Firdousi Begum

Firdousi Begum Member - West Bengal Legislative Assembly | 151 Sonarpur Uttar AC | All India Trinamool Congress

আজ কামালগাজীতে অনুষ্ঠিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সম্পর্কিত অনুষ্ঠান। পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহে সকল মানুষকে ট্...
08/07/2025

আজ কামালগাজীতে অনুষ্ঠিত হয় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সম্পর্কিত অনুষ্ঠান। পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহে সকল মানুষকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে অবগত রাখতে এবং তাদের সকলকে দায়িত্বশীল নাগরিক রূপে তাদের কর্তব্য সম্পর্কে অবগত করতে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বারুইপুর পুলিশ জেলা, নরেন্দ্রপুর ট্র্যাফিক গার্ড। আজকের এই সভায় উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলা সুপারিন্টেন্ডেন্ট (SP) শ্রী পলাশ চন্দ্র ঢালি মহাশয়, রাজপুর সোনারপুর পৌরসভার পৌর-প্রধান পারিষদ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়, এডিশনাল এস.পি জোনাল ও হেডকুয়ার্টার এবং নরেন্দ্রপুর থানা এবং সোনারপুর থানার অফিসার-ইন-চার্জ ও পুলিশ এর বিভিন্ন আধিকারিকগণ। সকল নাগরিকরা সুরক্ষিত রূপে চলাফেরা করুন এবং সকলের চলার পথকে নিরাপদ রাখুন এই আমাদের প্রার্থনা।

হজ ফেরত সকল যাত্রীদের সুরক্ষিত হজ যাত্রার শুভেচ্ছা জানাতে আজ উপস্থিত ছিলাম বিমান বন্দরে। হজ ফেরত যাত্রীদের সুরক্ষিত হজ য...
08/07/2025

হজ ফেরত সকল যাত্রীদের সুরক্ষিত হজ যাত্রার শুভেচ্ছা জানাতে আজ উপস্থিত ছিলাম বিমান বন্দরে। হজ ফেরত যাত্রীদের সুরক্ষিত হজ যাত্রার অভিজ্ঞতা শ্রবণ করে এবং তাদের সকলের সাথে সাক্ষাৎ করতে পেরে আমি আপ্লুত এবং গর্বিত যে আমরা সফল রূপে সকল হজ যাত্রীদের যাত্রা সম্পন্ন করার আমাদের এই কর্মসূচিকে সফল করতে পেরেছি।

SAFE DRIVE SAVE LIFEমাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ আমরা "সেফ ড্রাইভ, সেভ লাইফ” দিবস পালন করছি। ...
08/07/2025

SAFE DRIVE SAVE LIFE

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ আমরা "সেফ ড্রাইভ, সেভ লাইফ” দিবস পালন করছি। পথ-নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা এবং সকলের নিরাপদে পথচলা সুনিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


08/07/2025
৩৫ নং ওয়ার্ডের বিজন কানন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়েছে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র। আজকের এই ব্যস্ততার যুগে আ...
06/07/2025

৩৫ নং ওয়ার্ডের বিজন কানন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত হয়েছে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র। আজকের এই ব্যস্ততার যুগে আমরা প্রায়শই ভুলে যাই নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে। পর্যাপ্ত পরিমাণে ঘুম, পুষ্টিকর খাবার, দূষণমুক্ত পরিবেশ ও চিন্তামুক্ত জীবন, এই সবই কি আমরা সব সময় মেনে চলতে পারি? না, পারি না। পেরে ওঠাটা সব সময় সম্ভবও নয়। তাই প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে এবং রোগের বীজ গোড়াতেই নির্মূল করতে। সেই কারণে আজকের এই স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের উদ্যোগে আমরা আপ্লুত। অদূর ভবিষ্যতে বহু এরকম অনন্য উদ্যোগের সাক্ষী আমরা হতে পারব, এই আমাদের কামনা। কুর্নিশ জানাই সেই সকল মানুষদের, যারা আজও তাদের মনুষ্যত্ব বোধকে জীবিত রেখেছেন।

৩০ নং ওয়ার্ডের লস্করপুর জাগৃতি সংঘে আজ অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা সকলেই এই সত্যটির সাথে অবগত যে মানব জন...
06/07/2025

৩০ নং ওয়ার্ডের লস্করপুর জাগৃতি সংঘে আজ অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা সকলেই এই সত্যটির সাথে অবগত যে মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। আর এই শ্রেষ্ঠ জন্মের শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান, যার কোনও বিকল্প নেই। আমাদের দান করা এক ফোঁটা রক্ত একজন মানুষকে ফিরিয়ে দিতে পারে তার প্রাণ, এবং বাঁচার সুযোগ করে দিতে পারে। জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষকে মানবিকতার ভিত্তিতে একত্রিত করে এই সর্বশ্রেষ্ঠ দান।

আসুন আমরা সকলে এগিয়ে আসি এই মহৎ উদ্দেশ্যকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে এবং গড়ে তুলি এক সুন্দর ভবিষ্যৎ যেখানে সকল মানুষ একে অপরের সাহায্যে এগিয়ে আসতে সর্বদা তৎপর।

৩০ নং ওয়ার্ডে আজ, রামকৃষ্ণনগর বয়েজ ক্লাব দ্বারা আয়োজিত হয় রক্তদান শিবির। বিজ্ঞানের বিকাশের মাধ্যমে আজ আমরা পৃথিবীর স...
06/07/2025

৩০ নং ওয়ার্ডে আজ, রামকৃষ্ণনগর বয়েজ ক্লাব দ্বারা আয়োজিত হয় রক্তদান শিবির। বিজ্ঞানের বিকাশের মাধ্যমে আজ আমরা পৃথিবীর সকল প্রান্তে থাকা মানুষের সঙ্গে যুক্ত হতে সক্ষম। এবং সেই বিজ্ঞান আমাদের সুযোগ করে দিয়েছে সকল মানুষের কাছে প্রয়োজনের সময় রক্ত পৌঁছে দিতে। এই রক্তদান শিবিরগুলির মাধ্যমে বিশুদ্ধ রক্ত পৌঁছে যাবে সেই সকল মানুষের কাছে, যাদের জীবন নির্ধারণ করবে এক বিন্দু রক্ত। আজকের এই সমাজে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আসুন, আমরা সকলে স্বেচ্ছায় এগিয়ে আসি এবং আমাদের ক্ষুদ্র অবদানের মাধ্যমে বাঁচিয়ে তুলি অন্তত একটি অমূল্য প্রাণ।

হজ ফেরত সকল যাত্রীদের সুরক্ষিত হজ যাত্রার শুভেচ্ছা জানাতে আজ উপস্থিত ছিলাম বিমান বন্দরে। হজ ফেরত যাত্রীদের সাথে সাক্ষাৎ ...
04/07/2025

হজ ফেরত সকল যাত্রীদের সুরক্ষিত হজ যাত্রার শুভেচ্ছা জানাতে আজ উপস্থিত ছিলাম বিমান বন্দরে। হজ ফেরত যাত্রীদের সাথে সাক্ষাৎ করতে পেরে আমরা আপ্লুত এবং গর্বিত যে আমরা সফল রূপে সকল হজ যাত্রীদের যাত্রা সম্পন্ন করার উদ্যোগে সফল হতে পেরেছি।

Address

Narendrapur

Alerts

Be the first to know and let us send you an email when Firdousi Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Firdousi Begum:

Share