24/05/2025
রাজবাড়ী জেলার কালুখালী এলাকায় অভিযান: বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ ৫ জন চিহ্নিত ডাকাত চক্রের সদস্য গ্রেফতার
ঢাকা, ২৪ মে ২০২৫ (শনিবার): আজ রাত আনুমানিক ৩ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী সেনা ক্যাম্প থেকে পরিচালিত যৌথ অভিযানে কালুখালী উপজেলার শাওরাইল এলাকার একটি বাড়ি থেকে ১ টি ৯ মিঃমিঃ বিদেশী পিস্তল, ৩ টি ওয়ান শুটার গান, ১৫ টি গোলাবারুদ এবং বিভিন্ন দেশীয় অস্ত্র সহ সংশ্লিষ্ট এলাকার কুখ্যাত ডাকাত চক্র 'মজনু গ্রুপের' ০৫ জন সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের উদ্ধারকৃত সরঞ্জামাদি সহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। যে কোনো ধরনের অপরাধ কার্যক্রম এর তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।