প্রবাসীদের চিৎকার

প্রবাসীদের চিৎকার এই পেইজের মাধ্যমে তুলে ধরা হবে, সত্য ন্যায় সততা, বিশ্বস্ততা, এবং পরিপাটি ব্যবসার মৃল আইডিয়া, জনসচেতনা

02/04/2023

আমাদের মধ্যে অনেকেই রমজানে মুখ ও দাঁতের নানা সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে মুখের দুর্গন্ধ, মুখ শুষ্ক থাকা, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত ব্যথা, দাঁতের ক্ষয় ইত্যাদি। এই সমস্যাগুলো তৈরি হয় আমাদেরই অসচেতনতার জন্যে।

রোজা ভেঙে যাওয়ার ভয়ে আমরা দিনের বেলা ব্রাশ করিনা। আবার অভ্যাস না থাকায় আমাদের রাতের বেলাতেও ব্রাশ করা হয়ে উঠেনা। তাই দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা পচে মুখের দুর্গন্ধ সৃষ্টিসহ নানা সমস্যা তৈরি করে।

আমাদের মুখের লালা দাঁতকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাধা দেয়। কিন্তু রমজানে সারাদিন না খেয়ে থাকার কারণে আমাদের মুখের লালা গ্রন্থিগুলো নিষ্ক্রিয় থাকে। তাই ব্যাকটেরিয়া এই সময় দাঁত ও মাড়ির ক্ষতি করার মোক্ষম সময় হিসেবে বেছে নেয়।

মুখ শুষ্ক হয়ে যায়, মুখে দুর্গন্ধ তৈরি হয়। এ সমস্যা থেকে বাঁচতে হলে রাতে ঘুমাতে যাবার আগে, আর সেহেরির পরে দু বেলা ভালোভাবে ২ মিনিট সময় নিয়ে পেস্ট দিয়ে ব্রাশ করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক ব্যবহার করার অভ্যাস করা যেতে পারে। মাঝেমধ্যে মুখে পানি নিয়ে কুলি করে বা মাউথওয়াশ ব্যবহার করে মুখকে সজীব রাখতে হবে।

রমজানে দাঁত ও মুখের যত্ন:

১. রাতে ঘুমাতে যাবার আগে ও সেহরির পর অবশ্যই দাঁত ব্রাশ করুন।

২. দাঁতের ফাকে জমে থাকা খাদ্যকণা দূর করতে নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।

৩. জিহ্বা পরিস্কার রাখতে ব্রাশ দিয়ে বা tongue scrapper দিয়ে জিহ্বা পরিস্কার করুন।

৪. প্রয়োজনে নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করুন।

৫. ইফতারের পর এবং সেহরির পূর্বে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি খান।

৬. বেশি বেশি শাক-সবজি এবং ভিটামিন সি যুক্ত দেশি ফলমূল খান।

৭. ধূমপান থেকে বিরত থাকুন। ধূমপান মুখের দুর্গন্ধকে বাড়িয়ে দেয়।

৮. ফাস্টফুড, চকলেট এবং আঠালো খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকুন।

৯. পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক ব্যবহার করার অভ্যাস করুন।

রমজানে চিকিৎসা:

অনেকের ধারণা দাঁত তুললে রোজা নষ্ট হয়ে যায়। এই কারণে ব্যথা হলেও সহ্য করেন। এতে করে সমস্যাটা আরো জটিল হয়ে যায়। এই বিষয়ে আলেমরা একমত যে, লোকাল এনেস্থিসিয়া দিয়ে দাঁত তোলা, দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট, দাঁতের ফিলিং, ক্যাপসহ অন্যান্য ট্রিটমেন্টে রোজা নষ্ট হয় না।

যারা এন্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ গ্রহন করেন, তারা ডাক্তারের সাথে পরামর্শ করে ইফতার ও সেহেরির আলোকে নিজেদের প্রেসক্রিপশন সেট করে নেবেন।

সবাই ভালোভাবে রমজানের রোজা রাখবেন, নিজেকে সুস্থ রাখতে- মুখ ও দাঁতের যত্ন নিবেন।

 #সূত্র ফেস দ্যা পিপল #জিয়া  #বাংলাদেশ
01/04/2023

#সূত্র ফেস দ্যা পিপল
#জিয়া
#বাংলাদেশ

 #২৬শে মার্চ ১৯৭১কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে আমি  #মেজর  #জিয়া বলছি!
31/03/2023

#২৬শে মার্চ ১৯৭১
কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে
আমি #মেজর #জিয়া বলছি!

