
06/03/2025
এই অসাম্য ও অন্যায়ের বিশ্বে ন্যায় ও মুক্তির সংগ্রামের শরিক Towards a New Dawn পত্রিকা দীর্ঘসময় ধরে পশ্চিম বাংলা থেকে প্রকাশিত হয়েছে। বর্তমান বিশ্বের জটিল ও বহুমাত্রিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে, গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মনোজ্ঞ, তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ বিশ্লেষণ বাংলাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি বলেই আমরা মনে করছি। সেই প্রয়াসের অংশ হিসাবেই আমাদের নব্যতম উদ্যোগ - সংবেদ। আশা রাখি, বাংলায় প্রকাশিত এই সমাজ-রাজনৈতিক পত্রিকাটি সচেতন পাঠকের সমর্থন লাভ করবে।
***সংবেদ***
মূল্যঃ পঞ্চাশ টাকা
পত্রিকা পাওয়া যাবে ধ্যাণবিন্দু, কলেজ স্ট্রীট, কলকাতা।
অথবা যোগাযোগ করুন সৌরদীপ্ত +91 99037 63658