30/05/2025
#টাকার_সমাজ
সে ছিল একজন সৎ, ভালো মানুষ। সত্য কথা বলত, অন্যায়ের প্রতিবাদ করত। কিন্তু তার একটাই অভাব — টাকার।
টাকা না থাকায় তার কথায় কেউ কান দিত না, বরং ভালো কথাকেও ভুল ব্যাখ্যা করা হতো।
তার পাশে দাঁড়াত না কেউ, বন্ধুরাও সরে যেত।
অন্যদিকে যার পকেটে টাকা, তার ভুলকেও সবাই সঠিক বলে মেনে নেয়।
টাকা যেন আজ মানুষের চরিত্রের থেকেও বড় পরিচয়!
সবশেষে সে বুঝে গেল — এই সমাজ টাকাকেই চেনে, মানুষকে নয়।