Kolkata News - The Nation

  • Home
  • Kolkata News - The Nation

Kolkata News - The Nation "Kolkata News - The Nation" is Kolkata based [24×7 Hours] Online Facebook News Page.

৫-৪-২৪বিভিন্ন ঘটনায়, এর সতর্ক বিএসএফ জওয়ানরা,পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তে অপারেশনের দায়িত্ব পালন করার সময়, মাদক...
06/04/2024

৫-৪-২৪
বিভিন্ন ঘটনায়, এর সতর্ক বিএসএফ জওয়ানরা,পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তে অপারেশনের দায়িত্ব পালন করার সময়, মাদক চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে এবং ৮৪০ বোতল ফেনসিডিল,৩৩ পলিব্যাগ ফিশ পিন(মূল্য ৪.৫ লক্ষ্য টাকা)&০৮ বোতল মদ সহ একজন চোরাকারবারীকে আটক করেছে।

০১-০৪-২০২৪ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে,  এর  সতর্ক বিএসএফ জওয়ানরা আই সি পি পেট্রাপোল এ সোনা পাচারের প্রচেষ্টাকে  ব্যার্...
01/04/2024

০১-০৪-২০২৪
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, এর সতর্ক বিএসএফ জওয়ানরা আই সি পি পেট্রাপোল এ সোনা পাচারের প্রচেষ্টাকে ব্যার্থ করে ₹৩৫.৭ লক্ষ্য টাকার মূল্যের ০২ টি সোনার চুড়ি ( ওজন ৫১৪.৪৯০ গ্রাম)সহ একজন ট্রাক চালককে আটক করে ।
#জয়হিন্দ

গত ৯ বছর ধরে আমার বাবা দাদা দিদিরা সবাই মিলে জোর করে বহরমপুরে নিয়ে যায়ডাক্তার বারংবার বারণ করা সত্ত্বেও শোনেন নাএছাড়া...
01/11/2023

গত ৯ বছর ধরে আমার বাবা দাদা দিদিরা সবাই মিলে জোর করে বহরমপুরে নিয়ে যায়
ডাক্তার বারংবার বারণ করা সত্ত্বেও শোনেন না

এছাড়া আমার বাবা মালদা Medicine shop থেকে ট্যাবলেট ও কুমেদপুর থেকে হোমিওপ্যাথি মেডিসিন কিনে নিয়ে আসে

ফেব্রুয়ারি মাসে আমি জানতে পেরেছি

আর সেটা খাবারে ও জলে use করা হয়

এমনকি আমাকে জোর করে মেডিসিনও খাওয়া না হয় আর না খেলে আমাকে হুমকিও দেওয়া হয়

আমাকে ঘর বন্দি ও সমাজ বন্দী করেও রাখা হয় এবং বাড়ি থেকে বের হলেই আমাকে হুমকিও দেওয়া এমনকি সমাজের লোকেরাও !

মারধরও করা হয়

এছাড়া আমাকে বহরমপুরে পাগল খানাতেও ভরা হয়েছে

এটাও বলেছে আমাকে রাঁচিতে ছয় বছরের জন গাগল খানাতে ভরবে
আমার বাবা বলে তুমি মেডিসিন খাও আমি তোমাকে মাসে ১৫০০০ টাকা দেবো

আর আমার সঙ্গে কেউ মিসলে বা আমাকে কেউ সাহায্য করলে তাকে হুমকিও দেওয়া হ

আমার বাবা-মা আমাকে সারা জীবন একলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমার দাদা দিদি চায়না যে আমার বিয়েটা কোনদিনও হোক
একলা পেয়ে সব জায়গাতেই আমার দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে

আর এই মেডিসিন দিয়েই ধীরে ধীরে আমার শরীরটাকে নষ্ট করানো হয়


আর আমাদের Property তো বেশ ভালই আছে

আমি জানি আমার দাদা দিদি আমাকে প্রান থেকে মেরেই ছাড়বে সে যে কোন উপায়ে হোক !

