26/04/2024
আমার বাবা টা 💕
আজ থেকে বেশ কয়েক বছর পর, তোমারও একটা Facebook I'd থাকবে, (আশা রাখি সোশ্যাল মিডিয়ার ভীষণ জনপ্রিয়, এই অ্যাপ তখনও থাকবে) তখন তুমি তোমার মায়ের Factbook I'd তে দেখবে, তোমার এই ছোটবেলাটাকে || তোমার ছোটবেলার অনেক মুহূর্তই, তোমার মা একটু একটু করে জমা রেখেছে, লিখে রেখেছে গল্পগুলো || তোমার সাথে কাটানো তোমার বাবা-মায়ের সুখের মুহূর্তগুলো ফ্রেমবন্দি আছে || জানি, তুমি অনেক খুশি হবে এগুলো দেখে ||
জানো বাবা, তুমি অনেক ভালো একটা বাচ্চা || আমার বুঝ বালক, আমি আশা রাখি আমার এই আবেগগুলো বড় বেলাতে তুমি খুব ভালোভাবে বুঝবে ||
তোমার স্কুলে যাওয়ার মুহূর্তটা দেখো, তুমি কত হাসি খুশি || বিশ্বাস করো, তোমাকে স্কুলে পাঠিয়ে আমি একটুও খুশি থাকি না || তুমি প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বলো, মা তুমি একটুও চিন্তা করো না, আমি সাবধানে স্কুলে যাবো, স্কুলে গিয়ে টিফিনও খাবো, একটুও দুষ্টুমি করবো না আর স্কুল ছুটি হলে তাড়াতাড়ি করে চলে আসবে তোমার কাছে, তুমি কিন্তু আমাকে আমার প্রিয় জুসটা বানিয়ে দিও ||
সেই ছোট্টবেলা থেকেই, মাকে তুমি অনেক বোঝো || তুমি যদি একটু বুঝ বালক না হতে, তাহলে আমি কোনদিনও পারতাম না বাবা, ওই এত্তো টুকু তোমাকে নিয়ে, এতটা পথ পাড়ি দিতে ||
তোমাকে স্কুল গাড়িতে তুলে দিলাম ছয়টা দশে, আর এখন বাজে আটটা দশ, সেই তখন থেকে তোমার মা একা বসে আছে ছাদের এক কোণে, সবুজ গাছেদের সাথে ||
😔কিছু ভালো লাগছে না, বাবু || খুব মিস করছি তোমায় ||
✍️স্বপ্নের গল্পকথা swapno uran • madhumita