Sports Zone Birampur

  • Home
  • Sports Zone Birampur

Sports Zone Birampur স্পোর্টস জোন বিরামপুর পেইজে আপনাকে স্বাগতম।
খেলাধূলার সকল আপডেট জানতে পেইজটি ফলো করে রাখুন

স্পোর্টস জোন বিরামপুর আপনাদের সকলের জন্যে উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি পাবেন বিভিন্ন ধরণের খেলাধুলার আপডেট, তথ্য, খবর, এবং আরও অনেক কিছু। আমাদের লক্ষ্য হলো সকলকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠন করা।

খেলাধুলা শুধু শারীরিক বিকাশের জন্যই নয়, মানসিক বিকাশের জন্যও অপরিহার্য। খেলাধুলার মাধ্যমে আমরা শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ, স্পোর্টসম্যানশিপ, সহযোগিতা, এবং

আরও অনেক গুরুত্বপূর্ণ গুণাবলী শিখতে পারি। খেলাধুলা আমাদেরকে সুস্থ রাখে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, এবং জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস যোগায়।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা আমাদেরকে মাদকের বিষণ্ণতা থেকে দূরে রাখে এবং সুস্থ ও আনন্দময় জীবনযাপনের অনুপ্রেরণা যোগায়। খেলাধুলার মাধ্যমে আমরা সকলে একত্রিত হতে পারি, জাতিসত্তা, ধর্ম, বর্ণ নির্বিশেষে।

সুন্দর সমাজ গঠনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি, পারস্পরিক শ্রদ্ধা-বোধ তৈরি করতে পারি, এবং একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠন করতে পারি।

স্পোর্টস জোন বিরামপুর আপনাদের সকলকে খেলাধুলার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানায়। আমাদের পেইজে আপনি পাবেন বিভিন্ন ধরণের খেলাধুলার আপডেট, তথ্য, খবর, এবং আরও অনেক কিছু। আমরা আশা করি, স্পোর্টস জোন বিরামপুর আপনাদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে সহায়তা করবে।

আমাদের সাথে থাকুন, খেলাধুলার সাথে থাকুন, সুন্দর সমাজ গঠনে অংশীদার হোন।

এই পেইজে আপনি কী কী পাবেন:

*বিভিন্ন ধরণের খেলাধুলার সর্বশেষ আপডেট, খবর, এবং ফলাফল।
*খেলাধুলার বিভিন্ন নিয়ম-কানুন, টিপস, এবং কৌশল।
*খেলাধুলা সম্পর্কিত আকর্ষণীয় তথ্য, গল্প, এবং প্রবন্ধ।
*বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার তথ্য।
*খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনের উপর আলোচনা।

আমাদের লক্ষ্য:

*সকলকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা।
*খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন করা।
*বিভিন্ন ধরনের খেলাধুলার আপডেট, তথ্য,খবর,শেয়ার করা।

**📣 সুখবর! সুখবর! সুখবর!  বিরামপুর লিজেন্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২৬ - ৫ম আসর শুরু হচ্ছে! 🏏***আসসালামু আলাইক...
16/08/2025

**📣 সুখবর! সুখবর! সুখবর!
বিরামপুর লিজেন্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২৬ - ৫ম আসর শুরু হচ্ছে! 🏏**

*আসসালামু আলাইকুম প্রিয় লিজেন্ড খেলোয়াড়বৃন্দ,*
আনন্দের সাথে জানাচ্ছি যে *ভিক্টর স্পোর্টিং ক্লাব* এর আয়োজনে বহুল প্রতীক্ষিত
*“বিরামপুর লিজেন্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫/২৬”* এর ৫ম আসরের *খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রম* শুরু হতে যাচ্ছে!

📅 *ফরম বিতরণ শুরু*: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার
📍 *স্থান*: নির্ধারিত বুথ (বিস্তারিত শিগগির জানানো হবে)

🎯 যারা এবারের আসরে অংশগ্রহণ করতে ইচ্ছুক, দয়া করে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন।
⚠️ এবার রেজিস্ট্রেশন হবে *বিভিন্ন বুথের মাধ্যমে*, যাতে সবাই সহজে রেজিস্ট্রেশন করতে পারেন ইনশাআল্লাহ।

🗣️ বিস্তারিত তথ্য খুব শীঘ্রই *মাইকিং / অনলাইন / BLSCC গ্রুপ* সহ সব প্ল্যাটফর্মে জানানো হবে।
ততদিন আমাদের সাথেই থাকুন!

নিবেদক:*
ভিক্টর স্পোর্টিং ক্লাব
ইসলামপাড়া, বিরামপুর, দিনাজপুর।

#

হামজা চৌধুরীর অসাধারণ একটি গোল!!!
14/08/2025

হামজা চৌধুরীর অসাধারণ একটি গোল!!!

