10/07/2025
A tribute to the man who dreamed in volts and thundered in silence
সে এক উন্মত্ত সময় —
যেখানে বিজ্ঞান ছিল কেবল জ্ঞানের নয়, ক্ষমতার মঞ্চ।
প্রতিটি নতুন আবিষ্কার ছিল একেকটি অদৃশ্য বোমা,
আর বৈদ্যুতিক তারগুলো —
ছিল চোখে না-দেখা যুদ্ধরেখা,
যার ভেতর দিয়ে প্রবাহিত হতো আগামীর রাজনীতি
সেই যুগেই, এক অদ্ভুত নিঃসঙ্গ মানুষ জন্ম নিয়েছিলেন।
নাম নিকোলা টেসলা।
নিকোলা টেসলা কি শুধুই একজন বিজ্ঞানী?
না, তিনি ছিলেন তার থেকেও অনেক বেশি কিছু —
একজন স্বপ্নদ্রষ্টা মানুষ যাঁর স্বপ্নের ফল লাভ করছেন আজকের বিশ্বের প্রতিটি মানুষ ।
🧠 যখন সবাই দেখছিল বর্তমান , তিনি দেখছিলেন ভবিষ্যৎ।
১৮৫৬ সালে জন্ম নেওয়া এই সার্বিয়ান প্রতিভা বুঝেছিলেন,
যে বিদ্যুৎ কেবল বাতি জ্বালাতে নয়,
এটি পারবে পৃথিবীকে জয় করতে।
পারবে শত কিলোমিটার দূরে আলো পাঠাতে,
বেতার সংযোগ ঘটাতে,
এমনকি মেশিনকে মস্তিষ্ক ছাড়াই চালাতে।
সে যুগে যেখানে মানুষ "কারেন্ট" শব্দেই আঁতকে উঠতো,
টেসলা তখন অল্টারনেটিং কারেন্ট (AC) নিয়ে গবেষণা করছিলেন।
আর এই AC সিস্টেমই আজ আমাদের ঘরের প্রতিটি সুইচের পেছনে বসে থাকা ঈশ্বর।
💡 তাঁর কাজের ছায়া আজও আমাদের জীবনে—
কিন্তু তাঁর নাম, দুর্ভাগ্যবশত, ইতিহাসের পেছনের পাতায়।
🔸 রিমোট কন্ট্রোল
🔸 এক্স-রে ইমেজিং
🔸 রেডিও ও বেতার যোগাযোগ
🔸 ইন্টারনেট ও ওয়্যারলেস পাওয়ার-এর ধারণা
সবকিছুই একসময় তাঁর গবেষণায় উঠে এসেছিল —
তবুও দুঃখের বিষয় এটাই যে বিশ্ব তাঁকে চিনলো না ঠিকমতো।
তিনি হারালেন ব্যবসায়,
হারালেন সম্মান,
শেষজীবনে নিউ ইয়র্কের এক হোটেল রুমে নিঃসঙ্গ মৃত্যু হলো তাঁর —
কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত স্বপ্ন হারাননি ।
©SmartBengali
নিকোলা টেসলা ছিলেন ঠিক সেই পাখিটির মতো,
যে মাটি ছুঁয়ে জন্ম নেয়, কিন্তু তার চোখ সদা আকাশের দিকে।
যার ডানা ছিল কল্পনার আগুনে ঝলসে উঠা,
আর যার বাসা ছিল ভবিষ্যতের বাঁকে বাঁকে…
তিনি ছিলেন বাস্তবের বিজ্ঞানী, কিন্তু স্বপ্ন দেখতেন সময়ের সীমানা ছাড়িয়ে।
জীবনের বহু জায়গায় ছিলেন নিঃসঙ্গ, উপেক্ষিত,
তবুও তাঁর মাথার ভেতর চলত এক অদৃশ্য বিপ্লব।
🔌 এডিসন যখন আলোর উৎসবে নিজের নামের আলো ঝলমলে করছিলেন,
টেসলা তখন নিঃশব্দে লড়ছিলেন এমন এক জগৎ গঠনের জন্য,
যেখানে মানুষ আলো জ্বালাবে বোতাম না ছুঁয়েই,
তথ্য পাঠাবে তারহীন সীমানায়…
রেডিওর ইতিহাসে সবাই হয়তো শুনেছে মার্কোনির নাম,
কিন্তু টেসলাই তো সেই মানুষ, যিনি আগে থেকেই এই প্রযুক্তির পেটেন্ট করে রেখেছিলেন —
যার সত্যতা পরে আদালতেও স্বীকৃতি পায়।
📱 আজ পুরো পৃথিবী যখন মোবাইলে কথা বলে ,
আপনি রিমোটে টিভি চালান ,
ওয়াই-ফাই দিয়ে ক্লাস করেন বা স্ক্রল করতে করতে এই লেখাটা পড়ছেন —
তখন আপনি আসলে হাঁটছেন সেই রাস্তায়,
যেটা বহু বছর আগে টেসলা একা হাতে আঁকতে শুরু করেছিলেন।
পুরো মানব জাতি যে আজকের প্রযুক্তিতে বাঁচছে ,
কিন্তু সেটা সম্ভব হয়েছে এক মানুষের ‘আগামীকাল’ নিয়ে কল্পনার জন্য।
তিনি একবার বলেছিলেন—
“The present is theirs; the future, for which I really worked, is mine.”
আজ বুঝি, তিনি ভুল বলেননি।
©SmartBengali
🙏 শ্রদ্ধা, নিকোলা টেসলা।
আপনি আমাদের সময়ের নয়,
সময়ের ঊর্ধ্বে থাকা এক ঈশ্বরীয় বুদ্ধির নাম।
Smart Bengali পক্ষ থেকে,
আপনার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা।
©SmartBengali
Written by- Shankha Jana
#বাংলায়বিজ্ঞান #বাংলা #সাইন্স #বিজ্ঞানী