
04/06/2025
✒️ Post Caption:
> Where will you find the One —
Who has no sound, no ornament, no pride?
He lives within you, quietly,
beyond your display of devotion,
untouched by greed, desire, or deceit.
তাকে পাওয়ার জন্য মুখোশ নয়, দরকার অন্তরের ভালোবাসা।
Don’t try to fool the Divine with tilak, wealth, or false humility.
The soul cannot be tricked by the body.
He has no disguise. He makes no noise.
🔍 Read. Reflect. Rethink.
কোথায় পাবে তারে,
যে আছে তোমায় চেনা বার তরে!
তার না আছে কোন সাজ,
না আছে আওয়াজ!
যে আছে তোমার ঘরে তোমার তরে,
তারে কারো চোখে না পড়ে!
তার না আছে কোন অহং,
কোন চাকচিক্য কোন ঢং!
তাকে ছেড়ে—-
নিজেকে যারা লোভ কামনা বাসনা দিয়ে গড়ে,
নিজেকে নিয়ে রাখে ক্ষমতার “গড়ে”,
আষ্টেপৃষ্ঠে আছে স্বার্থপর হয়ে নিজেকে নিয়ে
কোথায় পাবে তারে?
অলক্ষ্যে থাকে সে সরে,
তারে কারো চোখে না পড়ে ।
যদি সত্যিই চাও তুমি তারে—
মিথ্যাচারী লোভী হিংসুটে হয়ে এসো না কোন
মানুষের সম্মুখে।
দেখাতে চেয়ো না বেশভূষা ও দেহকে নানা রঙ চিত্রিত করে তুমি তার ভক্ত,
তাকে ঠকানো মানুষের দুঃসাধ্য।
জেনে রাখো — মানুষ অন্তর্দেশে রেখেছে আপন প্রতিবিম্ব সেই সত্ত্বায় একাত্ম হয়ে,
তুমি কাকে ঠকাবে!
তার না আছে কোন সাজ,
না আছে আওয়াজ!
Where Will You Find the One
(English translation)
Where will you find the One,
Who has always known you from within?
One who wears no garb,
One who makes no sound!
The One who dwells in your home, only for you —
Yet is seen by none, not even by you.
No pride belongs to Him,
No glitter, no guise!
Those who abandon Him —
And build themselves with lust, greed, and craving,
Enclosed within fortresses of power,
Wrapped in layers of selfish desires —
How will they ever find Him?
He silently withdraws,
Remaining unseen by every eye.
If you truly seek Him —
Do not appear before others as a liar, greedy, or envious man.
Do not flaunt your attire or paint your body in colors to show you're His devotee;
He is not one to be deceived so easily.
Know this well —
Within the innermost being of man,
He resides as one’s own reflection,
Merged with the Self.
Whom will you deceive?
He wears no garb,
He makes no sound!
—© ✍️ ০৪/০৬/২৫
ছবি সংগৃহীত। ছবি স্বত্ব সংরক্ষিত নির্মাতার।
#সত্যেরখোঁজ #আত্মদর্শন #ভণ্ডভক্তি
#সবিতাEunoiaworldviews