
21/02/2025
"তারে আমি চোখে দেখিনি,তার অনেক গল্প শুনেছি
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালবেসেছি!"
অল্প না,,,ভীষণ ভাবে ভালবাসি তাকে,,,মানে কাঞ্চনজঙ্ঘা কে।
কাঞ্চনজঙ্ঘাকে কে না ভালোবাসে তাই না?🏞️🗻🏔️😍
আচ্ছা এমন এক জায়গায় আপনারা যদি যান কেমন হবে যেখানে সারি সারি পাইন গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে।সারাদিন মেঘ-রোদ্দুরের লুকোচুরি চলে সেখানে। দার্জিলিংয়ের কাছেই রয়েছে সুন্দর এই জাঁকজমকহীন পাহাড়ী গ্রাম, হ্যা লামাহাট্টার কথাই বলছি।🏠🌿🏞️🗻🏔️🌲
এই গ্রামেই রয়েছে আমাদের Lamahatta Asha Aani Homestay । এখানে রয়েছে আমাদের ৯ টি সুসজ্জিত রুম। ৭ টি কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আর ২ টি পাইন ভিউ রুম।লামহাট্টা ইকো পার্ক থেকে ৬-৭ মিনিট হাঁটাপথ দূরত্বে। আমাদের এই হোমস্টে। 🌲🌲🕊️
এখানে আপনি পেয়ে যাবেন সুস্বাদু জলখাবার, লাঞ্চ, সন্ধ্যার স্নাক্স চা আর ডিনার।🍲🍱🍛🍜
এখানে ব্যালকনিতে বসে দেখতে পাবেন চারপাশে উঁচু-উঁচু সবুজ পাহাড়। সে পাহাড়ের মাথায় সাদামেঘ উড়ছে। যেন ইচ্ছে হলেই সে মেঘ ধরা যায়। দৃশ্যগুলো সত্যিই চোখ জুড়ানোর মতো।☁️🪟🌲🗻
নীল আকাশে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। এই দৃশ্য দেখার জন্য মরিয়া থাকেন সকলেই । খুব কম লোকের কপালেই জোটে এমন মনোরম দৃশ্য দেখার। কিন্তু সেই বিরল দৃশ্য অনায়াসেই দেখতে পাবেন আমাদের হোমস্টে থেকে ঘরে বসে জানলার পর্দা একটু টুক করে সরিয়েই। হ্যা অবশ্য যদি না আকাশের মুখ ভার থাকে।☁️🌲🏔️🗻🏞️❤️
একধারে পাইন দাঁড়িয়ে মেঘেদের সাথে ছোয়াছুয়ি খেলছে আরেক দিকে
চায়ের কাপ হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি কিন্তু আলাদাই।☕🗻🏔️🪟☁️
এখান থেকে আপনি দেখে নিতে পারেন তাকদহ, তিনচুলে, ত্রিবেণী, পেশক টি গার্ডেন, লাভার্স পয়েন্ট, গুম্বাদারা ভিউ পয়েন্ট।🗻🏞️🏞️🏞️
যাক আর কথা বাড়িয়ে লাভ নেই, বাকিটা না হয় আপনারা এসেই দেখে নিন তারপর আপনারাই বলবেন কেমন লাগলো।😊🤗🙏
For more details please contact us 👇
🟡 Sudipta Ghosh- 8910557399
🟡 Akash Rana - 8902734907
✉️[email protected]
💙 Plan Your Journey 💙
Address - Upper Lamahatta, 9th Mile, Darjeeling 734213
Kolkata Ofc addres : 15/1/1 Jogmaya Devi Lane , Howrah 711101