
18/08/2024
সম্মানিত শুভাকাঙ্ক্ষীগন,
ঐতিহ্য এবং উৎকর্ষতাকে পাথেয় করে আমরা Growing Seed সংস্থা প্রতি বছরের মতো এবারও আমাদের বার্ষিক মুখপত্র উত্তরনের ১৪ তম সংখ্যা প্রকাশ করতে চলেছি। এতদ উদ্দেশ্যে সকল উৎসাহী লেখকগণকে নিজস্ব লেখা নির্দিষ্ট নিয়মাবলী মেনে নিম্নলিখিত অন্তিম তারিখ এর মধ্যে পাঠাতে অনুরোধ করা হচ্ছে।
*নিজস্ব রচনা পাঠানোর অন্তিম তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ইং।*
• রচনা নিজস্ব ও পূর্বে উত্তরনে বা অন্য কোথাও প্রকাশিত হয়নি এরূপ হতে হবে। পূর্বে প্রকাশিত রচনা কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়।
• উত্তরনের পাঠকবর্গ আট থেকে আশি; উক্ত বিষয় বিবেচনা করে যথাযথ লেখা পাঠাবেন।
• ভাষা মাধ্যম হিসেবে শুধু বাংলা (যে কোনো উপভাষা) গৃহীত হবে।
• অধিকতম শব্দ সংখ্যা - ৩০০০।
• গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, চিঠি ইত্যাদি যে কোনো প্রকার রচনা পাঠানো যেতে পারে।
• যে কোনো ব্যক্তি নিজস্ব রচনা পাঠাতে পারেন; লেখকের জাতি, ধর্ম, বর্ণ, বয়সগত বিভাজনে উত্তরন বিশ্বাসী নয়।
• রাজনৈতিক, ধর্মীয় ও নৈতিক ভেদভাব সৃষ্টিকারী উদ্দেশ্য প্রনোদিত রচনা কোনো অবস্থাতেই গৃহীত হবে না; উক্ত বিষয়ে নিরপেক্ষ যুক্তি ও প্রামাণ্য আলোচনা বিবেচনা সাপেক্ষে প্রকাশিত হতে পারে।
• রচনা প্রকাশনার অথবা বাতিল করার অন্তিম অধিকার শুধুমাত্র সম্পাদক এর। কোনো লেখা বাতিল করার পূর্বে অবশ্যই লেখককে জানানো হবে।
• আপনারা অবগত আছেন যে উত্তরন অবিভক্ত উত্তর ত্রিপুরার অন্যতম ISSN দ্বারা স্বীকৃত সাহিত্যপত্র, সুতরাং অনুগ্রহ করে আন্তর্জাতিক স্তরের মান বজায় রেখে আপনাদের রচনা পাঠাবেন।
লেখা পাঠানোর ঠিকানা:-
অনলাইন:- নিজস্ব লেখার স্ক্যান কপি JPEG অথবা PDF করে এই ঠিকানায় ইমেইল করতে পারেন ([email protected])
অফলাইনে:- Growing Seed এর যে কোনো সদস্যের নিকট লেখা জমা দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে লেখা জমা দেওয়ার পর
৯৮৬২৬৩৬২৩৩ এই নম্বরে লেখা জমা দেওয়ার তারিখ জানানো আবশ্যক।
লেখকগণ পত্রযোগে ও লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা:
Growing Seed, Ashram road, Chandrapur, Dharmanagar, North Tripura- 799251.
(নির্দিষ্ট সময় সীমার পর কোনো অবস্থাতেই রচনা গ্রহণ করা হবে না)।
বি:দ্রঃ- বিজ্ঞাপন প্রকাশে ইচ্ছুক ব্যক্তিবর্গ যোগাযোগ করুন- ৯৮৬২৬৩৬২৩৩
https://www.growingseed.in/uttaran/
বিনীত-
প্রকাশক
উত্তরন