13/08/2025
গতকাল রাতে কাতার থেকে বাংলাদেশের ফুটবলে একটি সুসংবাদ এসেছে।সিরিয়ান ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে  এএফসি চ্যালেঞ্জ ক...
13/08/2025

গতকাল রাতে কাতার থেকে বাংলাদেশের ফুটবলে একটি সুসংবাদ এসেছে।সিরিয়ান ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে বসুন্ধরা কিংস। এই ম্যাচের একটি বিশেষ আকর্ষন ছিল খেলার ৬৬ মিনিটের সময় বসুন্ধরা কিংস এর হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন বহুল আলোচিত প্রবাসী তারকা ফুটবলার কিউবা মিচেল।কিউবা মিচেল মাঠে নামার সাথে সাথে প্রবাসী দর্শকরা গগনবিদারী উল্লাসে ফেটে পড়েন। তবে ঢাকার মাঠে কিরগিজ ক্লাবের কাছে ২-০ গোলে হেরে ঢাকা আবাহনী বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে।

11/08/2025

বিরামপুর উপজেলার প্রতিভাবান বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য জরুরী তথ্য : প্রথম বিশ্বকাপ দলের অধিনায়ক এবং অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এর নেতৃত্বাধীন বর্তমান ক্রিকেট বোর্ড কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে সারাদেশে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার জন্য দেশব্যাপী বিশেষ প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। এবারের প্রোগ্রাম একটি বিশেষত্ব হলো অনুর্ধ ১৪/১৬/১৮ এই তিন ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে। অতীতে এই ধরনের খেলোয়াড় বাছাই কর্মসূচি শুধু জেলা পর্যায়ে অনুষ্ঠিত হত।কিন্তু এবার প্রথম বারের মতো উপজেলা পর্যায়ে কিংবা ২/৩ টি উপজেলা মিলে খেলোয়াড় বাছাই প্রোগ্রাম কর্মসূচী চলমান রয়েছে। আমরা জানতে পেরেছি, দিনাজপুর জোনকে তিনটি ভাগ করে খুব শীঘ্রই বয়সভিত্তিক ট্রায়াল অনুষ্ঠিত হবে। আমাদের বিরামপুর উপজেলার সম্ভাবনাময় তরুন ক্রিকেটাররা তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তবে অবশ্যই প্রস্তুতি মূল ক্রিকেট এর সেটে করতে হবে। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পরবর্তী আপডেট পেতে Sports Zone Birampur এর পর্দায় চোখ রাখুন।।

মো: মুশফিকুর রহমান লিটন
ব্যবস্থাপনা পরিচালক
Sports Zone Birampur

অতীতের কোনো বিসিবির প্রেসিডেন্ট এর কাছে এভাবে ক্রিকেট ভাবনা কখনো দেখি নাই।ক্রিকেট এর আমূল পরিবর্তন ঘটাতে হলে বুলবুল ভাইক...
08/08/2025

অতীতের কোনো বিসিবির প্রেসিডেন্ট এর কাছে এভাবে ক্রিকেট ভাবনা কখনো দেখি নাই।ক্রিকেট এর আমূল পরিবর্তন ঘটাতে হলে বুলবুল ভাইকে দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকা প্রয়োজন।

বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আয়াত বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন কর্তৃক আয়োজিত   ব...
08/08/2025

বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আয়াত বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন কর্তৃক আয়োজিত বয়সভিত্তিক জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগতায় প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে। দেশব্যাপী প্রতিযোগীদের মধ্যে লড়াই করে ছোট্ট সোনামণি আয়াতের এই অসামান্য অর্জনে Sports Zone Birampur এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে আমরা তার সাফল্য কামনা করছি।

বাংলাদেশ প্রথম বারের মতো এশিয়ান কাপ ফুটসালে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে সম্প্রতি ইরানী কোচের  তত্ব...
07/08/2025

বাংলাদেশ প্রথম বারের মতো এশিয়ান কাপ ফুটসালে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে সম্প্রতি ইরানী কোচের তত্বাবধানে উন্মুক্ত ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। ট্রায়ালে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ক্যাম্প শেষে আজ বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের প্রাথমিক চুড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে।উক্ত তালিকায় রয়েছেন ঢাকার মাঠের পরিচিত মুখ দিনাজপুরের তারকা ফুটবলার সৈয়দ আবরার সাগর( সাগর সরকার)। সাগর এর জন্য শুভকামনা রইল। উল্লেখ্য যে, বিরামপুরের তারকা গোলকিপার শিশির ও সাগর বিকেএসপির একই ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মানুষের শখ কত বিচিত্র ধরনের!!! অনেকের অনেক ধরনের শখ রয়েছে। কিন্তু বিভিন্ন ধরনের জার্সি সংগ্রহ করা কারো যে শখ হতে পারে সে...
05/08/2025

