জাগরণ ত্রিপুরা

  • Home
  • জাগরণ ত্রিপুরা

জাগরণ ত্রিপুরা ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যায় জাগরণ–এর নাম৷

ঐতিহ্য বুকে আগলে মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য৷ ১৯৫৪ সালের ২রা অক্টোবর রাজ্যের বুকে আত্মপ্রকাশ ঘটে জাগরণ–এর৷ সূচনাই দৈনিক প্রকাশিত হয়৷ ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যায় জাগরণ–এর নাম৷ সেদিনের একমাত্র দৈনিক সংবাদপত্রটি আজও সগৌরবে প্রকাশিত হচ্ছে৷ কালের বিবর্তনের সাথে জাগরণ–এরও পরিবর্তন হয়েছে৷ এনেছে আধুনিকতার ছোঁয়া৷ যুগের সাথে তাল মিলিয়ে হাত মিলিয়েছে প্রযু িক্ত

র সাথেও৷ এসবের মধ্যে সত্যনিষ্ট খবর পরিবেশনে আজও অবিচল৷ নানা ঘাত–প্রতিঘাত সত্বেও এগিয়ে চলেছে৷ দিনে দিনে বেড়ে চলেছে মানুষের চাহিদা, বেড়েছে গ্রহণযোগ্যতা৷ জাগরণ লক্ষ্যে অবিচল৷

17/02/2025

বিশালগড়, ১৭ ফেব্রুয়ারি : বিশালগড় মহকুমা হাসপাতালের কোয়ার্টার থেকে এক অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার কর.....

17/02/2025

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: ২০২৫-২৬ অর্থবর্ষের সাধারণ বাজেট নিয়ে ত্রিপুরায় শাসক ও বিরোধীদের মধ্যে তরজার লড়াই চরমে পৌছ.....

17/02/2025

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা সহ ৩ দফা দাবিতে ধর্মনগরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে ডিওয়াইএ.....

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : দুর্নীতির অভিযোগে কাজ শুরু করার পর এক দশক পার হয়ে গেলেও আজ পর্যন্ত কমিউনিটি হল ঘর চালু হলো না।...
17/02/2025

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : দুর্নীতির অভিযোগে কাজ শুরু করার পর এক দশক পার হয়ে গেলেও আজ পর্যন্ত কমিউনিটি হল ঘর চালু হলো না। ঘটনা মেলাঘর পূর্ব চন্ডিগড়ের। মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত পূর্ব চন্ডিগড় দুই নাম্বার ওয়ার্ডে তৎকালীন বাম সরকার আমলে ২০১৬ এবং ২০১৭ সালে আর ডি দপ্তর থেকে ৭৫ লক্ষ ৩৫ হাজার ৫১৪ টাকার একটি কমিনিটি হল ঘরের কাজের বরাদ্দ হয়, সময় ছিল মাত্র দশ মাস।...

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : দুর্নীতির অভিযোগে কাজ শুরু করার পর এক দশক পার হয়ে গেলেও আজ পর্যন্ত কমিউনিটি হল ঘর চালু হল....

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা সহ ৩ দফা দাবিতে ধর্মনগরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে ডিওয়াইএফআই এবং ...
17/02/2025

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা সহ ৩ দফা দাবিতে ধর্মনগরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। এদিন মিছিলটি ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী বলেন, রাজ্যে শাসন তলানিতে ঠেকেছে। আইনের শাসন বলতে কিছুই নেই। তাছাড়া, রাজ্যে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। কাজের সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন যুবক যুবতীরা। এদিকে, প্রতিদিন মহাকরণে বসে মন্ত্রীরা যুবক যুবতীদের সাথে প্রতারণা করছেন। তাই বামপন্থী যুব সংগঠন সমাজ পরিবর্তনের লড়াই শুরু করেছে। …...

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা সহ ৩ দফা দাবিতে ধর্মনগরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে ডিওয়াইএ.....

পুরুলিয়া, ১৭ ফেব্রয়ারি (হি.স.): পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত গোবরান্দা গ্রামে আবারও অজানা জন্তুর আক্রমণে ৫টি ভেড়...
17/02/2025

পুরুলিয়া, ১৭ ফেব্রয়ারি (হি.স.): পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত গোবরান্দা গ্রামে আবারও অজানা জন্তুর আক্রমণে ৫টি ভেড়ার মৃত্যু। পাশাপাশি খোঁজ মিলছে না ২টি ভেড়ার। আহত অবস্থায় রয়েছে আরও একাধিক ভেড়া। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশ্চর্যের বিষয় হল, গ্রামের একটি গোয়াল ঘরে গরু,

পুরুলিয়া, ১৭ ফেব্রয়ারি (হি.স.): পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত গোবরান্দা গ্রামে আবারও অজানা জন্তুর আক্রমণে ৫....

ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারি :- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির প্রতিবাদে পথ অবরোধ করে আন্দোলনে বসলো স্কুলের কোমলমতি শিক্ষার...
17/02/2025

ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারি :- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির প্রতিবাদে পথ অবরোধ করে আন্দোলনে বসলো স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। পরে পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। ঘটনা ধর্মনগর মহকুমাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। জানা গেছে, মধ্য রাজনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো একজন ছাত্র ছাত্রী রয়েছে। আর শিক্ষক শিক্ষিকা দুই জন। তার মাঝে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্তকে সংশ্লিষ্ট দপ্তর অন্যত্র বদলি করেছে। সেই খবর শিক্ষার্থীদের মাঝে চাউর হতেই তারা ক্ষোভে ফেটে সোমবার স্কুলের সামনে কুর্তি প্রেমতলা প্রধান সড়কটি অবরোধ করে বসে। প্রতিবাদে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ধর্মনগর কুর্তি পঞ্চায়েতের মধ্যরাজনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়ারা।...

ধর্মনগর, ১৭ ফেব্রুয়ারি :- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির প্রতিবাদে পথ অবরোধ করে আন্দোলনে বসলো স্কুলের কোমলমতি...

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: পূর্ব ও পশ্চিম লুধুয়ায় যাওয়ার রাস্তা সংস্কার কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। ঠ...
17/02/2025

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: পূর্ব ও পশ্চিম লুধুয়ায় যাওয়ার রাস্তা সংস্কার কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। ঠিকাদার ও পূর্ত দপ্তরের আধিকারিকদের অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে এডিসি এলাকার বাসিন্দাদের দাবি ছিল সাব্রুম থেকে লধুয়া যাওয়ার রাস্তার সংস্কার করা হোক। দীর্ঘদিন পর প্রশাসনের তরফ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ক কিন্তু রাস্তা নির্মান থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুনগত মান খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের। এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙ্গে পড়বে।...

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: পূর্ব ও পশ্চিম লুধুয়ায় যাওয়ার রাস্তা সংস্কার কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ তুলেছেন এলাকা....

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : বেশ কিছু দিন যাবৎ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অবশেষে আজ সকালে প্রতিবাদে আমবাসার দক্ষিণ কচ...
17/02/2025

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : বেশ কিছু দিন যাবৎ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অবশেষে আজ সকালে প্রতিবাদে আমবাসার দক্ষিণ কচুছড়া এলাকায় পথ অবরোধে সামিল হয়েছেন প্রমীলা বাহিনী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। অভিযোগ, বেশ কিছু দিন যাবৎ আমবাসা দক্ষিণ কচুছড়া এলাকায় পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে।ফলে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের।এ বিষয় নিয়ে একাধিক বার প্রসাশনকে জানানো হলেও কোনো কর্নপাত করেননি। …...

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : বেশ কিছু দিন যাবৎ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অবশেষে আজ সকালে প্রতিবাদে আমবাসার দক....

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: জিবি বাজারকে যানজট মুক্ত রাখতে যৌথ অভিযানে নামে ট্রাফিক দপ্তর। আজ ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আরে...
17/02/2025

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: জিবি বাজারকে যানজট মুক্ত রাখতে যৌথ অভিযানে নামে ট্রাফিক দপ্তর। আজ ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আরের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিমের অভিযানে নামে। তাছাড়া, এদিন বেআইনিভাবে গাড়ি পাকিং করার জন্য মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে। এদিন ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আর বলেন, জিবি বাজারের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত বাজারের যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। তাতে যানযট সৃষ্টি হচ্ছে।...

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: জিবি বাজারকে যানজট মুক্ত রাখতে যৌথ অভিযানে নামে ট্রাফিক দপ্তর। আজ ট্রাফিক আধিকারিক সুধাম্...

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : রাজধানীর উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে আজ রাজবাড়ী সংলগ্ন এলাকায় পথচলতি মানুষদের মধ্যে জ...
17/02/2025

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : রাজধানীর উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে আজ রাজবাড়ী সংলগ্ন এলাকায় পথচলতি মানুষদের মধ্যে জৈব মশা নিরোধক ব্যবহারের সুফল সম্পর্কে প্রচারপত্র বিলি করা হয়েছে। স্বেচ্ছাসেবীরা পথচলতি মানুষদের মধ্যে কোনরকম রাসায়নিক পদার্থ ব্যবহার না করে জৈব উপায়ে মশার উপদ্রব কম করার বিষয়ে সচেতন করেন। কলেজের এনএসএস ইউনিটের এই প্রচার অভিযানের মূল লক্ষ্য হল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। প্রসঙ্গত, কিছু নাগরিক ইচ্ছাকৃতভাবে ড্রেনে আবর্জনা ফেলে নর্দমার জল আটকে দিচ্ছেন। এর ফলে মশা বংশবৃদ্ধি করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করা।...

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : রাজধানীর উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে আজ রাজবাড়ী সংলগ্ন এলাকায় পথচলতি মানুষদে....

Address


Alerts

Be the first to know and let us send you an email when জাগরণ ত্রিপুরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জাগরণ ত্রিপুরা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share