28/07/2025
হিন্দু ধর্ম — এ শুধু একটি ধর্ম নয়,
এটি মানব ইতিহাসের অন্যতম প্রাচীনতম সভ্যতা ও জীবনদর্শন।
যখন পৃথিবীর অন্য সভ্যতা হাঁটতে শেখেনি,
তখন ভারতবর্ষে রচিত হয়েছে ঋগবেদ।
যেখানে বাইবেল ও কোরআনের জন্ম হাজার বছর পরে,
হিন্দু ধর্মের গ্রন্থগুলো তার বহু আগে থেকেই বিদ্যমান।
এই ধর্ম বলেছে – “একং সদ্বিপ্রা বহুধা বদন্তি”
অর্থাৎ, সত্য একটাই, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে।
হিন্দুধর্ম কখনো জোর করে বিশ্বাস চাপায় না।
এ ধর্ম চেতনার, উপলব্ধির, আত্মা-অন্বেষণের।
বেদের রচনা থেকে শুরু করে উপনিষদ, পুরাণ, গীতা —
সবই জ্ঞানের এক অমৃতধারা।
এই ধর্ম শিখিয়েছে — “বসুধৈব কুটুম্বকম্”
পুরো পৃথিবীই আমার পরিবার।
তাই হিন্দুধর্ম শুধু ভারতবর্ষের নয় —
এটি পুরো মানবজাতির ঐতিহ্য।
যে ধর্ম কোটি কোটি দেবতা মানলেও,
অবশেষে সবকিছুতে একক পরমাত্মাকেই দেখে।
আজ যখন মানুষ ইতিহাস ভুলে যায়,
তখন প্রাচীন হিন্দু ধর্মের এই বাণী স্মরণ করিয়ে দেয় –
সত্য, প্রেম, সহনশীলতা ও জ্ঞানের পথই শ্রেষ্ঠ পথ।