কাণ্ডারী সাহিত্য পত্রিকা ও প্রকাশন

  • Home
  • India
  • Chandipur
  • কাণ্ডারী সাহিত্য পত্রিকা ও প্রকাশন

কাণ্ডারী সাহিত্য পত্রিকা ও প্রকাশন ।।আপনার আমার আমাদের সাহিত্যধারা।।
The literary door of dreams.

কাণ্ডারীশারদ বন্দনা সংখ্যা ১৪৩২দ্বিতীয় বর্ষ • দ্বিতীয় সংখ্যাবিষয় : শারদ• কবিতা : অনধিক ১৬লাইন• অনুগল্প : অনধিক ৮০শব্দ...
08/08/2025

কাণ্ডারী
শারদ বন্দনা সংখ্যা ১৪৩২
দ্বিতীয় বর্ষ • দ্বিতীয় সংখ্যা

বিষয় : শারদ

• কবিতা : অনধিক ১৬লাইন
• অনুগল্প : অনধিক ৮০শব্দ
• ছোটগল্প : অনধিক ২৫০শব্দ
• প্রবন্ধ : অনধিক ৫০০শব্দ
• হাতে আঁকা ছবি : পেন্সিল স্কেচ

লেখা পাঠানোর নিয়ম:

• ইমেইল ব্যতীত অন্য কোনো মাধ্যমে লেখা বা ড্রয়িং গ্রহণ করা হবে না। লেখা বা ড্রয়িং পাঠানোর পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া বাধ্যতামূলক।
• অপ্রকাশিত লেখা মেইল বডিতে টাইপ করে পাঠাতে হবে। লেখা হতে হবে শারদ বিষয়ক। লেখার শেষে লেখক-লেখিকার নাম, ফোন নম্বর, ঠিকানা থাকা আবশ্যক।
• অপ্রকাশিত ড্রয়িং মেইলে ডকুমেন্ট ফাইলে পাঠাতে হবে। ড্রয়িং হতে হবে শারদ বিষয়ক। ড্রয়িংয়ের মধ্যে স্বাক্ষর থাকা বাধ্যতামূলক এবং সাথে ড্রয়িংয়ের নাম অথবা ক্যাপশন(দিলে ভালো হয়), শিল্পীর নাম, ফোন নম্বর, ঠিকানা থাকা আবশ্যক।
• প্রত্যেক শিল্পী যেকোনো একটি বিভাগের ওপর নিজ শিল্পকর্ম প্রেরণ করতে পারেন।
• কোন বিভাগের ওপর লেখা প্রেরণ করছেন সেটি সাবজেক্ট বডিতে উল্লেখ করতে হবে। নয়তো তা বাতিল বলে গণ্য হবে।
• লেখা পাঠানোর শেষ দিন ২৫শে আগস্ট।
• লেখা পাঠানোর পর অটোমেটিক প্রাপ্তি স্বীকার মেইল পাবেন।
• ৫ই সেপ্টেম্বরের পর থেকে মনোনয়ন শুরু হবে।
• আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। পত্রিকা সংগ্রহ করতে চাইলে ক্রয় করে নিতে হবে(বাধ্যতামূলক নয়)। বাড়িতে সংগ্রহ করলে কুরিয়ার চার্জ নিজেকেই বহন করতে হবে।
• পত্রিকা প্রকাশের সম্ভাব্য কাল অক্টোবর মাস।

[বি.দ্র. : কান্ডারী সাহিত্য পত্রিকার পাশাপাশি একটি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। পত্রিকা থেকে আগত লভ্যাংশ সমাজসেবার কাজে নিয়োজিত হবে।]

লেখা পাঠানোর ঠিকানা : [email protected]

দপ্তর : দিবাকরপুর, চন্ডীপুর, পূর্ব মেদিনীপুর, ৭২১৬৫৬
চলভাষ : ৮০১৭৪৭১৫৯৬

কাণ্ডারী সাহিত্য পত্রিকা ও প্রকাশন
#কাণ্ডারী_সাহিত্য_পত্রিকা
#কাণ্ডারী_শারদ_বন্দনা_সংখ্যা_১৪৩২

সব পাপের অনুতাপ সন্ধ্যায় হবেসম্পাদনা : রবিশঙ্কর তালধী ও অঙ্কিতা বিশ্বাস বিষয় : উন্মুক্ত [বিঃদ্রঃ : পাপ-পুন্য বিষয়ক লে...
04/08/2025

সব পাপের অনুতাপ সন্ধ্যায় হবে
সম্পাদনা : রবিশঙ্কর তালধী ও অঙ্কিতা বিশ্বাস

বিষয় : উন্মুক্ত [বিঃদ্রঃ : পাপ-পুন্য বিষয়ক লেখা সর্বাগ্রে মনোনয়নের অন্তর্ভুক্ত হবে।]

