বালার্ক পত্রিকা

  • Home
  • বালার্ক পত্রিকা

বালার্ক পত্রিকা পুরুলিয়া জেলার ছাত্রছাত্রীদের নিজস?

২৩ জানুয়ারি পর্যন্ত লেখা নেওয়া হবে.......
05/01/2024

২৩ জানুয়ারি পর্যন্ত লেখা নেওয়া হবে.......

বালার্ক সাহিত্য পত্রিকার  সদস্য আমাদের আদরের বোন মনামী দেওঘরিয়ার দাদার মুখে আমরা হাসি দেখতে চাই........ আমাদের বন্ধুত্ব...
28/12/2023

বালার্ক সাহিত্য পত্রিকার সদস্য আমাদের আদরের বোন মনামী দেওঘরিয়ার দাদার মুখে আমরা হাসি দেখতে চাই........ আমাদের বন্ধুত্বের তালিকায় থাকা প্রত্যেকটি বন্ধুকে সাহায্যের অনুরোধ জানাচ্ছি ....... সাধ্যমত সাহায্য করুন

জেলার ছাত্রছাত্রীরা হাতে তুলে নিচ্ছে বালার্ক পত্রিকা .......... আপনিও হাতে নিয়ে দেখতে পারেন .........১৯৯৯ সালে যার পথচল...
24/12/2023

জেলার ছাত্রছাত্রীরা হাতে তুলে নিচ্ছে বালার্ক পত্রিকা .......... আপনিও হাতে নিয়ে দেখতে পারেন .........১৯৯৯ সালে যার পথচলা শুরু ......

রাজা মেনন পরিচালিত  'পিপ্পা' নামক ছবিতে এ আর রহমান সুরারোপিত কবি নজরুল ইসলামের রচনা "কারার ঐ লৌহ কপাট..." গানটির বিকৃত স...
11/11/2023

রাজা মেনন পরিচালিত 'পিপ্পা' নামক ছবিতে এ আর রহমান সুরারোপিত কবি নজরুল ইসলামের রচনা "কারার ঐ লৌহ কপাট..." গানটির বিকৃত সুরারোপ সম্পর্কে সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর বিবৃতি

"ইতিমধ্যেই গোটা দেশ অবহিত যে 'অস্কার' জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান সম্প্রতি "পিপ্পা" নামক হিন্দি চলচ্চিত্রে বিশ্ববন্দিত কবি নজরুল ইসলামের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে কালজয়ী রচনা "কারার ঐ লৌহকপাট" গানটির উপর নতুন করে সুরারোপ করেছেন যা মূল সুর থেকে সম্পূর্ণ পৃথক। যদিও আজও মূল গানটি জনমানসে যে আবেগ অনুভূতি ও প্রেরণা সঞ্চার করে নতুন করে সুরারোপিত গানটি তা করতে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে সমাজমাধ্যমে এই গানের বিরোধিতা করে বহু মানুষ তাদের বক্তব্য জানাচ্ছেন।আমরা মনে করি যেকোনও শিল্পের নান্দনিকতা সমাজ পরিবেশ থেকেই উদ্ভুত। সমাজের চাহিদা আকাঙ্খা তাই শিল্পে প্রতিভাত হয়। নজরুল ইসলামের মূল গানটির প্রেক্ষাপটও তাই। পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার জন্য লড়াইয়ে নিবেদিত সৈনিক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ব্রিটিশ পুলিশ কর্তৃক ১৯২১ সালের ১০ই ডিসেম্বর কারারুদ্ধ হন। এই ঘটনার পর দেশবন্ধু'র সহধর্মিনী বাসন্তী দেবী দেশবন্ধু সম্পাদিত 'বাঙ্গলার কথা' পত্রিকার দায়িত্বভার গ্রহন করেন ও সুকুমাররঞ্জন দাশের মাধ্যমে নজরুল ইসলামকে একটি কবিতা লেখার অনুরোধ জানান। নজরুল সেই অনুরোধ স্বীকার করে "ভাঙার গান" শীর্ষক কবিতাটি লেখেন। এই কবিতায় পরবর্তীতে তিনি সুর দেন এবং তা দেশাত্মবোধক গান রূপে গোটা দেশের স্বাধীনতাকামী মানুষকে ভীষণভাবে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে। সেই সময় হুগলি জেলে স্বদেশী আন্দোলনের সাথে জড়িত বন্দি এবং অন্যান্য বন্দিদের সাথে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই গানটি গাইতেন বলে জানা যায়। তৎকালীন ব্রিটিশ প্রশাসন এই গানটির ব্যাপ্তি লক্ষ্য করে সারাদেশে গানটিকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে এই গানের সুরে ও কথায় পরাধীনতার যন্ত্রনা থেকে মুক্তির যে আকাঙ্খা সেদিন ফুটে উঠেছে তা সেদিনের মতন আজও এদেশের প্রত্যেক মানুষকে আন্দোলিত করে। এ আর রহমানের নতুন সুরে সে আবেদন কোথায়! ঐতিহাসিক ভাবেই হয়ত তা করা সম্ভব নয়। ফলে সমাজের প্রত্যেকটি মানুষের কাছে এমন একটি বিখ্যাত সৃষ্টিকে সংগীত পরিচালক এ আর রহমান পুনর্নিমান করতে গিয়ে নিজের যে দক্ষতাকেই ব্যবহার করে থাকুন না কেন, আদপে এই কালজয়ী গানটির ইতিহাসকে অস্বীকার করেছেন এবং গানটির যে আবেদন এবং তার মূল নির্যাসকে অপমান করেছেন!

