Masud Sikdar V7

Masud Sikdar V7 About Masud Sikdar V7 – Victory and Vision

This is Masud Sikdar lives in Italy and shares a powerful journey of culture, movement, and motivation.
(37)

🚀 Masud Sikdar V7 – Victory and Vision🚀

https://www.messenger.com/channel/MasudsikdarV7

সকাল ৯ থেকে ৯:৩০ রিলস
১২কি ১২:৩০ ছবি
৫:৩০ সন্ধ্যা রিলস
রাত ১০ টায় রাত্রি পোস্ট।
লাইভ করার সময় কম্মেন্ট বক্সে এক্টিভ থাকুন জেনে যাবে Through short reels and impactful content, I blend cultural identity with personal growth, inspiring people across borders. From the heart of Europe to the spi

rit of South Asia, Masud Sikdar V7 stands for victory, vision, and voice — empowering the next generation to think deeper, live stronger, and rise with purpose.

🎥 Reels | 🗣️ Motivation | 🌍 Cultural Movement


Thanks and Regards
Md: Masud Sikdar

লিখাটা একটু পড়বেন 🙏অনেক স্মৃতি জমা ছিল এই ফেইসবুকে।হাসি-কান্না, ভালোবাসা, অভিমান,বন্ধুত্বের গল্প আর নির্ঘুম রাতের আড্ডা—...
05/09/2025

লিখাটা একটু পড়বেন 🙏অনেক স্মৃতি জমা ছিল এই ফেইসবুকে।
হাসি-কান্না, ভালোবাসা, অভিমান,
বন্ধুত্বের গল্প আর নির্ঘুম রাতের আড্ডা—
সব যেন একে একে ছবি হয়ে ভেসে উঠছে।
কিন্তু সময় এসেছে বিদায় বলার।
সবকিছুরই একসময় শেষ হয়,
তেমনি হয়তো এই ভার্চুয়াল সম্পর্কেরও।
যা রেখে যাচ্ছি তা হলো স্মৃতির ভান্ডার,
যা নিয়ে যাচ্ছি তা হলো অভিজ্ঞতার শিক্ষা।
শুধু প্রার্থনা—
যাদের সাথে এখানে পরিচয়, ভালোবাসা বা বন্ধন গড়ে উঠেছে,
তাদের যেন মনে থাকে আমার একটুখানি হাসি,
একটুখানি ভালোবাসা।
Homira Khanpapia তেই মাঝে মাঝে আমাকে পাবে,আমাকে দেখবে,কথা হবে লাইভে নয়তো কম্মেন্ট বক্সে/// যদি আবার কখনো ফিরে আসি, ফিরে আসবো সব মায়া,আবেগ,সহানুভূতি কিছু পাওয়ার আশাটা সবকিছু ভুলে ফিরবো MIND SETUP করে সবাইকে ⭐⭐🌹🌹দিবো কিন্তু বিনিময়ে কিছুই চাওয়ার থাকবেনা
বিদায় ফেইসবুক

লিখাটা একটু পড়বেন🙏হারিয়ে যাওয়া আসলে শুধু কোনো মানুষ বা জিনিসের অনুপস্থিতি নয়—এটা ভেতরের একটা শূন্যতা, যেটা আমরা হঠাৎ টের...
04/09/2025

লিখাটা একটু পড়বেন🙏হারিয়ে যাওয়া আসলে শুধু কোনো মানুষ বা জিনিসের অনুপস্থিতি নয়—এটা ভেতরের একটা শূন্যতা, যেটা আমরা হঠাৎ টের পাই।
কখনো সেটা হয় কাউকে হারানোর বেদনায়, আবার কখনো নিজের ভেতরের কিছু অংশ হারিয়ে ফেলার অস্থিরতায়।
হারিয়ে যাওয়া মানে অনেক সময় থেমে যাওয়া, চারপাশ চেনা অথচ ভিতরে সব অচেনা লাগা।
আবার কখনো মনে হয়—এটাই চিরকালের জন্য এক অপ্রতিরোধ্য শূন্যতা।
হারানোর মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব আছে—বেদনা আর সৌন্দর্য।
কারণ যেটা হারাই, সেটা আমাদের কাছে মূল্যবান বলেই কষ্ট হয়। আর সেই কষ্টই আবার প্রমাণ করে আমরা ভালোবেসেছিলাম, আমরা বেঁচেছিলাম।

ঝিলমিল রোদ্রমাখা বিকেলের শুভেচ্ছা সবাইকে
04/09/2025

ঝিলমিল রোদ্রমাখা বিকেলের শুভেচ্ছা সবাইকে

আপনি আপনার প্রথম যে কাজ গুরুত্ব দিন,,,তারপর ভালো লাগলে ফেইসবুকে সময় দিন,,বাজে আড্ডা বাজে কাজে সময় না দিয়ে,,,,কথাটা বুজলে...
04/09/2025

আপনি আপনার প্রথম যে কাজ গুরুত্ব দিন,,,তারপর ভালো লাগলে ফেইসবুকে সময় দিন,,বাজে আড্ডা বাজে কাজে সময় না দিয়ে,,,,কথাটা বুজলে ভালো না বুজলে অর্থ খুজুন,,,,🇮🇹

শুভ সকালের শুভেচ্ছা
03/09/2025

শুভ সকালের শুভেচ্ছা

"সময় পেলে এসো, কেমন আছি জানতে—তোমার একটুখানি খোঁজেই জীবনটা হালকা লাগে।""সব ব্যস্ততার ভিড় পেরিয়ে,একটু যদি খবর নাও—মনে হবে...
03/09/2025

"সময় পেলে এসো, কেমন আছি জানতে—
তোমার একটুখানি খোঁজেই জীবনটা হালকা লাগে।"
"সব ব্যস্ততার ভিড় পেরিয়ে,
একটু যদি খবর নাও—
মনে হবে এখনও আমি কারো আপন হায়
"সময় পেলে এসো শুধু জানতে, আমি কেমন আছি,
তোমার একটুকরো যত্নই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।"

03/09/2025

হারিয়ে যাওয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখি, আমাকে খোঁজার মত কেউ
নেই, অথচ সবচেয়ে কাছে থাকা মানুষটাও খোঁজ নেয় না"
এইটা ফেইসবুকের ভালো বাসা বন্ধু
প্রেম ভালো বাসা নয়🇮🇹

সকাল সবসময়ই একরকম নতুন শুরুর ইঙ্গিত দেয়। প্রিয় মানুষকে নিয়ে সকালের অনুভূতি যেন অন্যরকম গভীর হয়। ভোরের নরম আলোয় যখন চোখ খ...
03/09/2025

সকাল সবসময়ই একরকম নতুন শুরুর ইঙ্গিত দেয়। প্রিয় মানুষকে নিয়ে সকালের অনুভূতি যেন অন্যরকম গভীর হয়। ভোরের নরম আলোয় যখন চোখ খুলে যায়, মনে হয় – এ আলো শুধু দু’জনার জন্যই এসেছে।
যেহেতু আমি কফি পান করি তাই বলবো কফির গন্ধের সাথে মিলেমিশে যায় একসাথে বসার স্বপ্ন। সকালের নীরবতায় তার হাসির শব্দ নয় অনলাইনে আসা যেনো সবথেকে মিষ্টি সঙ্গীত। চারপাশের পৃথিবী তখনও ঘুমিয়ে থাকে, কিন্তু হৃদয়ের ভেতর এক অদ্ভুত উচ্ছ্বাস জেগে ওঠে—আজকের দিনটাও তার হাত ধরে শুরু হবে। কিন্তু তা আর হয়না কারন প্রবাসী❣️
প্রিয় মানুষকে পাশে পেলে সকালের হাওয়া হয় মোলায়েম, সূর্যের আলো হয় উজ্জ্বল, আর সময় যেন একটু ধীরে চলে। সেই প্রথম দৃষ্টি, সেই প্রথম স্পর্শ—সবই সকালের আলোয় নতুন করে জন্ম নেয়।,,,সকল প্রবাসীর পক্ষ হতে সব প্রিয় মানুষগুলিকে জানাই,,, শুভসকাল এবং শুভকামনা

02/09/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Lucky Aktara Mondal, Sa Mira, Sanam Sanam, K.M. Sabbir, Sathi Mohona, Mohamamd Shahin Miah, Zahirul Islam, মোঃ আলম আহমদ, Shakib Khan, Arpita Maitra

