25/10/2025
ফাতেমা (রাঃ) কে দাওয়াত না দেওয়ায় খাবার পাথর হওয়ার ঘটনা || ফাতেমা (রাঃ) এর কষ্টের কাহিনী
আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর কন্যা ফাতেমা (রাঃ) ছিলেন জান্নাতের নারীদের সর্দার। একদিন তার বোন কুলসুম তাঁর বাড়িতে দাওয়াতের আয়োজন করলেন, কিন্তু ফাতেমা (রাঃ) কে দাওয়াত না দেওয়ার কারণে সেই ঘরে এক অলৌকিক ঘটনা ঘটে! সমস্ত খাবার মুহূর্তেই পাথরে পরিণত হয়ে গেলো! কেন এবং কি কারনে হয়েছিলো, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর প্রিয় বান্দাদের অবমাননা কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়।
📖 ইসলামী ইতিহাসের আলোকে এক বিস্ময়কর কাহিনী
• ফাতেমা (রাঃ)-এর মর্যাদা ও অলৌকিক ঘটনা
• ফাতেমা (রাঃ) এর কষ্টের কাহিনাই
• হজরত মুহাম্মদ (সাঃ) ও ফাতেমা (রাঃ) এর অলৌকিক ঘটনা