 #না ফেরার দেশে চলে গেলেন আরেক রেমিট্যান্স যোদ্ধা। শহিদুল ইসলাম ময়নাতার দেশের বাড়ি টেকেরহাটইতালি প্রবাসী - """ ইন্নালিল্...
11/02/2023

#না ফেরার দেশে চলে গেলেন আরেক রেমিট্যান্স যোদ্ধা। শহিদুল ইসলাম ময়না
তার দেশের বাড়ি টেকেরহাট
ইতালি প্রবাসী -
""" ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন""""
তার অকাল মৃত্যুতে আমরা প্রবাসীরা গভীর ভাবে শোকাহত
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন √√√
#প্রবাসীদেরচিৎকারপেইজ #

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
10/02/2023

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

 #মানুষ মারা গেলে„ তার সব আমল নামা বন্দ হয়ে যায়„ কিন্তু সদকায়ে যারিয়া কখনো বন্দ হয়না। দয়ময়  #আল্লাহ রজব তাইব এরাদোয়ন এর ...
10/02/2023

#মানুষ মারা গেলে„ তার সব আমল নামা বন্দ হয়ে যায়„ কিন্তু সদকায়ে যারিয়া কখনো বন্দ হয়না। দয়ময় #আল্লাহ রজব তাইব এরাদোয়ন এর মতো লিডার বিশ্বের সব দেশে দান করুন। তুরস্ক ও সিরিয়া বাসীর উপর তোমার কুদরতি সাহায্য দান করুন।

 #তবে বর্তমানে বাংলাদেশ  সরকারের ঋণের পরিমাণ ১৪ লাখ ৪৬ হাজার ৮৩৪ কোটি টাকা! সূত্র: বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ তথ্য
08/02/2023

#তবে বর্তমানে বাংলাদেশ সরকারের ঋণের পরিমাণ ১৪ লাখ ৪৬ হাজার ৮৩৪ কোটি টাকা!
সূত্র: বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ তথ্য

27/01/2023

সাবধানতা অবলম্বন করবেন, #ইতালির,তে
আসলো এলো অপেক্ষার সুখবর ২৬-০১-২০২৩।
অবশেষে ইতালির সরকার প্রকাশ করলেন সকলের #কাঙ্খিত ফ্লুসি ২০২৩ আইনের অফিসিয়াল গ্যাজেট।
ইতালির সিজনাল/নন সিজনাল(স্থায়ী) সর্বমোট #৮০,৭০৫টি ভিসার অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হয়েছে!
#তবে আবেদন পত্র গ্রহণ শুরু হবে #আজ থেকে ৬০ দিন পর। এবার আবেদন পত্র জমা হবার পর,কম সময়ের মধ্যে সরকার সঠিক প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন বিভিন্ন দপ্তর থেকে।
আরো বিস্তারিত জানতে, প্রবাসীদের চিৎকার পেজ এর সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে,

ইতালির কাতানিয়া  ক্যাম্পে হারুন রশীদ সালেক নামের এই তরুন যুবকটি গতকাল  ১৮ জানুয়ারী মৃ*ত্যু বরন করেছেন।  >>> ইন্নালিল্লাহ...
20/01/2023

ইতালির কাতানিয়া ক্যাম্পে হারুন রশীদ সালেক নামের এই তরুন যুবকটি গতকাল ১৮ জানুয়ারী মৃ*ত্যু বরন করেছেন।

>>> ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

ইতালির আনকোনায় রোড় এক্সি*ডেন্ট'র বাংলাদেশী মাসুদ না ফেরার দেশে চলে গেলেন।~~~ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ~~~তা...
17/01/2023