একদিকে, প্রিয় মানুষকে হালকা করে বিরক্ত করা মানে তাকে নিজের মতো করে আপন করে নেওয়া। এটা এক ধরনের ভালোবাসার প্রকাশ—কারণ যাক...
02/09/2025

একদিকে, প্রিয় মানুষকে হালকা করে বিরক্ত করা মানে তাকে নিজের মতো করে আপন করে নেওয়া। এটা এক ধরনের ভালোবাসার প্রকাশ—কারণ যাকে আমরা ভালোবাসি তাকেই সবচেয়ে বেশি আপন করে নিতে চাই। ছোট্ট বিরক্তির ভেতর লুকিয়ে থাকে খুনসুটি, মায়া আর কাছে টেনে রাখার ইচ্ছা,বেশি মাত্রায় বা অযথা বিরক্ত করলে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে। তাই প্রিয়জনকে বিরক্ত করার মধ্যেও দরকার ভারসাম্য— কষ্ট নয়।
“যাকে ভালোবাসো, তাকে কখনো এমনভাবে বিরক্ত করো না যাতে স্তব্ধ হয়ে মেনে নেয় কিন্তু আড়ালে বিরক্ত । বরং এমনভাবে খুনসুটি করো যাতে সে তোমার উপস্থিতি ছাড়া থাকতে না পারে।” কিন্তু মাঝে মাঝে
প্রিয়জনকে বিরক্ত করা মানে তাকে মনে করিয়ে দেওয়া—‘তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। বিরক্ত না করা তোমাকে❣️ আমি জানাই শুভরাত্রি,,,,

হয়তো 🇮🇹আমি আবারো ফিরে আসবো  তবে ২০০০ বছরের পুরোনো আমার পিছনের  রুপে নই,আর এই ফিরে আসা হবে নিন্দুকদের জন্য, তোমার জন্য নয়...
02/09/2025

হয়তো 🇮🇹আমি আবারো ফিরে আসবো তবে ২০০০ বছরের পুরোনো আমার পিছনের রুপে নই,আর এই ফিরে আসা হবে নিন্দুকদের জন্য, তোমার জন্য নয়
জীবনে হেরে যাওয়া বা ভেঙে পড়া কোনো শেষ নয়—বরং এটা নতুন করে শুরু করার সুযোগ। আমরা প্রায়ই ভেবে নিই, ব্যর্থতা মানেই সব শেষ। কিন্তু সত্যি কথা হলো, প্রতিটি হোঁচট আসলে শেখার একটা ধাপ।
মনের জিদই হলো সেই শক্তি, যা ভেতর থেকে আমাদের আবার দাঁড় করিয়ে দেয়। যখন সবাই বলে “পারবে না”, তখন ভেতরের কণ্ঠটা যদি বলে “আমাকে পারতেই হবে”, তখনই শুরু হয় আসল পরিবর্তন।
ব্যর্থতা তোমার পরিচয় নয়। এটা শুধু তোমাকে আরও ভালো হতে শেখাচ্ছে।
নিজেকে ছোট ছোট সাফল্যে উজ্জীবিত করো। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তাতেই গড়ে উঠবে বড় জয়।
আত্মবিশ্বাসই আসল অস্ত্র। যতবারই পড়ে যাবে, ততবারই উঠে দাঁড়াতে শেখো।
তুলনা নয়, উন্নতি করো। গতকালের চেয়ে আজ একটু ভালো হলেই সেটাই জয়।
শেষ পর্যন্ত, জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো🤔 মানুষ চেনা—আর আমি কিছু মানুষকে চিনতে পেরেছি, আজ আমার পাশে যারা নেই কাল তাদেরকে আমার পাশে নয় আমাকে নিয়ে ভাবুক তাও চাইনা,, তুমি যতবারই ভাঙো না কেন, মনের জিদ যদি টিকে থাকে, আমার ফিরে আসা কেউ আটকাতে পারবে না,,,,অপেক্ষাটা শুদু তোমার

Address

Via Pellegriono Tibaldi
Mymensingh
40129

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud Sikdar V7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share