রাজবাড়ী পরিবার-Rajbari Poribar

  • Home
  • রাজবাড়ী পরিবার-Rajbari Poribar

রাজবাড়ী পরিবার-Rajbari Poribar আসসালামু আলাইকুম প্রিয় রাজবাড়ী পরিবার
পেইজ টি লাইক করে সাথে থাকুন

ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা খরচে ৩৬০ ঘণ্টা (০৩ মাস) মেয়াদী ৭ম সাইকেল-এ ভর্তি বিজ্ঞপ্তি
19/10/2025

ASSET প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনা খরচে ৩৬০ ঘণ্টা (০৩ মাস) মেয়াদী ৭ম সাইকেল-এ ভর্তি বিজ্ঞপ্তি

গোয়ালন্দ মোড় দৌলতদিয়া বাস স্ট্যান্ড সংলগ্ম (পাবলিক টয়লেটের সামনে) এক অজ্ঞাত ব্যক্তির হঠাৎ মৃত্যু। যদি কেউ চিনে থাকেন  ত...
15/10/2025

গোয়ালন্দ মোড় দৌলতদিয়া বাস স্ট্যান্ড সংলগ্ম (পাবলিক টয়লেটের সামনে) এক অজ্ঞাত ব্যক্তির হঠাৎ মৃত্যু। যদি কেউ চিনে থাকেন তার পরিবারের সাথে যোগাযোগ করুন।

সাধারণ যাত্রী ওঠানো অপেক্ষা কেন্দ্র করে, আবারো বন্ধ হয়ে গেল ধাওয়াপাড়া রাজবাড়ী এবং ফরিদপুরের মধ্যে বাস চলাচল।পরিকল্পন...
29/09/2025

সাধারণ যাত্রী ওঠানো অপেক্ষা কেন্দ্র করে, আবারো বন্ধ হয়ে গেল ধাওয়াপাড়া রাজবাড়ী এবং ফরিদপুরের মধ্যে বাস চলাচল।
পরিকল্পনার দারুন ছিল কিছু লোকের এই বাস চলাচল বন্ধ করার পিছনে।

এই রুটে বাস চলা চলছে কতটা প্রয়োজন ছিল এটা সাধারণ মানুষেরাই বলতে পারবে। দূরত্ব কম অথচ সবথেকে বেশি ভাড়া নেয়ার জন্য পরিচিত এই রোড। ৮ কিলোমিটারের দূরত্বের জন্য গুনতে হচ্ছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। অথচ বাস চলাচল শুরুতে এই ভাড়া গুনতে হচ্ছিল ২০ টাকা।
এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা যারা রাজবাড়ীতে নিয়মিত আসা যাওয়া করে। তাদের কথা তো আছে যেখানে বাসে নেওয়া হচ্ছিল তাদের থেকে হাফ ভাড়া। একজন শিক্ষার্থীর পরিবারই জানে এই যাতায়াতের জন্য তাদেরকে কত টাকা গুনতে হচ্ছে মাসে পর মাস।
বাস চলাচল যেহেতু বন্ধ হয়েছে তাহলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়াটা কম রাখার ব্যবস্থা করেন। এটা করেও তো সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে।
সাধারণ শিক্ষার্থীদের কথাও তো চিন্তা করে এই রুটে বাস চলাচল চালু রাখা প্রয়োজন ছিল।

চাকা বদলাচ্ছিলেন চালক-সহকারী, পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রা'ণ গেল ২ জনের
24/09/2025

চাকা বদলাচ্ছিলেন চালক-সহকারী,
পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রা'ণ গেল ২ জনের

শুভ জন্মদিন, কালুখালী উপজেলা ❤২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর “কালুখালী উপজেলা” নামের আনুষ্ঠানিক উন্মোচন হয়। পরে ২০১০ সালে পাংশ...
24/09/2025

শুভ জন্মদিন, কালুখালী উপজেলা ❤

২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর “কালুখালী উপজেলা” নামের আনুষ্ঠানিক উন্মোচন হয়। পরে ২০১০ সালে পাংশা উপজেলা ভেঙে কালুখালী উপজেলা প্রতিষ্ঠিত হয় এবং সেই বছরের জুন মাসে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অবশেষে ২০১৪ সালে নবনির্মিত উপজেলা
কমপ্লেক্স ভবনে প্রশাসনিক কার্যক্রম চালু হয়।

✨ রাজবাড়ী পরিবার এর পক্ষ থেকে কালুখালীবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

দীর্ঘ ১৩ বছর পর মধুখালী-বালিয়াকান্দি- রাজবাড়ী সড়কে বাস সার্ভিস চালু!অবশেষে দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটল। বন্ধ থাকার...
23/09/2025

দীর্ঘ ১৩ বছর পর মধুখালী-বালিয়াকান্দি- রাজবাড়ী সড়কে বাস সার্ভিস চালু!