ইতালির আনকোনায় রোড় এক্সি*ডেন্ট'র বাংলাদেশী মাসুদ না ফেরার দেশে চলে গেলেন।

~~~ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ~~~

তার গ্রামের বড়ি শিরখাড়া ইউনিয়ন-মাদারীপুর।
আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন।প্রবাসীদের চিৎকার পেইজ তার রুহের মাগফিরাত কামনা করি, আমিন🤲

আরও একজন ইতালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা চলে গেলেন না ফেরার দেশে। {16/01/2023}মুন্সীগঞ্জের জেলার কৃতি সন্তান রুহুল আমিন আ...
17/01/2023

আরও একজন ইতালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা চলে গেলেন না ফেরার দেশে। {16/01/2023}

মুন্সীগঞ্জের জেলার কৃতি সন্তান রুহুল আমিন আজ দুপুর বেলা রোমের এক হাসপাতালে ইন্তেকাল করছেন।

°°°ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন°°° ।

আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন। প্রবাসীদের চিৎকার পেইজ তার মৃ*ত্যুতে গভীরভাবে শোকাহত ▪️তার রুহের মাগফেরাত কামনা করি,
আমিন🤲,

আমিওতো মানুষরে প্রিয়, কেমনে বুঝাই তোদের, দেশের কথা মনে হলে পরান আমার জ্বলে, তোদের সুখের জন্যই তো থাকি দূর প্রবাসে, টাকা ...
16/01/2023

আমিওতো মানুষরে প্রিয়, কেমনে বুঝাই তোদের, দেশের কথা মনে হলে পরান আমার জ্বলে, তোদের সুখের জন্যই তো থাকি দূর প্রবাসে, টাকা কড়ি গয়নাগাটি পাঠায় প্রতিমাসে, সত্যি কথা বলছি রে প্রিয় জানতে যদি চাষ , বলবো শুধু বাঁইচা আছি হইয়া জিন্দা লাশ, সুদূঢ় প্রবাস ইতালি থেকে,,,

আসলে  স্বামীর চেয়ে আপন কেউ হয়না। নিদিষ্ট একটা বয়সের পর বাবা-মায়ের কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়,  কিন্তু, স্বামী নামে...
04/11/2022

আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয়না।
নিদিষ্ট একটা বয়সের পর বাবা-মায়ের
কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু,
স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে
যায় স্ত্রীকে ভালো রাখার জন্য।
প্রবাসী পেইজ,,

অবৈধ পথে ইউরোপ: সাগরকে জঙ্গলে ফেলে গেলেন দালাল-সঙ্গীরাতুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে সাগরকে জ.ঙ্গলে একা ফ...
31/10/2022

অবৈধ পথে ইউরোপ: সাগরকে জঙ্গলে ফেলে গেলেন দালাল-সঙ্গীরা

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে সাগরকে জ.ঙ্গলে একা ফেলে চলে যান দা.লাল ও সঙ্গীরা। এরপর থেকেই নিখোঁ.জ রয়েছেন বরিশালের সাগর খান নামের এক অভিবাসনপ্রত্যাশী। প্রায় দেড় মাস আগে তুরস্ক থেকে গ্রিসে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

তার সঙ্গীরা গ্রিসে পৌঁছালেও সাগরের কোনো খোঁজ না পাওয়ায় দুশ্চি.ন্তা ও উৎক.ণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার ও স্বজনরা।

নিখোঁ.জ যুবক সাগর বরিশালের মুলাদী থানার সফিপুর এলাকার সেলিম খানের পুত্র।

