04/08/2025
ইসলামের দ্বীতিয় প্রাণকেন্দ্র মদীনা তৈয়বা সেখানে অবস্থিত ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু ইউনিভার্সিটি "মদীনা ইসলামিক ইউনিভার্সিটি" আজকে দ্বিতীয় বারের মতো অত্র ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ।
যে কোনো ডিপার্টমেন্টে গিয়ে ঘুরে দেখা বা কথা বলার জন্য পরিচিত ব্যাক্তিত্ব /ব্যাক্তিত্ব সম্পূর্ণ কেউ সঙ্গী হলে সব জায়গায় কথা বলা বা দেখার কোনও খামতি থাকে না। আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়া এবং সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার সৌভাগ্য হয়েছে যার মাধ্যমে তিনি আমাদের পশ্চিমবঙ্গের গর্ব শাইখ (ডক্টর) আব্দুর রহমান বিন লুৎফুল্ হক মাদানী হাফেযহুল্লাহ।
ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি স্বতন্ত্র আল্লামা নাসিরউদ্দিন আলবানী, সালেহ বিন হুমাইদ দানকৃত লাইব্রেরী সহ সমস্ত ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখার সৌভাগ্য হয় আলহামদুলিল্লাহ।
অন্যদিকে আমাদের সবার প্রিয় , বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজ মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস মদীনা ইসলামিক ইউনিভার্সিটির সঙ্গে মুয়াদেলা সম্পূর্ণ হয়েছে। শাইখ আব্দুর রহমান আল আদিল মাদানী হাফেযাহুল্লাহ্ পূর্ব থেকে এমাদাতুল কবুল ওয়াত তাসজিল অফিসের সাবেক মুদির এবং বর্তমান প্রধান কর্মকর্তা ডক্টর রাবেহ আব্দুল্লাহ আল আওফী হাফেযাহুল্লাহ্ যার সময়ে সালাফিয়ার মুয়াদালা হয়েছিল তাঁর সঙ্গে বৈঠকের সুযোগ করে দেন।
নির্ধারিত সময়ের আগেই আমরা অফিসের সামনে পৌঁছে যায় এবং বিস্তারিত আলোচনা হয়।
তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেন এবং আব্দুর রহমান আল আদিল মাদানীর প্রতি তার অগাধ ভালোবাসা এবং আন্তরিকতা আমরা হাড়ে হাড়ে অনুভব করেছি এক পর্যায়ে তিনি বলেন আব্দুর রহমান আমার ছেলে। আলহামদুলিল্লাহ্ মনে খুব তৃপ্তি হলো এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আশ্বস্ত করলেন। যে কোনো সুবিধা, অসুবিধা আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে আলোচনা করতে বললেন আমরা অত্যন্ত আনন্দিত হলাম।
এদিকে আব্দুর রহমান বিন লুতফুল হক মাদানীর ব্যক্তিত্ব তাদের কাছে তার প্রভাব অনুভব করে যাচ্ছিলাম ,আমার টিমের উপস্থিতিতে আব্দুর রহমান ভাই মাদ্রাসা প্লাস এলাকা, এক্টিভিটিস স্পষ্ট করে তুলে ধরেন আলহামদুলিল্লাহ।
অতঃপর বর্তমান রাইস ডক্টর আইমানের সঙ্গে মাদ্রাসার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন ।তিনি আমাদের অনেক পরামর্শ দেন,যেগুলো পরামর্শ আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগী হবে ইনশা আল্লাহ।
দীর্ঘ্য সময় অতিবাহিত করে আমরা শাইখের সঙ্গে ফিরে আসি অন্যান্য বিষয় নিয়ে,ভুল ত্রুটি সংশোধন করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শাইখের সঙ্গে অনেক আলোচনা হয় মসজিদে নববিতে।
পরবর্তীতে আমাদের প্রিয় বন্ধুবর শাইখ হাসানুজ্জামান মাদানী (মালদা)শাইখের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করি।
আমাদের ইচ্ছা আছে কিন্তু আমরা শিশু ,আর্থিক অনটন সব মিলিয়ে টেনে উঠতে পারছি না ।যে কারণে বার বার হোঁচট খাচ্ছি।
মাশায়েখদের ক্ষমার দৃষ্টিতে দেখার, ভুল ত্রুটি সংশোধন করে আমাদের উৎসাহ দেওয়ার, সঙ্গে থাকার এবং দুয়া করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
আল্লাহ মাদ্রাসা সালাফিয়াকে কবুল করুন আমীন এবং সঙ্গী সাথী সকলকে দুনিয়া ও আখেরাতের কল্যাণে কবুল করুন আমীন।