আমি পেশায় একজন শিক্ষক
আমার বাড়ি গৌরীপুর, রঘুনাথপুর ,ধরমপুর ,মানিকচক - মালদা

(Phani Majhi @ https://www.facebook.com/profile.php?id=100019241174793 )

আজ দক্ষিণেশ্বর কালিবাড়ির প্রতিষ্ঠা দিবস।🙏🙏🙏১৮৫৫ সালের ৩১শে মে (বাংলা ১৮ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার)পূণ্য স্নানযাত্রার দিনে দক...
01/06/2023

আজ দক্ষিণেশ্বর কালিবাড়ির প্রতিষ্ঠা দিবস।🙏🙏🙏
১৮৫৫ সালের ৩১শে মে (বাংলা ১৮ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার)
পূণ্য স্নানযাত্রার দিনে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন লোকমাতা রাণী রাসমণি দেবী। ১৮৪৭ সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে শেষ হয় ১৮৫৫-খ্রীস্টাব্দে।
আট বছর ধরে প্রায় নয় লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয়ে একশ ফুটেরও বেশি উঁচু এই নবরত্ন মন্দিরের স্থাপত্যশৈলী দেখার মতো।
স্বপ্নাদেশ পাওয়ার পর রানী রাসমণি কাশি যাত্রা বাতিল করে মন্দির নির্মাণের তোরজোড় শুরু করেন।
১৮৪৭ সালে গঙ্গার পূর্ব তীরে দক্ষিনেশ্বর গ্রামে পঞ্চান্ন হাজার টাকার বিনিময়ে ষাট বিঘা জমি কেনা হয়। আট বছর সময় লেগেছিল মন্দির সম্পূর্ণ হতে। ১৮৫৫ সালের ৩১শে মে স্নানযাত্রার দিন মন্দির প্রতিষ্ঠার দিন ধার্য হয়। সেই সময়ের সমাজের ন্যায়বাগীশ নীতি পন্ডিতদের বাঁধা বিঘ্ন কাটিয়ে এক পুণ্য লগ্নে মহাসমারোহে এখানে দেবী ভবতারিনী মূর্তি প্রতিষ্ঠা করা হয়।
মন্দিরটি দক্ষিণমুখী । একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্হাপিত । গর্ভগৃহে একটি রূপোর সহস্রদল পদ্মের উপর ভবতারিনী কালীমূর্তি প্রতিষ্ঠিত । একখন্ড পাথর কুঁদে তৈরি হয়েছে দেবী মূর্তি। শাক্ত-বৈষ্ণব-শৈব বিবাদ-বিরোধের মধ্যে সমন্বয়ের ভাবনা ও বিবাদ-বিসংবাদের উর্ধ্বে সংহতির এক মূর্ত প্রতীক হল দক্ষিনেশ্বর ভবতারিণী কালীমন্দির।
বর্ধমান জেলার দাঁইহাটের নবীন ভাস্বর ছিলেন মূর্তির কারিগর।
এখানে নিত্যপুজার ও নিত্য নৈবেদ্য নিবেদনের ব্যবস্থা আছে। কিন্তু বছরে একদিনই লুচি নিবেদন করা হয়। স্নানযাত্রার তিথিতে। অর্থাৎ মন্দির প্রতিষ্ঠার তিথিতে। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষও এই তিথি মেনেই শ্রীশ্রী মা জগদেশ্বরী ভবতারিণী কালীমাতা মাতাঠাকুরাণীর বিশেষ পূজা করে থাকে। পঞ্জিকা মতে এই দিনটিই প্রতিষ্ঠা তিথি হিসেবে পালিত হয়।
জয় মা সকলের মঙ্গল করো।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

তথ্যসূত্র ও ছবি নেট থেকে সংগৃহীত।
ছবিটি আনুমানিক ১৮৬৫ সাল বা তার পরের তোলা।

আমাদের পুরোনো হাওড়া ব্রিজ ♥️😊☺️
01/06/2023

আমাদের পুরোনো হাওড়া ব্রিজ ♥️😊☺️

31/05/2023

Address


Telephone

+918229994998

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata News - The Nation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share