জানা গেছে, জী.বিকার তাগিদে প্রায় ৮ বছর আগে প্রথমে ওমানে পাড়ি জমান সাগর খাঁন। সেখানে দীর্ঘদিন থাকার পর স্বপ্ন দেখেন ইউরোপে প্রবেশের। এক দালালের সঙ্গে চুক্তি করে বিভিন্ন পথে ইরানের সীমান্ত পাড়ি দিয়ে প্রায় দুই বছর আগে তুরস্ক পৌঁছান। স্বপ্ন ছিল ইউরোপ যাওয়ার। ইউরোপ প্রবেশ করতে প্রথমেই গ্রিস যেতে হয়। তাই তুরস্কে থাকা মাদারীপুর এলাকার এক দালালের সঙ্গে চুক্তি করেন গ্রিসে প্রবেশের।

নিখোঁজের চাচা রবিউল খাঁন সানাউল বলেন, বিদেশে পাড়ি দেওয়ার পরই সাগরের বাবা-মা.রা যান। এরপর সে অনেকটা মা.নসিকভা.বে ভে.ঙে পড়ে। সাগর ওমান থেকে তুরস্কে গিয়ে মাদারীপুরের মোবারক নামের এক দা.লালের সঙ্গে চার লাখ টাকা দিয়ে চুক্তি করে গ্রিসে যাওয়ার জন্য। চুক্তি অনুযায়ী দা.লালকে সেই টাকাও পরি.শোধ করে সাগর।

অবৈধ পথে ইউরোপ: সাগরকে জঙ্গলে ফেলে গেলেন দালাল-সঙ্গীরা
‘টাকা পাওয়ার পর দা.লালরা তাকে গত সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ গে.মে নিয়ে যায়। সাগর বাড়িতে সর্বশেষ ওই মাসের ১৬ তারিখ কল দিয়ে জানিয়েছিল তাকে গেমে নিয়ে যাবে ১৮ তারিখ। এরপর থেকেই তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।’

রবিউল খাঁন বলেন, ভাতিজার খোঁজ না পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। ওই পোস্টের সূত্র ধরে এক যুবকের সঙ্গে কথা হয়। যুবক জানিয়েছে সেও ছিল গেমে এক সঙ্গে। দালা.লরা ২৪ ঘণ্টা হাঁটলেই গ্রিসের সেলোনিকা পৌঁছে যাবে বলে জানিয়েছিল অনুপ্রবেশকারীদের। কিন্তু টানা চারদিন এক সঙ্গে হাঁটার পর জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে সাগর। সে আর হাঁটতে পারেনি। এমনকি উঠে দাঁড়াতেও পারেনি।

‘তাই তাকে জঙ্গলে রেখেই চলে যায় দালাল ও সঙ্গীরা। তারা সবাই গ্রিসে গিয়ে পৌছেঁ গেছে, কিন্তু সাগর রয়ে গেলো জঙ্গলেই। এরপর আর কারো সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি সাগরের পরিবার। সে কোথায় আছে, কি করছে বা কেমন আছে? কোনো হদিস মিলছে না। স্বজনরা কোনোভাবেই সাগরের সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় রয়েছেন তার পরিবারের লোকজন।

লিবিয়া থেকে ২৩৪ জন অভিবাসী নিয়ে ইতালির বন্দরে ভেরার অপেক্ষায় আছে ওসেয়ান ভাইকিং জাহাজ। 👉এদিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ইত...
31/10/2022

লিবিয়া থেকে ২৩৪ জন অভিবাসী নিয়ে ইতালির বন্দরে ভেরার অপেক্ষায় আছে ওসেয়ান ভাইকিং জাহাজ।
👉এদিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ইতালিয়ান টেরিটোরিতে জাহাজটিকে প্রবেশ করতে নিষেধ করে দিয়েছে।

দেশ বিদেশে অবস্থানরত ভাই বোন আপনি কি মনে করেন,পোষ্টারের বর্নিত বাক্য গুলি বাস্তবায়ন হবে, আপনার মতামত কমেন্ট জানাতে পারেন...
23/10/2022

দেশ বিদেশে অবস্থানরত ভাই বোন আপনি কি মনে করেন,পোষ্টারের বর্নিত বাক্য গুলি বাস্তবায়ন হবে, আপনার মতামত কমেন্ট জানাতে পারেন,,

প্রবাস জীবন পর্ব ২এইচ কে এম সুলাইমান আহমেদ সালমান,সায়েম মনে বড় আশা নিয়ে সৌদি  আরবের দেশে আসছে, নিজেকে সাবলম্ভি করার জন্য...
18/10/2022

প্রবাস জীবন পর্ব ২
এইচ কে এম সুলাইমান আহমেদ সালমান,