মানুষের শখ কত বিচিত্র ধরনের!!! অনেকের অনেক ধরনের শখ রয়েছে। কিন্তু বিভিন্ন ধরনের জার্সি সংগ্রহ করা কারো যে শখ হতে পারে সেটা একজনকে না দেখলে বিশ্বাস করা যেতনা।। বিরামপুরের যেকোনো ক্রিকেট টুর্নামেন্ট এর দলগুলোর জার্সি কিনে সংগ্রহ করা একজন মানুষের এক ধরনের শখ।সেই ধারাবাহিকতায় সম্প্রতি বিরামপুর সরকারি কলেজ মাঠে শুরু হওয়া " আল বেরুনী স্যার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ টি দলের জার্সি গাটের পয়সা খরচ করে সংগ্রহ করেছেন তিনি। এই ব্যক্তিটি হলেন বিরামপুর ঈদগাহ আবাসিক এলাকা নিবাসী চকহরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: শহীদুল্লাহ্ কায়সার (রুশো) স্যার।উল্লেখ্য যে, তিনি বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং Sports Zone Birampur এর ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান লিটন স্যারের বাল্যবন্ধু।

আগামী দিনে বাংলাদেশের তারকা ফুটবলার!!! দেশের আনাচে-কানাচে এই রকম অসংখ্য প্রতিভাবান  ক্রীড়াবিদ ছড়িয়ে ছিটিয়ে আছে।কিন্তু তা...
05/08/2025

আগামী দিনে বাংলাদেশের তারকা ফুটবলার!!! দেশের আনাচে-কানাচে এই রকম অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ ছড়িয়ে ছিটিয়ে আছে।কিন্তু তাদের যথাযথ নার্সিং এর অভাবে কত প্রতিভা হারিয়ে যায়....

03/08/2025

দিনাজপুর আন্ত:উপজেলা শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ৫ আগস্টের পরিবর্তে উদ্বোধন হবে ২৯ আগস্ট।

বিরামপুরের গর্ব ফুটবলার তানভীর। তিনি ইতিমধ্যে বয়সভিত্তিক জাতীয় দলে ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব  পালন করেছেন। নতুন মৌসুমে ...
03/08/2025

বিরামপুরের গর্ব ফুটবলার তানভীর। তিনি ইতিমধ্যে বয়সভিত্তিক জাতীয় দলে ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব পালন করেছেন। নতুন মৌসুমে বসুন্ধরা কিংস, অনুর্ধ্ব ২৩ এবং জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে নিজেকে প্রস্তুত করছেন।

𝗣𝗹𝗮𝘆𝗲𝗿 𝗧𝗼 𝗪𝗮𝘁𝗰𝗵: 𝗧𝗮𝗻𝘃𝗶𝗿 𝗛𝗼𝘀𝘀𝗮𝗶𝗻 👀

অ-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ রক্ষণে বড় ভরসা হতে পারেন তানভীর হোসেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোতে নিয়মিত খেলার সঙ্গে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে তার। বয়সভিত্তিক দলের পাশাপাশি এশিয়ান গেমসের দলে ছিলেন তিনি। যদিও অসুস্থতার কারণে মূল দলে থাকা হয়নি।

২১ বছর বয়সী তানভীর হোসেন খেলেন সেন্টার ব্যাক পজিশনে। দলের প্রয়োজনে ফুল ব্যাক হিসেবেও খেলতে পারেন। বল প্লেয়িং ডিফেন্ডার হিসেবে সবার নজর কেড়েছেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জের জার্সিতে ১২ ম্যাচ খেলে ২টি গোলও করেছেন। অবশ্য ডিফেন্ডার হিসেবে গোল করার চাইতে গোল আটকানোতে বেশি মনোযোগী ছিলেন। মৌসুমের প্রায় পুরোটা সময় বিদেশি ডিফেন্ডার ছাড়া খেলা রহমতগঞ্জে আস্থার প্রতীক হয়ে ছিলেন।

তানভীরের ফিজিক্যালিটি, ম্যান মার্কিং, ইন্টার্সেপসন, ব্লকিং ও ট্যাকেলিং অ্যাবিলিটি সবার প্রশংসা কুড়িয়েছে। একইসঙ্গে তার নেতৃত্বগুণ বাড়তি অ্যাডভান্টেজ। নতুন মৌসুমে তাকে দেখা যাবে বসুন্ধরা কিংসের জার্সিতে। প্রতিভাবান ও নির্ভরযোগ্য ডিফেন্ডারকে বাংলাদেশ অ-২৩ দলে দেখা এখন সময়ের দাবি। এর আগে বয়সভিত্তিক দলে খেলা ও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এবং ঘরোয়া ফুটবলের সাম্প্রতিক পারফরম্যান্স - দিয়ে মিলিয়ে তানভীর হোসেন হতে পারেন অ-২৩ দলের অন্যতম বড় ভরসা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Zone Birampur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share