RadhaKrishna's Dairy

RadhaKrishna's Dairy "যেখানে প্রেম শেষ নয়, শুধু শুরু — সেখানেই ভক্তির অমৃতধারা।
কৃষ্ণের কৃপায়, ভক্তির আলোয় আলোকিত হোক জীবন।
জয় শ্রীকৃষ্ণ!"

28/07/2025

হিন্দু ধর্ম — এ শুধু একটি ধর্ম নয়,
এটি মানব ইতিহাসের অন্যতম প্রাচীনতম সভ্যতা ও জীবনদর্শন।

যখন পৃথিবীর অন্য সভ্যতা হাঁটতে শেখেনি,
তখন ভারতবর্ষে রচিত হয়েছে ঋগবেদ।

যেখানে বাইবেল ও কোরআনের জন্ম হাজার বছর পরে,
হিন্দু ধর্মের গ্রন্থগুলো তার বহু আগে থেকেই বিদ্যমান।

এই ধর্ম বলেছে – “একং সদ্বিপ্রা বহুধা বদন্তি”
অর্থাৎ, সত্য একটাই, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে।

হিন্দুধর্ম কখনো জোর করে বিশ্বাস চাপায় না।
এ ধর্ম চেতনার, উপলব্ধির, আত্মা-অন্বেষণের।

বেদের রচনা থেকে শুরু করে উপনিষদ, পুরাণ, গীতা —
সবই জ্ঞানের এক অমৃতধারা।

এই ধর্ম শিখিয়েছে — “বসুধৈব কুটুম্বকম্”
পুরো পৃথিবীই আমার পরিবার।

তাই হিন্দুধর্ম শুধু ভারতবর্ষের নয় —
এটি পুরো মানবজাতির ঐতিহ্য।

যে ধর্ম কোটি কোটি দেবতা মানলেও,
অবশেষে সবকিছুতে একক পরমাত্মাকেই দেখে।

আজ যখন মানুষ ইতিহাস ভুলে যায়,
তখন প্রাচীন হিন্দু ধর্মের এই বাণী স্মরণ করিয়ে দেয় –
সত্য, প্রেম, সহনশীলতা ও জ্ঞানের পথই শ্রেষ্ঠ পথ।










28/07/2025

তুমি যখন ‘জয় শ্রী রাম’ বলো, তখন শুধু নাম নয়—আত্মা জাগে।

সত্যি তো এভাবে ভেবেছেন কখনো?না ভেবে থাকলে অবশ্যই ভাবুন এবং আপনার ভাবনাটি সঠিক কিনা খুঁজে দেখুন হরে কৃষ্ণ
28/07/2025

সত্যি তো
এভাবে ভেবেছেন কখনো?

না ভেবে থাকলে অবশ্যই ভাবুন এবং আপনার ভাবনাটি সঠিক কিনা খুঁজে দেখুন
হরে কৃষ্ণ

27/07/2025

শিবের মতো নিরব থেকো না—প্রয়োজনে রুদ্র রূপ নাও

 #কৃষ্ণভক্তি
26/07/2025

#কৃষ্ণভক্তি

26/07/2025

ভক্তি করো—শুধু ঠোঁট দিয়ে নয়, অন্তর দিয়ে।

25/07/2025

সনাতন ধর্মে ভয় নেই, আছে মুক্তির পথ

24/07/2025

গীতা শুধু বই নয়, প্রতিদিনের যুদ্ধ

জেতার অস্ত্র

ভগবান রামের পুরো নাম রাম দশরথী (অর্থাৎ রাম, দশরথের পুত্র) অথবা রামচন্দ্র (চন্দ্রসদৃশ)। শাস্ত্রীয় ভাষায়, তাঁকে প্রায়শই...
23/07/2025

ভগবান রামের পুরো নাম রাম দশরথী (অর্থাৎ রাম, দশরথের পুত্র) অথবা রামচন্দ্র (চন্দ্রসদৃশ)। শাস্ত্রীয় ভাষায়, তাঁকে প্রায়শই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র নামে অভিহিত করা হয়।
#ভক্তিরঅমৃতধারা #নীলরং #কৃষ্ণভক্তি

23/07/2025

ঈশ্বরের নামে দিন শুরু করো, দেখবে সব বাধা দূরে সরে যাবে

22/07/2025

কৃষ্ণ শুধু বাঁশির সুর নন, তিনিই জীবনবোধ ।

21/07/2025

দুর্গা শুধু প্রতিমা নন

তোমার ভিতরের
মাতৃ শক্তি

Address

Vrindavan

Alerts

Be the first to know and let us send you an email when RadhaKrishna's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share