
05/09/2025
লিখাটা একটু পড়বেন 🙏অনেক স্মৃতি জমা ছিল এই ফেইসবুকে।
হাসি-কান্না, ভালোবাসা, অভিমান,
বন্ধুত্বের গল্প আর নির্ঘুম রাতের আড্ডা—
সব যেন একে একে ছবি হয়ে ভেসে উঠছে।
কিন্তু সময় এসেছে বিদায় বলার।
সবকিছুরই একসময় শেষ হয়,
তেমনি হয়তো এই ভার্চুয়াল সম্পর্কেরও।
যা রেখে যাচ্ছি তা হলো স্মৃতির ভান্ডার,
যা নিয়ে যাচ্ছি তা হলো অভিজ্ঞতার শিক্ষা।
শুধু প্রার্থনা—
যাদের সাথে এখানে পরিচয়, ভালোবাসা বা বন্ধন গড়ে উঠেছে,
তাদের যেন মনে থাকে আমার একটুখানি হাসি,
একটুখানি ভালোবাসা।
Homira Khanpapia তেই মাঝে মাঝে আমাকে পাবে,আমাকে দেখবে,কথা হবে লাইভে নয়তো কম্মেন্ট বক্সে/// যদি আবার কখনো ফিরে আসি, ফিরে আসবো সব মায়া,আবেগ,সহানুভূতি কিছু পাওয়ার আশাটা সবকিছু ভুলে ফিরবো MIND SETUP করে সবাইকে ⭐⭐🌹🌹দিবো কিন্তু বিনিময়ে কিছুই চাওয়ার থাকবেনা
বিদায় ফেইসবুক