সামাজিক মাধ্যমে গানটি প্রকাশিত হওয়ার পর ইতিমধ্যেই বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সংগীত প্রেমী মানুষ, সংগীত অনুরাগী মানুষ এবং সচেতন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক এর প্রতিবাদ করেছেন। আমাদের দেশের স্বনামধন্য প্রবীন শিল্পী থেকে শুরু করে আধুনিক গানের এই সময়ের প্রখ্যাত শিল্পীরাও এই কাজটির নিন্দা জানিয়েছেন। আমরা 'সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনী' দ্ব্যার্থহীনভাবে এ আর রহমান সহ সম্পূর্ণ ফিল্মের সাথে যুক্ত সকল ব্যক্তির এহেন কর্মকাণ্ডের প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও সংগীত পরিচালকের কাছে নতুন সুরারোপিত এই গানটি অবিলম্বে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি এবং চলচ্চিত্রটির প্রয়োজন হলে মূল সুর ও ভাব অক্ষুন্ন রেখে এবং প্রাসঙ্গিকতাকে বিবেচনায় রেখে গানটি পরিবেশনের দাবি জানাচ্ছি।

01/08/2023

শ্রদ্ধা

দেশের মুখ উজ্জ্বল করা কন্যার দল (মহিলা কুস্তিগিররা) তাদের প্রতি হওয়া যৌন হেনাস্থা বিচার চাইতে রাস্তায় নেমেছে। দেশের শা...
30/05/2023

দেশের মুখ উজ্জ্বল করা কন্যার দল (মহিলা কুস্তিগিররা) তাদের প্রতি হওয়া যৌন হেনাস্থা বিচার চাইতে রাস্তায় নেমেছে। দেশের শাসক দোষীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার পরিবর্তে আন্দোলনকারীদের উপরেই নামিয়ে এনেছে রাষ্ট্রীয় সন্ত্রাস।এই ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের সাথে পথে নামল ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত সাহিত্য পত্রিকা বালার্কের সদস্যরা। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় পুরুলিয়া শহরের ভগৎ সিং মোড় থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত একটি মোমবাতি মিছিল হয়।

Address


Telephone

+919547432346

Website

Alerts

Be the first to know and let us send you an email when বালার্ক পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share