It's puza

It's puza Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di It's puza, Creator digitale, Ancona.

Which one is best????? New blog coming soon....
20/07/2025

Which one is best?????
New blog coming soon....

15/06/2025

🧿🧿কিছুদিন আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা গেল.....আর এই ভিডিওটা হচ্ছে আগের বছরের। তখন বাংলাদেশে ছিলাম...আর ভিডিওটা করে দিয়েছিল আমার মা💝....এই দিন যখন আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে গিয়েছিল☺️ তখন মোবাইলের গ্যালারিতে গেলাম..... আর তখন এই ভিডিওটা দেখে আমার literally কান্না😢 চলে আসলো....আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহগুলোকে দেখে এমন কিউট 🎀লাগতেছিল যে ওইটা describe করার মত আমার কাছে ভাষা নেই.... একটাই কথা মনে হয় যে সারাক্ষণ শুধু দেখতেই থাকি.... দেখতেইইই থাকি...❤️❤️‍🔥

05/06/2025

Food festival e ki niye jabo confused cilam... Tarpor okhane dekhlam anty akta biriyani mone hoy full ek hadi niye gece...pore dekhi oita motamuti sesh hoice.☺️...pizza,chips,pudding etc... je jeta parce oita niye gece....
Last d**e 2nd floor e maestra gan bajiya dance korcilo... R niche o soby dance korcilo...😇
Aii yr sesh... September e abar new cls e uthbe.....

Namaste Narashimha 🙏🙏---নৃসিংহদেবের পূর্ণ কাহিনি সংক্ষিপ্তরুপে :এক সময়ের কথা, এক অসুর রাজা ছিলেন যার নাম হিরণ্যকশিপু। ত...
11/05/2025

Namaste Narashimha 🙏🙏

---

নৃসিংহদেবের পূর্ণ কাহিনি সংক্ষিপ্তরুপে :

এক সময়ের কথা, এক অসুর রাজা ছিলেন যার নাম হিরণ্যকশিপু। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। তাঁর ভাই হিরণ্যাক্ষকে বিষ্ণু বরাহ অবতারে বধ করেছিলেন। এই কারণে হিরণ্যকশিপু বিষ্ণুর ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং প্রতিশোধ নিতে চেয়েছিলেন।

তিনি ব্রহ্মার তপস্যা করে একটি বর লাভ করেন, যাতে তিনি না মানুষ, না পশু, না দিন, না রাত্রি, না অস্ত্র, না কোনো বস্তু, না মাটি, না আকাশে মারা যান — এমন একটি অবিনশ্বরতা লাভ করেন (একপ্রকার ছলনা করে)।

হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তাঁর এই ভক্তিতে রাজা খুব ক্ষুব্ধ হন এবং তাঁকে অনেকবার হত্যার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই বিষ্ণু তাঁকে রক্ষা করেন।

অবশেষে হিরণ্যকশিপু একদিন প্রশ্ন করে,

> “তোর ঈশ্বর কোথায়?”
প্রহ্লাদ উত্তর দেয়, “সর্বত্র আছেন।”
তখন হিরণ্যকশিপু একটি স্তম্ভ দেখিয়ে বলে, “এই স্তম্ভেও?”
প্রহ্লাদ বলে, “হ্যাঁ।”

রাগে ফেটে পড়ে হিরণ্যকশিপু স্তম্ভ ভেঙে ফেলেন, এবং তখনই সেই স্তম্ভ থেকে আবির্ভূত হন নরসিংহ — অর্ধ-মানব, অর্ধ-সিংহ রূপে।

নরসিংহদেব হিরণ্যকশিপুকে সন্ধ্যা বেলায় (না দিন, না রাত), একদম প্রাসাদের দোয়ারে (না ঘরের ভিতর, না বাইরে), নিজের হাঁটুতে বসিয়ে, নখ দিয়ে ছিন্ন করে হত্যা করেন — ফলে বর লঙ্ঘিত হয় না।

এরপর বিষ্ণু আবার শান্ত হন এবং প্রহ্লাদকে আশীর্বাদ দেন।

---
এভাবেই ভগবান তাঁর ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন💝..... আর অসুরদের কঠোরভাবে বিনাশ করেন

11 /05 /2025

03/02/2025

Our First Saraswati Puja In Italy...vlog part:(2).... 💞💟

03/02/2025

Our First Saraswati Puja In Italy...vlog part:(1).... 💞💟

নতুন বছরের প্রথমেই মায়ের অসুস্থতা.......🥺কালকে রাতে খেতে বসে হঠাৎ  senseless  হয়ে কথা বন্ধ হয়ে গেছে....হাত পা পুরা ঠান্ড...
07/01/2025

নতুন বছরের প্রথমেই মায়ের অসুস্থতা.......🥺
কালকে রাতে খেতে বসে হঠাৎ senseless হয়ে কথা বন্ধ হয়ে গেছে....হাত পা পুরা ঠান্ডা হয়ে গেছে..... জানি না কেন ..... পরে doctor এসে check-up করছে...ambulance এ করে hospital নিয়ে গেছে...... সারারাত বাবু ওখানে..... সব মিলিয়ে এক র্দুস্বপ্ন... ভাই এদিকে কা*ন্না করতেছে......মা বলে যে ওখানে থাকবেনা...... পরে ওনারা আজকে ছেড়ে দিছে.....😞
please, everyone pray for my mum to overcome this situation.... 😢🙏

04/01/2025

31st night..... 🎇🎆

01/01/2025

উড়ন্ত গাড়ি দেখলাম!!

24/12/2024

স্কুলের অনুষ্ঠান.... 🎇🎆🎁

Indirizzo

Ancona

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando It's puza pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi