01/09/2025
“নকল করতে গেলে মাথা ঘুরে যাবে!”
ফিলিপাইনের একটা স্কুল দেখিয়ে দিল, নকল ঠেকাতে কেবল কড়া শাসন না, স্মার্ট ডিজাইনও যথেষ্ট!
👉 তাদের নতুন MCQ উত্তরপত্র একেবারেই out-of-the-box—
অপশনগুলো সাজানো আছে ঘড়ির কাটার মতো স্পাইরাল বৃত্তে।
ফলাফল?
পাশের বেঞ্চ থেকে উঁকি মেরে দেখলেই মাথা চক্কর খাবে। 🤯
মিলিয়ে নিতে গিয়ে ধরা পড়া একদম নিশ্চিত!© Smart Bengali
আরও মজার ব্যাপার হলো—
🔄 প্রতিটা শিটে উত্তর ঘুরে অন্য দিক থেকে শুরু হতে পারে।
তাহলে? পুরনো কপি-পেস্টের ট্রিকস একেবারেই কাজ করবে না!
যদি ভুল লাইনে টিক দেন —পুরো অ্যালাইনমেন্ট সরে যাবে!
📌 অনেকেই বলছে, এটাই চিটিং রুখতে ডিজাইনের বাস্তব উদাহরণ।
📌 কেউ কেউ তুলনা করছে আগের রঙ/ভার্সন বদলে দেওয়ার কৌশলের সাথে,
কিন্তু মানতেই হবে—স্পাইরাল শিট একেবারেই চোখ ধাঁধানো!
💡 এখন প্রশ্ন হলো—
বাংলার স্কুল-কলেজে এমন স্পাইরাল আন্সার শিট চালু হলে কি নকল কমবে?
নাকি প্রশ্নের অর্ডার-শাফলই বেশি কাজের হবে?
নিজের মতামত কমেন্ট করুন —
হয়তো আপনার আইডিয়াই শিক্ষা ব্যবস্থায় নতুন দিক আনতে পারে!
© Smart Bengali
#বিজ্ঞানেরগল্প #গণিতেররঙ্গে