খান দশেক লোক। নিজের সঠিক টাইমে ট্রেনটা ট্রেশন ত্যাগ করলো । এদিকে ট্রেনের ঝুক ঝুক শব্দ বাড়তে থাকচ্ছে, অন্য দিকে বুকের হৃদস্পন্দন বাড়ছে। রাতের ট্রেন, বিভিন্ন রকমের মানুষ, নানান রকম খেয়ালি পনা মস্তিষ্কের কনে বাসা বেঁধেছে। ইতিমধ্যে ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর, আমি আর এক ব্যাবসি বাদে সবাই নেমে পড়লো। আর ভেন্ডার বগির পিছনের গেট দিয়ে উঠলো এক জরাজীর্ণ লোক । এখন বগিতে সামনের দিকে আমি, বিপরীত দিকে বসা থাকে ব্যাবসায়ী, আর পিছনের দরজা তে থাকে ঐ ব্যাক্তি।
উনার দিকে তাকিয়ে থাকি কৌতুহলের সঙ্গে ।ভয় টাও বাড়তে থাকলো ।

কারণ বলে দিই-
লোকটা চাদর গায়ে পড়ে আছে। মুখে খোঁচা ভর্তি দাড়ি, প্যান্টা যেমন ছেঁড়া তেমন নোংরা এবং পয়ে হাতে ফোঁসকা পড়ার মত ছোপ দাগ এর সঙ্গে বিভৎস দূর্গন্ধ। যেটা ঐ ব্যাক্তি উঠতেই বগি টা তে মম করচ্ছে। অপর দিকে এত সিট থাকতেও , নিচে থেবরে বসেছে। এবার অন্য ভয় শুরু হলো। পাড়ার কোনো একদিন বয়স্ক ব্যক্তিদের কাছে শুনেছিলাম ঠাকুর আসলে মিস্টি গন্ধ ছড়ায়,আর আত্মা আসলে দূর্গন্ধ। স্বভাবতই ভয় উল্টো অবস্হান নিল। চোর , ডাকাত , ছিন্তায়ের ছেড়ে ভুতুড়ে ভয় বহন করলো । একবার ভাবচ্ছি উনি পাগল, আবার ভাবচ্ছি অন্য কেউ। পৌছালাম শ্যামবাজার ট্রেন দাঁড়াতেই ব্যবসায়িক নেমে গেল। ভাবনাতে এতটাই মগ্ন ছিলাম ট্রেন থামা, ব্যাবসায়ীক নেমে যাও টের পাইনি। ট্রেন যখন চালু হল তখন বুঝতে পারলাম। এবার ত আমার হার্টবিট ট্রেনের থেকে বেশি গতিতে চলতে শুরু করলো। এদিকে ফোনের ঘড়িতে সাড়ে বারোটার বেজে গেছে। অন্য দিকে আমারো অবস্থা শুকিয়ে এসেছে, ভয় কী ? সেটা এবার উপলব্ধি করচ্ছি। নৌহাটি ক্রসিং-এ আসতেই লোকটা উঠে আস্তে আস্তে আমার দিকে এগোতে থাকে। তখন তো আমার হাত পা শূন্য। কি করবো বুঝতে পারছি না। নৈহাটি তে দাঁড়াতেই আমি যেই নামতে যাচ্ছি , তখনই ঐ ব্যাক্তি পিছন থেকে আওয়াজ দিলো , বাবু ও বাবু একটি বিড়ি হবে? আমি আশ্চর্য ভাবে চেয়ে তাকে বল্লাম আমার কাছে এ সব থাকে না। এই বলে নেমে অন্য বগিতে উঠি । তখন প্রানে জান ফিরে আসলো ।

09/07/2025

Dumdum metro,

30/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

29/06/2025

বর্তমান পরিস্থিতিতে প্রসাদের মানে টাই ভুলে যাচ্ছি।

অনেক ভাবে চিন্তা করেও কমেন্টের বিষয় বুঝতে পারলাম না, কেউ পারলে জানিও🤔🤔🤔
29/06/2025

অনেক ভাবে চিন্তা করেও কমেন্টের বিষয় বুঝতে পারলাম না, কেউ পারলে জানিও🤔🤔🤔

সাত সকালে মজাদার জোকস্
28/06/2025

সাত সকালে মজাদার জোকস্

27/06/2025

কোন একদিন শুনে ছিলাম কলকাতা নিরাপদ শহর । ছিঃছিঃ, ঘৃন্য কাজের ফাঁসি চাই।

22/06/2025

আজ একটা বাস্তব জীবনে কাহিনী নিয়ে আলোচনা করবো

আমার এক বন্ধু, ক্লাস এইটে অকাল পক্ক।
প্রেম, ভালোবাসা, এমনকি মেয়েদের প্রতি তাকানো তত্কালীন সময়ে অপরাধ হিসেবে গণ্য। কিন্তু সে ছিল রোমিও,

রোমিও বলাটাও ভুল, কারন রোমিও মানে একসাথে বহুবচনে চলে, সে তো একটা বচনে চলত।
বুঝতে পারলে নাতো এক বচনের কথা, চলো বুঝিয়ে দিই -
আসলে একজনি ছিল , কিন্তু এক বছর প্রেম দুই বছর ব্রেকাপ ।

যাইহোক না বলা বুদ্ধি মতার কাজ ,
সে এখন বিবাহিত, সংসারে দমকল বাহিনী কে না ডাকা শ্রেয়ো

বন্ধু আমি কিছু বলিনি
তোর বৌ খারাপ ভাবলে
দশ দিবি নি

21/06/2025

তুলে ধরলাম আপনাদের সামনে, এবার চিন্তা আপনাদের,,,,,,, কে ঠিক, কে ভুল।

Address


Telephone

+918512921264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apurba Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apurba Ghosh:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share