সায়েম মনে বড় আশা নিয়ে সৌদি আরবের দেশে আসছে, নিজেকে সাবলম্ভি করার জন্য হত দরিদ্র ফ্যামিলিকে দারিদ্রতার ঘ্রাস থেকে মুক্ত করার জন্যে ,মধ্যবিত্ত পরিবার না যেতে পারে কারো কাছে হাত পাতে অনুদান নিতে,না পায় কারোর সাহায্যে, না পায় কারোর সহযোগিতা,সায়েমের পরিবারে দুই ভাই চার বোন মা বাবা মোট আট সদস্যের পরিবার তাদের,বাবা বৃদ্ধ, ভাই বোন গুলো ছোট , ভাই বোনের পড়াশোনা খানা পিনা চিকিৎসা বস্ত্র পরিধান কাপড় পরিচ্ছেদ স্কুলের ফ্রি মাদ্রাসা মসজিদের ফ্রি টিফিন খরছ হাত খরছ বাস গাড়ী,নৌকা, ট্রেন ভাড়া সবেই জেনো সায়েমের বাবা একা সামলাতে পারছেন না, বাবার কষ্ট দেখে সায়েম সুদভিত্তি ঋণ নিয়ে এক দালালের মাধ্যেমে সৌদিআরব এর ভিসা নিয়ে সৌদিতে চলে আসলো, কোনো ভাবে রাত কাটায় ঘুমাতে গেলে ঘুম আসেনা দুচোখের পর্দায় দিবানিশি চিন্তায় বিভোর কিভাবে পরিবারে শান্তি আনা যায়, দুশ্চিন্তার মূখমুলিন হয়ে আসে কষ্টের কালিমা লেপন কেমনে দুর করা যায় মা বাবা ভাই বোনের মুখে হাসি কেমনে ফোটানো যায়, সায়েম সৌদিআরবের বলোদিয়া এক কোম্পানিতে কাজ করে সায়েম, মাসিক বেতন মাত্র পাচঁ শত রিয়াল, থাকা কোম্পানি বহন করে, খাওয়ার খরছ নিজেকে চালাতে হয়, সায়েম অনেক আশা নিয়ে আসছে আরবে, তার সব আশা ভরসা ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে, যার মাধ্যেমে কন্ট্রাক্ট করে সায়েম আরবে আসছিলো সে বলে ছিল ভাল কোম্পানি বাংলার বিশ হাজার টাকা মাসিক বেতন মাস শেষে বোনাস আছে, বছর শেষে টিকেট ফ্রী দেশে আসা যাওয়ার, সেখানে গিয়ে সায়েম হতভম্ব হয়ে গেল কি কথা ছিল কি হয়ে গেল, টেনশনের পাহার চোখের জলে সাগরে রুপান্তরিত হল, এক দিকে দেশে সায়েমের পরিবার রয়েছে বস্ত্রহীন অনাহারে খাবারের জন্য চাল, ডাল, মাছ ক্রয় করার মত অর্থ জমা নেই সংসারে,অন্য দিকে সুদে টাকা আনছে বিদেশে আসার জন্য সেই সুদের টাকা লাভ প্রতি মাসে দেওয়ার কথা, লাভের টাকা না দিলে সুদখোর বাড়িতে এসে ঝগড়া করবে বাবার সাথে, পাশের বাড়ির করিম চাচার দোকান থেকে প্রয়োজনীয় জিনিস বাকি এনে ঘরের সদস্যগন জীবিকা প্রবাহিত করছেন, সময়মত করিম চাচার দোকানের বাকি না মেটাতে পারলে অনেক বকাঝকা শুনা লাগবে বাবাকে, সব চিন্তা মাথায় নিয়ে যখন মাথাটা ঘুর পাক খাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে সোনালি স্বপ্ন, কি করবে কি করা উচিৎ হিসেব মিলছেনা চিন্তা করতে করতে এক পর্যায়ে কখন যে ঘুমিয়ে পড়ছে টের পায়নি, ভোর সকালে হৈচৈ এই ভাই উটেন সময় হয়ে গেছে ডেউটিতে যেতে হবে সময় চলে যাচ্ছে, রুমমেট সহযোগীদের ডাকাডাকিতে উটে তাড়াহুড়ো করে রেডি হয়ে ডেউটির উদ্দেশ্যে বাসা থেকে বাহির হল,

প্রিয় পাঠক , প্রবাস জীবন, ধারাবাহিক পর্ব চলবে, কেমন হচ্ছে, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন পরর্বতি লেখা লিখতে অনুপ্রাণিত করবেন,,
এইচ কে এম সুলাইমান আহমেদ সালমান, ইতালী
চেয়ারম্যান পিডিএস হিউম্যানিটি

Indirizzo

Ancona

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando প্রবাসীদের চিৎকার pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a প্রবাসীদের চিৎকার:

Condividi