অবশেষে দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটল। বন্ধ থাকার পর পুনরায় চালু হলো মধুখালী-বালিয়াকান্দি- রাজবাড়ী সড়কের বাস সার্ভিস। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।

২০১২ সালে এ সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। তবে এবার থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত বাস চলবে বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি।

বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে—

মধুখালী-রাজবাড়ীঃ ৬০ টাকা

মধুখালী-জামালপুরঃ ১৫ টাকা

মধুখালী-বালিয়াকান্দিঃ ৩০ টাকা

জামালপুর-বালিয়াকান্দিঃ ১৫ টাকা

জামালপুর-রাজবাড়ীঃ ৪৫ টাকা

বালিয়াকান্দি-বহরপুরঃ ১০ টাকা

বালিয়াকান্দি-রাজবাড়ীঃ ৩০ টাকা

বহরপুর-রাজবাড়ীঃ ২০ টাকা

বানীবহ-রাজবাড়ীঃ ১০ টাকা

নতুন এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় যাত্রীরা। তারা জানিয়েছেন, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়ে যাতায়াত ব্যবস্থা এখন আরও সহজ ও সাশ্রয়ী হবে।

তথ্য সূত্রঃ মিঠু মল্লিক
আপডেট টিভি || রাজবাড়ী

সম্ভত অজ্ঞান পার্টির কবলে পরেছিলো ফরিদপুর জেলা মডেল মসজিদ এর সামনে অজ্ঞান হয়ে পরে ছিলো পরবর্তীতে পুলিশ এসে উদ্ধার করে সম...
22/09/2025

সম্ভত অজ্ঞান পার্টির কবলে পরেছিলো ফরিদপুর জেলা মডেল মসজিদ এর সামনে অজ্ঞান হয়ে পরে ছিলো পরবর্তীতে পুলিশ এসে উদ্ধার করে সম্ভবত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে গেছে। তাকে কেউ চিনে থাকলে
দ্রুত তার পরিবারকে অবহিত করুন।
তথ্য এবং ছবি সামরান আহমেদ অলিভ।

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে । ২০০৮ সালে ২২ ক্যারেট ১ ভরি স্বর্নের দাম ছিল ২৬০০০ টাকা ( প্রায়) । অর্থাৎ আপনি ২০০৮ ...
22/09/2025

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে । ২০০৮ সালে ২২ ক্যারেট ১ ভরি স্বর্নের দাম ছিল ২৬০০০ টাকা ( প্রায়) । অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে ১ ভরি স্বর্ণ পেতেন । বর্তমানে ২২ ক্যারেট ১ ভরি স্বর্নের দাম ১৮৮০০০ টাকা (প্রায়) । অর্থাৎ বর্তমানে ১ ভরি স্বর্ন কিনতে আপনাকে ১৮৮ টি ১০০০ টাকার নোট দিতে হবে । এবার আসুন স্বর্নের সাথে তুলনা করলে এই ১০০০ টাকার মান এখন কত দেখে নেই।

২০০৮ সাল ২৬০০০/২৬= ১০০০

বর্তমান ২৬০০০/১৮৮= ১৩৮.২৯

আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ১৩৮.২৯ টাকা । এটাকি দ্রব্য মূল্য বৃদ্ধি নাকি টাকার মূল্যমান কমে যাওয়া ?

সাইফ-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ
20/09/2025

সাইফ-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ

বর্তমানে বড় বড় ইলিশ মাছের ভিতর ছোট ছোট লোহার টুকরো ঢুকিয়ে দিয়ে বাজারে বিক্রি করতেছে- কিছু অসাধু লোক | 🫵 তাই সবাই সচেতন হ...
19/09/2025

বর্তমানে বড় বড় ইলিশ মাছের ভিতর ছোট ছোট লোহার টুকরো ঢুকিয়ে দিয়ে বাজারে বিক্রি করতেছে- কিছু অসাধু লোক | 🫵 তাই সবাই সচেতন হন

পাংশায় ৭০ বছরের বৃদ্ধের আ/ত্মহ/ত্যারাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দত্তমাজাইল গ্রামে আনছার মন্ডল (৭০) নামে এক ব...
19/09/2025

পাংশায় ৭০ বছরের বৃদ্ধের আ/ত্মহ/ত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দত্তমাজাইল গ্রামে আনছার মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ আ/ত্মহ/ত্যা করেছেন। গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টা থেকে ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত আনছার মন্ডল ওই গ্রামের মৃত মেহের আলী মন্ডলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং কাউকে কিছু না বলে মাঝেমধ্যে বাড়ি থেকে চলে যেতেন।

নিহতের ছেলে মো. সাইদ জানান, “বৃহস্পতিবার রাত আনুমানিক ১০-১১টার দিকে বাবা নিজের শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। আমরা ডাকাডাকি করলে তিনি বলেন, ‘আমাকে ডাকাডাকি কোরো না, আমি চুপচাপ থাকতে চাই।’ এরপর সকালে আবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি বাবা জানালার গ্রিলে গলায় নেট পেঁচিয়ে ঝুলে আছেন। দ্রুত নামানোর পরও তিনি মৃত ছিলেন।”

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনানুগ প্রক্রিয়া চলছে।

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৩:০০ ঘটিকায় জেলা প্রশাসন, রাজবাড়ী এর আয়োজনে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলনকক্ষে জনাব মো: আজমল ...
19/09/2025

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৩:০০ ঘটিকায় জেলা প্রশাসন, রাজবাড়ী এর আয়োজনে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলনকক্ষে জনাব মো: আজমল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ঢাকা বিভাগ, ঢাকা এর রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা/ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের সাথে 'ভূমি ব্যবস্থাপনা বিষয়ক' একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমি ব্যস্থাপনার সহজীকরণ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় প্রসঙ্গে আলোচনা করা হয়। এছাড়াও মাঠপর্যায়ে ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা করতে গিয়ে যেসব সমস্যা উদ্ভূত হয় সেসব বিষয়ে করণীয় প্রসঙ্গে সভায় আলোচকগণ আইনসিদ্ধ মন্তব্য তুলে ধরেন।

Address


7700

Telephone

+9647708191055

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজবাড়ী পরিবার-Rajbari Poribar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজবাড়ী পরিবার-Rajbari Poribar:

  • Want your business to be the top-listed Media Company?

Share