Development world news

Development world news আল্লাহ সবাইকে উপকারী জ্ঞান দান করুক .....

মানবিক বাংলাদেশের রাজধানী টিএসসি..ত্রাণ নিতে নয়, ত্রাণ দিতে মানুষের ঢল। অদ্ভুত অসাধারণ বদলে যাওয়া বাংলাদেশ।
24/08/2024

মানবিক বাংলাদেশের রাজধানী টিএসসি..
ত্রাণ নিতে নয়, ত্রাণ দিতে মানুষের ঢল। অদ্ভুত অসাধারণ বদলে যাওয়া বাংলাদেশ।

09/04/2024
🇮🇹ইতালি রোম প্রবাসী আসাদ ভাই, ইন্তেকাল করেন!                   ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন অনি বি-বাড়িয়া ও কসবা...
20/01/2024

🇮🇹ইতালি রোম প্রবাসী আসাদ ভাই, ইন্তেকাল করেন!
ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন
অনি বি-বাড়িয়া ও কসবা থানার কৃতি সন্তান,হে আল্লাহ আসাদ ভাই, কে জান্নাতবাসী করুন!🥲

🇫🇷ফ্রান্সে হলোনা পর্তুগালে গিয়ে চিরবিদায়.....ইউরোপের দিন দিন স্টোক মৃত্যু বেড়ে চলেছে, ইউরোপ প্রবাসী সবাই এখন থেকে সতর্ক...
20/01/2024

🇫🇷ফ্রান্সে হলোনা পর্তুগালে গিয়ে চিরবিদায়.....
ইউরোপের দিন দিন স্টোক মৃত্যু বেড়ে চলেছে, ইউরোপ প্রবাসী সবাই এখন থেকে সতর্কতা অবলম্বন করুন নিজেকে একটু টেনশন মুক্ত রাখুন!

🇫🇷ফ্রান্স প্রবাসি সায়েক আহমেদ ফ্রান্সে কাগজ না হওয়ায় ১০ দিন আগে পর্তুগালে যান। পর্তুগাল যাবার ১দিন পরেই লিসবনে তিনি ব্রেইন স্টোক করেছিলে। ৯ দিন অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং অজ্ঞান অবস্থায়ই গতকাল ১৯ জানুয়ারী শুক্রবার দুপুরে তিনি পর্তুগালেন লিসবনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, আমিন।
হায়রে প্রবাস জীবন, পরিবার ভালো রাখার প্রত্যাশায় যৌবন শেষ, কাগজের প্রত্যাশায় জীবন শেষ। এটাই ইউরোপের বর্তমান বাস্তবতা।,🥲🇪🇺

রোমানিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের  বিপদসীমায় আছে!
18/01/2024

রোমানিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিপদসীমায় আছে!

🇪🇺 ইউরোপে আসা সবচেয়ে সহজ এবং সেনজেন কান্ট্রি হিসেবে এখনো ভালো ভিসা দিচ্ছে ক্রোয়েশিয়া " 🇵🇸যারা মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন...
18/01/2024

🇪🇺 ইউরোপে আসা সবচেয়ে সহজ এবং সেনজেন কান্ট্রি হিসেবে এখনো ভালো ভিসা দিচ্ছে ক্রোয়েশিয়া "

🇵🇸যারা মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশ থেকে ইউরোপে আসতে চান, তারা চাইলে ইউরোপের দেশ ক্রোয়েশিয়া এবং রোমানিয়াতে আবেদন করতে পারেন "

খুব সহজেই বাইরের দেশগুলো থেকে ভিসা হচ্ছে এইসব দেশের "

🇧🇩বাংলাদেশ থেকে প্রসেসিং জটিলতা এবং রোমানিয়ার ভিসা রেশিও খুবই কম " তাই মিডিল ইস্ট থেকে আবেদন করলে, ভিসা পাবার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে "

🇧🇩বাংলাদেশ থেকেও মোটামুটি ভালই ভিসা পাচ্ছে ক্রোয়েশিয়ার ,তবে এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া অথবা নেপাল যেতে হয় "

সময় থাকতে এইসব দেশে আবেদন করতে পারেন,, এক সময় দেখা যাবে মাল্টা পোল্যান্ডের মতো হয়ে যাবে, তখন আর এত ভিসা দিবে না "