কবিতা : অনধিক ২০লাইন
অনুকবিতা : অনধিক ৮লাইন(দুটো দিতে হবে)
ছোটোগল্প : অনধিক ২০০শব্দ

লেখা পাঠানোর ঠিকানা : 8335926855

-:লেখা পাঠানোর নিয়মাবলী:-

• হোয়াটসঅ্যাপ ব্যতীত অন্য কোন মাধ্যমে লেখা গ্রহণ করা হবে না। লেখা পাঠানোর পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া বাধ্যতামূলক।
• অপ্রকাশিত লেখা হোয়াটসঅ্যাপ বডিতে টাইপ করে পাঠাতে হবে। বানান ও যতিচিহ্নের প্রতি সতর্ক হয়ে যথোপযুক্ত ফর্ম্যাটে (শিরোনাম -> লেখক-লেখিকার -> সম্পূর্ণ লেখা) পাঠাতে হবে। লেখার শেষে ফোন নম্বর থাকা আবশ্যক।
• লেখা পাঠানোর শেষ দিন ১০ই অগাস্ট। লেখা মনোনীত হলে ১১ই অগাষ্ট জানিয়ে দেওয়া হবে।
• আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। ১কপি বই অগ্রিম ক্রয় করে নেওয়া বাধ্যতামূলক। মূল্য ১৮০/-।
• লেখক-লেখিকাদের জন্য থাকছে মেডেল, অফিসিয়াল সার্টিফিকেট ও ক্রয় করে রাখা বই।

• বইটি আইএসবিএন যুক্ত হার্ড বোর্ড বাইন্ডিং হবে এবং একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হবে।

ধন্যবাদান্তে,
রবিশঙ্কর তালধী ও অঙ্কিতা বিশ্বাস
সম্পাদকদ্বয়, সব পাপের অনুতাপ সন্ধ্যায় হবে
যোগাযোগ : 8335926855

কাণ্ডারী সাহিত্য পত্রিকা ও প্রকাশন
Kandari Social welfare Trust কাণ্ডারী
াপের_অনুতাপ_সন্ধ্যায়_হবে
#কাণ্ডারী_প্রকাশন

মনের গহীনে বাসা বেঁধে থাকা স্বপ্নগুলো যখন বাস্তবাকাশে উড়তে গিয়ে বারবার বাঁধা প্রাপ্ত হয়, ঠিক তখন থেকেই শুরু হয় ঘুরে ...
03/08/2025

মনের গহীনে বাসা বেঁধে থাকা স্বপ্নগুলো যখন বাস্তবাকাশে উড়তে গিয়ে বারবার বাঁধা প্রাপ্ত হয়, ঠিক তখন থেকেই শুরু হয় ঘুরে দাঁড়ানো। একা থাকা, সবকিছু একা করার জেদ।

গত ২৭শে জুলাই কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২। অনুষ্ঠানে অতিথি আসন অলঙ্কৃত করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন মহাশয়, বিশিষ্ট সাহিত্যিক পুলক রায় মহাশয়,‌ বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী মহাশয়। কাণ্ডারী বৈশাখী সংখ্যা ১৪৩২ সহ বিভিন্ন বই প্রকাশ, সাহিত্য সম্মাননা ও কবিতাপাঠে মুখর ছিল বিপ্লবী নলিনী গুহ সভাগৃহ।

সকল লেখক-লেখিকা-শিল্পীদের জানাই অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা। বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই তাঁদের, যাঁরা চেষ্টা করেছিল কর্ণধারের সাথে সহ প্রকাশকের মতবিরোধ করিয়ে দিয়ে কাণ্ডারীকে লক্ষ্যভ্রষ্ট করার।‌ বিশেষ ভাবে ধন্যবাদ জানাই তাঁদের, যাঁরা ছলে-বলে-কৌশলে কাণ্ডারীর পথ দুর্গম করার চেষ্টায় রত।

সবশেষে এই ছবির প্রত্যেক সদস্যদের জন্য শুধু ভালোবাসা। কিছুজন অনুষ্ঠানের আগে অনেক কাজ করেছো, কিছুজন অনুষ্ঠানের দিন। প্রত্যেককে ভালোবাসা জেনো।

যে বিশেষ মানুষদ্বয় এই ফ্রেমে নেই যাদের জন্য এমন একটা আলোকচিত্র ফ্রেম সংহতি’৩২-এর স্মৃতির স্মারক হয়ে রইল এবং অনুষ্ঠানে সকল মুহুর্ত বন্দী থাকলো সেই ফোটোগ্রাফার ভ্রাতৃদ্বয়ের জন্য অনেকটা ভালোবাসা। অনেক বড়ো হও তোমরা। শুভেচ্ছা রইল।

