07/09/2025
ব্যালট পেপার
সাঁতারু মাছের চোখে তাকাল বৃদ্ধটি
এমন ভোটের দিন নিমেষে উদ্ভিদ হয়ে গেল।
নাম কি তোমার? বাবু, মংলু পাহান!
তার কণ্ঠস্বরে এই আদিবাসী ভোটকেন্দ্র মহুয়ার জনশ্রুতি শোনে
আমি চিত্রকর, আমি নির্বাচন-কর্মচারী, তর্জনী শনাক্ত করি তার
গভীর জলের রং বৃদ্ধের শরীরে,
তাকে স্রোতের শাসক মনে হয়
হাতে তার শালপাতা, ভাত, তাড়ি, টাঙ্গি আর ব্যালট পেপার। - রণজিৎ দাশ