02/08/2025
এইবার ডরিনের জন্মদিনটা ছিল একেবারে রূপকথার মতো! 💫 ছোট্ট রাজকন্যার মতো ওর ইচ্ছা ছিল “Rapunzel” বা Tangled থিমে এক জমজমাট পার্টি করার — আর আমরা চেষ্টা করেছি সেটা একদম স্বপ্নের মতো করে তোলার।
বেগুনি-গোলাপি রঙের বেলুনে সাজানো ঘর, আর টেবিলজুড়ে ছিল Tangled-এর সব ফেভারিট আইটেম — যেমন পাসকেল, ল্যান্টার্ন, আর রাজকন্যার থিম কেক 🎂
পার্টির হাইলাইট ছিল Rapunzel dress পরা আমাদের ছোট্ট ডরিন — একদম মুভির মতো লাগছিল ওকে! 🥰
বাচ্চারা সবাই মিলে খেলাধুলা, গান-বাজনা, আর মজার গেমসে খুব আনন্দ করলো।
ভিডিওটা পুরোটা দেখুন, আপনিও ফিরে যাবেন একটুকরো রূপকথার দুনিয়ায়! 📽️
আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।