পরিশেষে বলবো, প্রথমবার দায়িত্ব নিয়ে সবটুকু করার চেষ্টা করেছি, বাকিটা আপনারা আলোকিত করেছেন। অনেক ভুল-ত্রুটি ছিল, নিজগুনে ক্ষমা করার অনুরোধ রইল।

#কাণ্ডারী_প্রকাশন
#সংহতি

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এ কাণ্ডারী সাহিত্য সম্মা...
02/08/2025

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এ কাণ্ডারী সাহিত্য সম্মাননা ১৪৩২-এর মুহূর্ত।🌿

#সংহতি
#কাণ্ডারী_প্রকাশন

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এ কবিতাপাঠ ও কবিতাপাঠ সম...
02/08/2025

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এ কবিতাপাঠ ও কবিতাপাঠ সম্মাননা মুহূর্ত।🌿

#সংহতি
#কাণ্ডারী_প্রকাশন

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এ কাণ্ডারী বৈশাখী সংখ্যা...
01/08/2025

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এ কাণ্ডারী বৈশাখী সংখ্যা ১৪৩২ প্রকাশ মুহূর্ত।🌿

#সংহতি
#কাণ্ডারী_প্রকাশন

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এ উদয়ন সংকলন প্রকাশ, সম...
01/08/2025

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এ উদয়ন সংকলন প্রকাশ, সম্পাদক বরণ, সম্মাননা জ্ঞাপন সহ লেখক-লেখিকাদের সংকলন সম্মাননা ও কবিতাপাঠ সম্মাননা জ্ঞাপন মুহূর্ত।🌿

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এর একক বই প্রকাশ, লেখক ব...
01/08/2025

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এর একক বই প্রকাশ, লেখক বরণ ও সম্মাননা জ্ঞাপন মুহূর্ত।🌿

প্রকাশিত বইগুলি হল:-
১। দাইয়ান আলি খান রচিত ‘সফলতা’
২। সৌমিতা মন্ডল রচিত ‘সৃষ্টি’
৩। দাইয়ান আলি খান রচিত ‘ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী’
৪। রিঙ্কু মন্ডল রচিত ‘শুন্যে আনন্দ’

সংগ্রহে জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এর অতিথি বরণ মুহুর্ত।অতি...
31/07/2025

গত ২৭শে জুলাই’২৫ বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠিত কাণ্ডারী আয়োজিত প্রথম এককানুষ্ঠান সংহতি’৩২-এর অতিথি বরণ মুহুর্ত।
অতিথি আসন আলো করে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন মহাশয়, বিশিষ্ট সাহিত্যিক পুলক রায় মহাশয় ও বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী মহাশয়।🌿

কাণ্ডারী প্রকাশন আয়োজিত সংহতি’৩২ অনুষ্ঠানে, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, সাহিত্যিক ও সা...
26/07/2025

কাণ্ডারী প্রকাশন আয়োজিত সংহতি’৩২ অনুষ্ঠানে, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী ও সাহিত্যিক পুলক রায় মহাশয়।

স্থান : বিপ্লবী নলিনী গুহ সভাগৃহ
তারিখ : ২৭শে জুলাই ২০২৫
সময় : সকাল ১১টা থেকে দুপুর ৩টে

#সংহতি
#কাণ্ডারী_প্রকাশন

তাহলে ওই কথায় রইল...আগামীকাল বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নতুন বইয়ের প্রকাশ, সাহিত্য সম্...
26/07/2025

তাহলে ওই কথায় রইল...
আগামীকাল বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত নতুন বইয়ের প্রকাশ, সাহিত্য সম্মাননা, নবীন-প্রবীন লেখক-লেখিকাদের কবিতাপাঠ নিয়ে সকলের সাথে দেখা হচ্ছে।
সবান্ধবে সকলে আসুন। দেখা হোক, কথা হোক। ভালো লাগবে।🌿

অনুষ্ঠান স্থানের লোকেশন👇

https://g.co/kgs/nHGqYty

#সংহতি
#কাণ্ডারী_প্রকাশন

পায়ে পায়ে এক বছর... #জন্মদিন #কাণ্ডারী_প্রকাশন
23/07/2025

পায়ে পায়ে এক বছর...

#জন্মদিন
#কাণ্ডারী_প্রকাশন

Address

Chandipur

Opening Hours

Monday 10am - 10pm
Tuesday 10am - 10pm
Wednesday 10am - 10pm
Thursday 10am - 10pm
Friday 10am - 10pm
Saturday 10am - 10pm
Sunday 10am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাণ্ডারী সাহিত্য পত্রিকা ও প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category