সবার জন্য শুভকামনা রইল 🇪🇺❤️‍🩹 🇭🇷🥀

🇮🇹ইতালি‘র সেক্কানো শহরে আরেক বাংলাদেশীর মৃত্যু্।নোয়াখালী কবির হাট থানার চাপরাশিরহাট ইউনিয়ন নিবাসী আরমান হোসেন ইতালির সেক...
17/01/2024

🇮🇹ইতালি‘র সেক্কানো শহরে আরেক বাংলাদেশীর মৃত্যু্।

নোয়াখালী কবির হাট থানার চাপরাশিরহাট ইউনিয়ন নিবাসী আরমান হোসেন ইতালির সেক্কানো শহরে আজ (১৬/০১/২৪) দিবাগত রাত ৩ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন।
ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।

উনার সম্পর্কে ময়মনসিংহবাসী জানে কতটা প্রচেষ্টায় ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করছেন। উনাকে স্বাস্থ্...
15/01/2024

উনার সম্পর্কে ময়মনসিংহবাসী জানে কতটা প্রচেষ্টায় ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করছেন। উনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও দেশে চিকিৎসা সেবায় হয়তো সোনালী দিন ফিরে আনার চেষ্টা করবেন।

২২২ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। মাম...
15/01/2024

২২২ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। মামলায় অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখার আবেদনও মঞ্জুর করেন বিচারক। গত ২২ আগস্ট সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। আদেশে উল্লেখ ছিল, সম্রাটকে তার জামিনের বন্ড জমা দেওয়ার সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। জামিনের আদেশে কারাগার থেকে বেরিয়ে আসেন সম্রাট। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছিলেন। (সূত্র: দ্য ডেইলি স্টার)

🕌আলহামদুলিল্লাহ🕌                    🇵🇸আবারও বিশ্ব সেরা হলেন 🇧🇩আমাদের সবার প্রিয় সালেহ আহমেদ তাকরিম।দুবাই আন্তর্জাতিক  কো...
15/01/2024

🕌আলহামদুলিল্লাহ🕌
🇵🇸আবারও বিশ্ব সেরা হলেন
🇧🇩আমাদের সবার প্রিয় সালেহ আহমেদ তাকরিম।
দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২০২৪ ইং বিশ্বের ৭০ টি দেশকে পিছনে ফেলে আবারও বিশ্বসেরা হলেন বাংলাদেশের গর্ব।

কিশোর হাফেজ সালেহ আহমেদ তাকরিম!
তাকরিমের জন্যে অভিনন্দন ও শুভ কামনা রইল।❤️🥀

বিপিএলে সবগুলো দলের স্লোগান...✊😁✅ঢাকা : জিতবে ঢাকা পারলে ঠেকা ✅চট্টগ্রাম : যতই খেলো অন্দরে কাপ যাবে বন্দরে ✅রাজশাহী : আম...
14/01/2024

বিপিএলে সবগুলো দলের স্লোগান...✊😁

✅ঢাকা : জিতবে ঢাকা পারলে ঠেকা
✅চট্টগ্রাম : যতই খেলো অন্দরে কাপ যাবে বন্দরে
✅রাজশাহী : আমরা সবাই রাজার ছেলে, কাপ নেবো হেলে দুলে
✅খুলনা : বাঘের মতো গর্জনে কাপ নেবো অর্জনে
✅বরিশাল : কাপ জিতবো আমরা, চেয়ে দেখবা তোমরা
✅সিলেট: জিতবো মোরা আসল কাপ, তোমরা পাবে চায়ের কাপ
✅কুমিল্লা : Win or Win✌️

✅রংপুর: দোলাত হইছে ম্যালা জল, কাপ নিবে হামার দল🙂

আমার স্লোগান
_যতই খেলো অন্দরে কাপ যাবে বন্দরে,💪🏻
আপনার??


14/01/2024

Motivation
মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায় স্ত্রী ও বিয়ে করে ফেলে, সম্পত্তি ভাগ হয়ে যায়, তারপরে এমন একদিন সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শ্তধুমাএ আপনার আমল

Indirizzo

Arezzo

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Development world news pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Development world news:

Condividi